রমনদীপ সিং, যার উত্থানে অবদান আছে আরেক কিংবদন্তি সিংয়ের

কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার বলেন, ‘আমি নিয়মিত যুবরাজ ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনিও পাঞ্জাব থেকে উঠে এসেছেন, আর আমি ভাগ্যবান যে তিনি আমার ব্যাটিং দেখেছেন। কোভিডের পরের সময়টাতে পিসিএ স্টেডিয়ামে অনুশীলন করতাম, যুবরাজ ভাইও সেখানে আসতেন।’

আইপিএল ভারতকে উপহার দিয়েছে একের পর এক প্রতিভা, যার সবশেষ উদাহরণ রমনদীপ সিং। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অভিষেক হয়েছিল তাঁর, আর আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছিলেন তিনি। তবে তাঁর উত্থানের পিছনে লুকিয়ে আছে আরেক কিংবদন্তির কঠিন পরিশ্রমের আখ্যান, বলছি যুবরাজ সিংয়ের কথা।

তরুণ প্রতিভাকে ঘষেমেজে তৈরি করে দেয়ার সুখ্যাতি রয়েছে যুবরাজের; শুভমান গিল, অভিষেক শর্মাকে বর্তমান অবস্থানে আসার ক্ষেত্রে সাহায্য করেছিলেন তিনি। একইভাবে রামানদীপকেও সাহায্য করেছেন।

এ ব্যাপারে কলকাতা নাইট রাইডার্সের এই অলরাউন্ডার বলেন, ‘আমি নিয়মিত যুবরাজ ভাইয়ের সঙ্গে কথা বলি। তিনিও পাঞ্জাব থেকে উঠে এসেছেন, আর আমি ভাগ্যবান যে তিনি আমার ব্যাটিং দেখেছেন। কোভিডের পরের সময়টাতে পিসিএ স্টেডিয়ামে অনুশীলন করতাম, যুবরাজ ভাইও সেখানে আসতেন।’

রমনদীপ আরো বলেন, ‘একদিন তো ভাই আমার জন্য তাঁর নিজের অনুশীলন সেশন মিস করে সেন্টার উইকেটের ব্যবস্থা করে দিয়েছিলেন। এরপর সারা বিকেল আম্পায়ারের পজিশনে দাঁড়িয়ে, রোদের মধ্যে আমার ব্যাটিং ভিডিও রেকর্ড করেছিলেন। পরবর্তীতে তিনি আমাকে কি উন্নতি করা দরকার তা নিয়ে পরামর্শ দেন।’

এই হার্ডহিটার আরো যোগ করেন, ‘যুবরাজ ভাইয়ের হৃদয় অনেক বড়, তিনি যত বড় মাপের ক্রিকেটার তার চেয়ে বড় মাপের মানুষ। শুভমান, অভিষেক, অমলপ্রীত বা যেকেউ উনার কাছে ব্যাটিংয়ের সমস্যা নিয়ে গিয়েছে উনি সবাইকে সাহায্য করেছেন। অনেক ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করেন।’

ঘরোয়া ক্রিকেটে দুইবার এক ওভারে পাঁচ ছক্কা হাঁকিয়েছেন এই ডানহাতি তারকা, যুবরাজের কীর্তিতে ভাগ বসাতে সম্ভবত আরেকটু চেষ্টা করতে হবে তাঁকে। তিনি অবশ্য প্রস্তুত সেজন্য, যে করেই হোক ওভারে ছয়টা ছয় তাঁর চাই!

Share via
Copy link