বিরাটের ডেপুটি তালাশ

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সাদা পোশাকে ভারতের নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পালনের কথা ছিলো রোহিতের। তবে রোহিত ছিটকে যাওয়ায় এই দায়িত্ব পেতে যাচ্ছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কোহলির ডেপুটি হিসেবে রাহুলকেই এগিয়ে রেখেছেন।

ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। সাদা পোশাকে ভারতের নতুন সহ-অধিনায়কের দায়িত্ব পালনের কথা ছিলো রোহিতের। তবে রোহিত ছিটকে যাওয়ায় এই দায়িত্ব পেতে যাচ্ছেন আরেক ওপেনার লোকেশ রাহুল। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কোহলির ডেপুটি হিসেবে রাহুলকেই এগিয়ে রেখেছেন।

সিনিয়রিটি বিবেচনায় রাহুল ছাড়া এই পদে এগিয়ে আছেন আজিঙ্কা রাহানে ও রবিচন্দ্রন অশ্বিন। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় রাহানের দলে থাকা নিয়েই যেখানে প্রশ্ন সেখানে সহ অধিনায়ক পদে তাঁকে নিশ্চয়ই রাখার চিন্তা করবেনা টিম ম্যানেজমেন্ট। একাধিক সূত্র থেকে জানা গেছে রাহানেকে সুযোগ দিতেও রাজী না নির্বাচকরা।

অপর দিকে, বিদেশের মাটিতে অশ্বিনকে খুব বেশি ম্যাচে সুযোগ দেওয়া হয় না। দলে পেসারদের আধিক্য থাকায় অশ্বিনের একাদশে থাকাই দায়। সেখানে অশ্বিনকেও সহ অধিনায়ক হিসেবে বিবেচনা করছে না দল।

\রাহানে-অশ্বিন ছাড়াও সিনিয়র ক্রিকেটার হিসেবে এগিয়ে আছেন জাসপ্রিত বুমরাহও। তবে কাজের চাপ কমাতে বুমরাহকে সেই দায়িত্ব দিতেও নারাজ টিম ম্যানেজমেন্টের অনেকেই। ভবিষ্যতের কথা মাথায় রাখেই এই পদের দায়িত্ব দিতে চায় বিসিসিআই এমনটা শোনা গেছে বিভিন্ন সূত্রে।

আর ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে ভবিষ্যতের কথা বিবেচনায় এই দৌড়ে সবচেয়ে এগিয়ে রাহুল ও ঋষাভ পান্ত। তবে অভিজ্ঞতা ও অধিকাংশের পছন্দ বিবেচনায় লোকেশ রাহুলকেই দেখা যেতে পারে দক্ষিণ আফ্রিকা সিরিজে সহ অধিনায়ক হিসেবে।

তবে টেস্ট অধিনায়ক বিরাট কোহলির সাথে পরামর্শ করেই টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিবেন বলেও জানা যায়। বিরাটের মত নেওয়ার পরই অফিসিয়ালি ঘোষণা হবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ভারতের সহ অধিনায়কের নাম।

টাইমস অব ইন্ডিয়াকে একটি সূত্র বলেছে, ‘এই মুহূর্তে পেছন ফিরে তাকাতে চায় না বিসিসিআই। রাহুলকেই সবার পছন্দ। রাহানের সাম্প্রতিক পারফরম্যান্সে একাদশে জায়গা পাওয়া নিয়েই সন্দেহ আছে। অশ্বিনকেও বাইরের মাটিতে খুব বেশি খেলানো হয় না। তাই তাকেও এই দায়িত্ব দেওয়ার সম্ভাবনা নেই। তবে দুই-একদিনের মধ্যেই জানা যাবে কে হচ্ছেন বিরাটের ডেপুটি।’

সবকিছু ঠিক থাকলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে নতুন দায়িত্বে দেখা যাবে লোকেশ রাহুলকে। ভবিষ্যতের কথা বিবেচনায় এই দায়িত্বে রাহুলকেই এগিয়ে রাখছেন সবাই। আসছে ১৬ ডিসেম্বর মানে কাল বিকালে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে রওনা দিবে ভারত দল।

এদিকে কোয়ারেন্টাইন ঝামেলা থেকে বাঁচতে পুরো দলের জন্য আলাদা কটেজের রিসোর্টের ব্যবস্থা করেছে বিসিসিআই। বাইরের কারো সংস্পর্শে না আসা ও পরিবারের সাথে কোয়ারেন্টাইন ঝামেলা ছাড়া থাকার জন্যই বিসিসিআইয়ের এই ব্যবস্থা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...