বাংলাদেশে কেন পাওয়ার হিটারদের ‘ভাত’ নেই!

পাওয়ার হিটারদের একমাত্র মঞ্চ হলো বিপিএল। তবুও পিচের ধরন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এবারের বিপিএল অবশ্য মিশ্র অভিজ্ঞতা দিচ্ছে। লো স্কোরিংয়ের পাশাপাশি হাইস্কোরিং ম্যাচও হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের হাবিবুর রহমান সোহান উজাড় করে দিয়েছিলেন। খুব ধারাবাহিক ছিলেন না। কিন্তু পাওয়ার হিটারদের তো আর ধারাবাহিকতার প্রয়োজন নেই। 

বাংলাদেশে পাওয়ার হিটারের অপ্রতুলতা কেন? এই প্রশ্নের উত্তরে ব্যাটারদের সীমাবদ্ধতায় সবার আগে আসে। কিন্তু পাওয়ার হিটার তৈরিতে কোচ বা টিম ম্যানেজমেন্টের দায়টাও কিন্তু সমানভাবে লক্ষণীয়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট সংস্কৃতিতে পাওয়ার হিটারের তেমন প্রয়োজন নেই কিংবা প্রতিটা দলের খেলার ধরনে তা অত্যাবশকীয় নয়।

পাওয়ার হিটারদের একমাত্র মঞ্চ হলো বিপিএল। তবুও পিচের ধরন প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। এবারের বিপিএল অবশ্য মিশ্র অভিজ্ঞতা দিচ্ছে। লো স্কোরিংয়ের পাশাপাশি হাইস্কোরিং ম্যাচও হচ্ছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের হাবিবুর রহমান সোহান উজাড় করে দিয়েছিলেন। খুব ধারাবাহিক ছিলেন না। কিন্তু পাওয়ার হিটারদের তো আর ধারাবাহিকতার প্রয়োজন নেই।

সময়ের চাহিদা পূরণ করে দলের সংগ্রহকে চাঙা করাই লক্ষ্য। সোহান সেটি করেছিলেন। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে সুযোগ পেয়েই খেলেছিলেন ৩০ বলে ৪৩ রানের ইনিংস। তাও আবার মিরপুরের পিচে। কিন্তু বিস্ময়ের ব্যাপার হলো, চট্টগ্রামের রানপ্রসবা পিচেই আবার তাঁকে দেখা গেল ৪ ম্যাচের মাত্র একটিতে।

খুলনা টাইগার্স ভরসা করেছে বিদেশি রিক্রুটের উপর। কিন্তু এই সাগরিকাতেই একটা উত্তাল ঝড় দেখাতে পারতেন সোহান। কিন্তু সেই সুযোগটাই তিনি পাননি। মূলত এখানেই লুকিয়ে বাংলাদেশকে পিঞ্চ হিটার বের না হওয়ার কারণ।

বাংলাদেশের ক্রিকেটে খুব পরিচিত কোনো নাম নন হাবিবুর রহমান সোহান। ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে খেলেন তিনি। ২০২২ সালে রাজশাহীতে স্থানীয় একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে ঝড়ো ব্যাটিংয়ে কিছুটা নজর কাড়তে পেরেছিলেন। এই তো। এর খুলনা টাইগার্সের হয়ে বিপিএলে নেমেই ১৯ বলে দলের জয়ের জন্য ৩৯ রানের সমীকরণে সোহান একাই করেন ৯ বলে ৩০ রান। বিপিএলের সব আসর মিলিয়ে ৩০ ছোঁয়া ইনিংসগুলোর মধ্যে যা ছিল তৃতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের ইনিংসের রেকর্ড।

খুলনা টাইগার্স এবারের আসরেও সোহানকে দলে ভিড়িয়েছিল। কিন্তু সহজাত ছক্কা মারা দক্ষতা যার ব্যাটে, তাঁকে সেভাবে মূল্যায়নই করেনি দলটি। টিম ম্যানেজমেন্টের হতবুদ্ধির কারণেই মেলে ধরতে পারেননি এ ব্যাটার। বাংলাদেশ ক্রিকেটে এই যে চল, এ কারণেই অঙ্কুরেই বিনাশ হয়ে যায় অনেক প্রতিভা। সোহান নিশ্চয়ই সেই আক্ষেপের কারণ হতে চাইবেন না।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...