বিরাট থাকতে রোহিত কেন অধিনায়ক?

ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রথম দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা ভাল হয়নি। সেঞ্চুরিয়নে টেস্টের দুই ইনিংসেই কাগিসো রাবাদার বলে আউট হয়েছেন তিনি।

ভারত অধিনায়ক হিসেবে রোহিত শর্মার প্রথম দক্ষিণ আফ্রিকা সফরের শুরুটা ভাল হয়নি। সেঞ্চুরিয়নে টেস্টের দুই ইনিংসেই কাগিসো রাবাদার বলে আউট হয়েছেন তিনি। একবার পুল করতে গিয়ে ভুল করেছেন আরেকবার বলের লাইন মিস করে স্ট্যাম্প হারিয়েছেন এই ওপেনার। অধিনায়কত্বও ভাল হয়নি তাঁর, স্ট্রাইক বোলারদের ঠিকঠাক ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন তিনি।

সবমিলিয়ে সেনা কন্ডিশনে এখন টানা চার পরাজয়ের স্বাদ পেয়েছে টিম ইন্ডিয়া। দেশটির সাবেক ক্রিকেটার শুভ্রামানিয়াম বদরিনাথ তাই রোহিতের ব্যাটিং এবং অধিনায়কত্বের সমালোচনা করতে ছাড় দেননি। তাঁর মতে, টেস্ট ক্রিকেটে ব্যাটার হিসেবে আরও ভালো রেকর্ড থাকায় বিরাট কোহলিকেই লাল বলের ক্রিকেটে দলের অধিনায়ক রাখা উচিত ছিল।

নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেন, ‘টেস্ট লিডার হিসেবে কোহলির দুর্দান্ত রেকর্ড রয়েছে। অধিনায়ক হিসেবে ৫২ গড়ে ৫ হাজারের বেশি রান করেছে। ৬৮ টেস্টে ৪০টি জয় ও ১৭টি পরাজয় রয়েছে তাঁর। অস্ট্রেলিয়া সিরিজেও আমাদের দারুণ সব জয় এনে দিয়েছে; আবার গ্রায়েম স্মিথ, রিকি পন্টিং এবং স্টিভ ওয়াহের পর টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের মালিক সে।’

এই ডানহাতি আরও বলেন, ‘কেন বিরাট এখন টেস্ট দলের অধিনায়ক নন? আমি এই প্রশ্ন তুলতে চাই, সে একজন ভালো টেস্ট ব্যাটার। বিরাট কোহলি আর রোহিত শর্মার কোনো তুলনা নেই। টেস্ট ক্রিকেটের দিক থেকে কোহলি সবসময়ই বিশ্বমানের খেলোয়াড়। সব জায়গায় রান করেছেন।’

এরপরই শ্রোতাদের উদ্দেশ্যে প্রশ্ন করেন বদ্রিনাথ। তিনি বলেন, ‘কেন সে (কোহলি) নেতৃত্ব দিচ্ছে না বরং তুলনামূলক দুর্বল একজন খেলোয়াড়কে অধিনায়ক করা হলো কেন? আমি যতদূর জানি, রোহিত এখনও টেস্ট ওপেনার হিসেবে পরীক্ষিত নন। এই ফরম্যাটে সে আসা-যাওয়ার মধ্যে ছিল। আমি মনে করি রোহিত শর্মা ভারতের বাইরে ওপেনার হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি; সে অধিনায়ক কেন?’

পরিসংখ্যান বিবেচনায় এই প্রাক্তন তারকার কথা ফেলনা নয়। পেস-সহায়ক দেশে হিটম্যানের ব্যাটিং গড় মাত্র ৩০.৩০, তাঁর অধীনে বড় কোন সাফল্যও পায়নি ভারত। অন্যদিকে বিরাট কোহলি অস্ট্রেলিয়াতে সিরিজ জিতেছেন; ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকায় স্মরণীয় জয় পেয়েছেন। সবচেয়ে বড় কথা, পারফরমার হয়েই দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...