এক ম্যাচ হারলেই অধিনায়ক খারাপ!

এখন অবধি নিজের ব্যাটিং কিংবা নেতৃত্ব- দুই জায়গাতেই বেশ প্রশংসিত হচ্ছেন রোহিত শর্মা। তবে এই প্রশংসার স্থায়িত্ব কম বলেই মনে করেন ভারতীয় এ অধিনায়ক। তাঁর মতে, কোনো এক ম্যাচ ভারত হারলেই তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে সময় লাগবে না।

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত থাকা একমাত্র দল ভারত। ৬ ম্যাচের প্রত্যেকটিতেই জিতে সেমির পথে এক পা দিয়েই রেখেছে রোহিত শর্মার। সেমিফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে তাঁরা।

৬ ম্যাচে মাত্র দুটি জয় পাওয়া শ্রীলঙ্কার জন্য এই ম্যাচ এক অর্থে বাঁচা-মরার লড়াই-ই বটে। হারলেই বিদায় নিতে হবে- এমন একটা সমীকরণে ভারতের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে তাদের।

এখন অবধি নিজের ব্যাটিং কিংবা নেতৃত্ব- দুই জায়গাতেই বেশ প্রশংসিত হচ্ছেন রোহিত শর্মা। তবে এই প্রশংসার স্থায়িত্ব কম বলেই মনে করেন ভারতীয় এ অধিনায়ক। তাঁর মতে, কোনো এক ম্যাচ ভারত হারলেই তাঁর অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন উঠতে সময় লাগবে না।

এ নিয়ে সংবাদ সম্মেলনে রোহিত শর্মা বলেন, ‘আমি জানি সবাই কী বলবে। এক ম্যাচ হারলেই তখন দেখা যাবে সবাই বলবে, আমি খারাপ অধিনায়ক। তবে আমি জানি এটার সঙ্গে কীভাবে মানিয়ে নিতে হয়।’

রোহিত শর্মার অধীনেই এবারের এশিয়া কাপের ফাইনালে মাত্র ৫০ রানে শ্রীলঙ্কাকে অলআউট করেছিল ভারত। ১০ উইকেটের বড় জয়েই মহাদেশীয় আসরের শ্রেষ্ঠত্ব পুনরুদ্ধার করেছিল ভারত। তবে গত এক যুগ ধরে চলছে ভারতের বিশ্বকাপখরা। শেষ দুই আসরে সেমিতে উঠলেও ফাইনালের মঞ্চে পা রাখতে পারেনি ভারত।

এবার সেই লক্ষ্যেই নিজেদের মাটিতে বিশ্বকাপ জয়ের দিকে চোখ রেখেছে রোহিত শর্মার দল। আর সে যাত্রায় ভারত এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে। শ্রীলঙ্কার বিপক্ষে এ ম্যাচ জিতলেই সেমি নিশ্চিত হবে ভারতের।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...