সাকিবই তাহলে তিন ফরম্যাটের নেতা?

‘রেকর্ড’ শব্দটা সাকিব আল হাসানের জন্য পুরনোই বটে। বছরের পর বছর এই রেকর্ডকে সঙ্গী করেই বাইশ গজে সময় কাটাচ্ছেন দৌর্দণ্ড প্রতাপে। এবার এমনই এক অনন্য রেকর্ডের হাত ছানি দিচ্ছে সাকিবের সামনে। যে রেকর্ডের কীর্তিতে তিনিই হবে ইতিহাসের প্রথম ক্রিকেটার। 

‘রেকর্ড’ শব্দটা সাকিব আল হাসানের জন্য পুরনোই বটে। বছরের পর বছর এই রেকর্ডকে সঙ্গী করেই বাইশ গজে সময় কাটাচ্ছেন দৌর্দণ্ড প্রতাপে। এবার এমনই এক অনন্য রেকর্ড হাতছানি দিচ্ছে সাকিবকে। যে রেকর্ডের কীর্তিতে তিনিই হবে ইতিহাসের প্রথম ক্রিকেটার। 

আসলে শুধু রেকর্ড নয়, ওয়ানডের অধিনায়কত্বের হাতছানিও আছে। বিশেষ এক সংবাদ সম্মেলন ডেকে অবসর বলে দিয়েছেন তামিম ইকবাল। ফলে, আবারও অধিনায়ক হবেন সাকিব। তিন ফরম্যাটেই পাবেন নেতৃত্ব। তাহলে ২০১১ সালের পর দুটি বিশ্বকাপ আসর বিরতি দিয়ে আবারও সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল।

এবার রেকর্ডে ফেরা যাক। অনন্য কীর্তি গড়তে সাগরিকার মাটিতে প্রয়োজন আর মাত্র ৮ টি উইকেট ও ১৩ রান। আফগানদের বিপক্ষে বাকি দুই ম্যাচে যেটা করতে পারলেই ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ‍দুটি ভিন্ন ভেন্যুতে ৫০০ রান এবং ৫০ উইকেটের মালিক হবেন তিনি।

মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সাকিব ব্যাট হাতে করেছেন ২৬৫৬ রান। আর বল হাতে উইকেট নিয়েছেন ১৩১টি। চট্টগ্রামের সাগরিকায় জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২২ ম্যাচে এখন প্রযন্ত ৪৮৭ রানের সঙ্গে উইকেট নিয়েছেন ৪২টি।

বাকি দুই ম্যাচে ১৩ রানের সঙ্গে ৮ টি উইকেট নিতে পারলেই ‍দুটি ভিন্ন ভেন্যুতে ৫০০ রানের সঙ্গে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করা হবে সাকিবের।

আফগানদের বিপক্ষে চট্টলার মাটিতে অবশ্য এমন কীর্তি ছোঁয়ার দৌড়ে সাকিবকে একটু বেগই পেতে হচ্ছে। বাকি ২ ম্যাচে ১৩ রান সহজ হলেও, পরবর্তী ২ ম্যাচে ৮ উইকেট নেওয়াটা কঠিনই বটে। 

যদিও এই আফগানদের বিপক্ষেই তিনি ১১ ম্যাচে এখন পর্যন্ত ৩ বার ৪ উইকেট নিয়েছেন। তাই পরের দুই ম্যাচে সাকিবের জন্য এমন লক্ষ্য খুব বেশি কঠিনও নাও হতে পারে। এখন দেখার পালা, রেকর্ডবুকে এই অনন্য অর্জন তুলতে সাকিব ঠিক কতটা সময় নেন। 

অবশ্য চলতি সিরিজে সেটি না হলে, সাকিবকে অপেক্ষা করতে হবে আরো একটি বছর। কারণ চলতি বছরে আইসিসির এফটিপিতে চট্টগ্রামে আর কোনো ম্যাচ নেই। আর এই চট্টগ্রামেই হয়তো আবারও অধিনায়কত্বটাও পাবেন ওয়ানডের। ফলে, সাকিব এখন এক সাথে দু’টি চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে আছেন।

ওয়ানডে অধিনায়কত্বটা একদমই নতুন নয় সাকিবের জন্য। ৫০ টি ওয়ানডেতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে জিতিয়েছেন ২৩ টিতে। সাকিবকে তাঁর অধিনায়কত্বের পরিসংখ্যানটা আরও মজবুত করার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত? এই প্রশ্নটা থাকছেই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...