নতুন ‘বস’ চাই মাদ্রিদের

আগেই জানা গিয়েছিল, এ মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদকে বিদায় বলে দিবেন আনচেলত্তি। সময়ের সাথে ব্যর্থতার পাল্লা আরো ভারী হওয়ার সেই সম্ভবনা ক্রমশ তীব্র হচ্ছে। রিয়াল মাদ্রিদ বোর্ডও হাত গুটিয়ে বসে নেই। প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনা পেরেজ নাকি এখনই ভবিষ্যৎ কোচের সন্ধান শুরু করে দিয়েছে। মাদ্রিদের পছন্দের সেই তালিকায় আছেন মারিসিও পচেত্তিনো, টমাস টুখেল, জাবি আলানসো, রাউল গঞ্জালেজ। এমন কি রিয়াল মাদ্রিদের এক সময়কার কোচ হোসে মরিনহোর নামও জোরেশোরে শোনা যাচ্ছে। 

কার্লো আনচেলত্তির সময়টা মোটেই ভাল যাচ্ছে না। কোনো রণকৌশলেই যেন বার্সার সাথে পেরে উঠছেন না তিনি। শেষ ৫ এল ক্লাসিকোর ৪ টিতেই পরাজয়ের তিক্ত স্বাদ নিতে হয়েছে তাঁকে। তার উপর চলতি লা লিগার শিরোপা দৌড়েও বেশ পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। বার্সার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে রয়েছে লস ব্ল্যাঙ্কোসরা।

শুধু স্প্যানিশ লিগই নয়, কোপা দেল রে তেও বাদ পড়ার আশঙ্কায় আছে আনচেলত্তির রিয়াল মাদ্রিদ। বার্সার বিপক্ষে দ্বিতীয় লেগে শুধু জিতলেই চলবে না, ২ গোলের ব্যবধানে হারাতে হবে তাদের। তবেই টিকে থাকবে আনচেলত্তির কোপা দেল রে জয়ের স্বপ্ন। সব মিলিয়ে এক চ্যাম্পিয়নস লিগ বাদে চলতি মৌসুমে বাকি দুই ট্রফির আশা এক প্রকার ছেড়েই দিতে হচ্ছে মাদ্রিদকে।

আগেই জানা গিয়েছিল, এ মৌসুম শেষেই রিয়াল মাদ্রিদকে বিদায় জানাবেন আনচেলত্তি। সময়ের সাথে ব্যর্থতার পাল্লা আরো ভারী হওয়ার সেই সম্ভবনা ক্রমশ তীব্র হচ্ছে। রিয়াল মাদ্রিদ বোর্ডও হাত গুটিয়ে বসে নেই। প্রেসিডেন্ট ফ্লোরিন্তিনা পেরেজ নাকি এখনই ভবিষ্যৎ কোচের সন্ধান শুরু করে দিয়েছে।

পেরেজের পছন্দের সেই তালিকায় আছেন মারিসিও পচেত্তিনো, টমাস টুখেল, জাবি আলানসো, রাউল গঞ্জালেজ। এমনকি রিয়াল মাদ্রিদের এক সময়কার কোচ হোসে মরিনহোর নামও জোরেশোরে শোনা যাচ্ছে।

পচেত্তিনোর এর আগে টটেনহ্যাম আর পিএসজি’র ডাগআউট সামলানোর অভিজ্ঞতা রয়েছে। তাতে বেশ সফলই ছিলেন এ আর্জেন্টাইন কোচ। টটেনহ্যামকে কোনো শিরোপা জেতাতে পারেননি। তবে একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তুলেছিলেন। আর পিএসজির হয়ে জিতেছেন লিগ ওয়ান শিরোপা। গুঞ্জন আছে, মাদ্রিদ প্রেসিডেন্ট পেরেজের পছন্দের তালিকায় পচেত্তিনোই এগিয়ে আছেন।

তবে মাদ্রিদ কোচ হওয়ার পথে পচেত্তিনোর পথে বাঁধা হতে পারেন আরেক হাই প্রোফাইল কোচ টমাস টুখেল। পিএসজি ও চেলসিকে কোচিং করানো এ কোচ দুই ক্লাবেই ছিলেন বেশ সফল। পিএসজি তাদের ইতিহাসে যে একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছিল তাঁর নেপথ্যে ছিলেন এই টুখেল।

তবে সেবার বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা বঞ্চিত থাকলেও পরের বছর চেলসিকে নিয়ে যান চ্যাম্পিয়নস লিগের ফাইনালে। ফাইনালে ম্যানসিটিকে হারিয়ে চেলসিকে এনে দেন ইউরোপ সেরার মুকুট। যদিও পরের মৌসুমেই চেলসির ডাগআউট ছাড়তে হয় তাঁকে। এই মুহূর্তে জার্মান এ কোচ কোনো ক্লাবের দায়িত্বে নেই। তাই কার্লো আনচেলত্তির জায়গায় মাদ্রিদ ডাগআউটে ভবিষ্যতে দেখা যেতেই পারে টমাস টুখেলকে।

রাউল গঞ্জালেজ এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের অ্যাকাডেমি দলের ডাগআউট সামলাচ্ছেন। এখন পর্যন্ত মাদ্রিদের নতুন প্রতিভা উঠিয়ে আনার ক্ষেত্রে তাঁর অবদান অনেক। তাই রিয়াল মাদ্রিদের মূল দলের কোচ হিসেবে রাউল গঞ্জালেজকে দেখা গেলেও তেমন অবাক হওয়ার মতো কিছু থাকবে না। একই ভাবে রিয়াল মাদ্রিদের রাডারে আছেন জাবি আলানসো। যিনি এক সময় রিয়াল মাদ্রিদের হয়েই খেলতেন।

বর্তমানে বায়ার্ন লেভারকুসেনের দায়িত্বে আছেন সাবেক এ স্প্যানিশ ফুটবলার। এর আগে রিয়াল সোসিয়াদের বি টিমের প্রধান কোচ ছিলেন তিনি। কোচিং অভিজ্ঞতায় হয়তো পিছিয়ে রয়েছেন। তবে রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ বিবেচনায় মোটেই পিছিয়ে নেই তিনি।

তালিকার শেষ নামটা হয়তো বিস্ময় জোগাতে পারে। হ্যাঁ। ২০১০ থেকে ২০১৩ পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রধান কোচের দায়িত্ব পালন করা হোসে মরিনহো আবারও মাদ্রিদ ডাগআউটে ফিরতে পারেন। তবে এ ক্ষেত্রে জটিলতা হচ্ছে, এ এস রোমার সাথে মরিনহোর চুক্তি। ইতালিয়ান এ ক্লাবের সাথে এখনও দুই বছরের চুক্তি রয়েছে দ্য স্পেশাল ওয়ানের। তবে রিয়াল মাদ্রিদ চাইলে সে সব জটিলতা অনায়াসেই নিরসন করতে পারে।

অবশ্য গুঞ্জন বলে, এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার দৌড়ে মারিসিও পচেত্তিনো আর টমাস টুখেলই এগিয়ে আছেন। দিনশেষে আনচেলত্তির জায়গায় রিয়াল মাদ্রিদ বোর্ড কাকে বেছে নিবে, সেটিই এখন দেখার বিষয়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...