ইনজুরিগ্রস্ত বিশ্ব একাদশ

করোনা পরবর্তী সময়ে ইনজুরিটা দেখা যাচ্ছে একটু বেশিই। ভারতীয় দল তো ইনজুরিগ্রস্ত একটা একাদশই গঠন করে ফেলবে আরেকটু হলে। তাই আমরা এই মুহুর্তে ইনজুরড আছেন এমন একটা সেরা একাদশ গঠন করব বলে চিন্তা করেছি।

ক্রিকেটে ইনজুরি স্বাভাবিক অনুষঙ্গ।

ট্রেনিং করতে গিয়ে, অনুশীলন মাঠে এমনকি ম্যাচের মধ্যেও বেঁধে যায় ইনজুরির আক্রমণ। এই ইনজুরিতে ক্রিকেটাররা কখনও কখনও মাসের পর মাস চলে যান মাঠের বাইরে। তবে করোনা ভাইরাসের প্রকোপ পরবর্তী সময়ে ইনজুরিটা দেখা যাচ্ছে একটু বেশিই। ভারতীয় দল তো ইনজুরিগ্রস্ত একটা একাদশই গঠন করে ফেলবে আরেকটু হলে। তাই আমরা এই মুহূর্তে ইনজুরিতে মাঠের বাইরে আছেন এমন খেলোয়াড়দের নিয়ে একটা সেরা একাদশ গঠন করব বলে চিন্তা করেছি।

শুনতে অদ্ভুত হলেও কি আর করা, শুরু করা যাক।

  • ওপেনার: দ্বিমুথ করুনারত্নে (শ্রীলঙ্কা) ও বাবর আজম (পাকিস্তান)-অধিনায়ক

দ্বিমুথ আর বাবর আজম দুজনেরই সাম্প্রতিক পারফর্ম্যান্স বেশ ভাল। তবে এবার দুজনের আলোচনা ইনজুরিজনিত। দু’জনই জাতীয় দলের অধিনায়ক তবে, এখানে অধিনায়ক রাখছি বাবর আজমকে।

বাবর আজম একদিকে পাকিস্তানের সবচাইতে বড় ভরসার নাম, বিশ্বজুড়েও ব্যাটিংয়ে তিনি বড় তারকা। নিউজিল্যান্ড সফরে ইনজুরিতে পড়ায় বেশ ভালভাবেই ভুগতে হয়েছে পাকিস্তান দলকে। আশা করা যাচ্ছে, খুব শীঘ্রই ইনজুরি থেক ফিরবেন তিনি।

  • উইকেটরক্ষক: লোকেশ রাহুল (ভারত)

কেএল রাহুলের কয়েক বছর আগের ফিটনেস অবশ্য খারাপই ছিল। তবে তিনি তা উতরে গেছেন কঠোর পরিশ্রম করে। তবে এই অস্ট্রেলিয়া সফরেই নতুন করে ইনজুরিতে পড়েছেন তিনি। শুধু তিনিই নন, ভারতীয় দলের অনেকেই ইনজুরিতে আক্রান্ত।

  • মিডল অর্ডার: মানিশ পান্ডে (ভারত), হনুমা বিহারি (ভারত), ওলি পোপ (ইংল্যান্ড)

মিডল অর্ডারে আমরা রেখেছি দু’জন ভারতীয়কে। মনিশ পান্ডের তো ইনজুরিতে মুশতাক আলী ট্রফিতেই মাঠে নামা হল না। আসন্ন ইংল্যান্ড সিরিজেও খেলতে পারবেন কিনা এখনই বোঝা যাচ্ছে না। হনুমা বিহারি এদিকে ভারতীয় দলেই ছিলেন।

সদ্য শেষ হওয়া টেস্টটাতে যে ভারত ড্র করেছে, তাতে বিহারীর রয়েছে দারুণ অবদান। তবে এই অবদান রেখেই ইনজুরিতে পড়ে যান তিনি।  মিডল অর্ডারের আরেক সদস্য ওলি পোপ। ইংলিশ এই ক্রিকেটারটিও পড়েছেন ইনজুরির খপ্পরে।

  • অলরাউন্ডার: রবীন্দ্র জাদেজা (ভারত)

রবীন্দ্র জাদেজা নিজের জায়গা দলে পাকা করেন বেশ কষ্ট করেই। বেশিরভাগ সময়ই আলোচনায় না থাকলেও নিজের কাজটা ঠিকই করে যান তিনি। সেই কাজটা করার পথেই হঠাৎ ইনজুরি বাঁধিয়ে এখন তিনি দলের বাইরে। খুবই বাজে সময় তিনি এবার অস্ট্রেলিয়া সফরে ইনজুরিতে পড়েছেন। দারুণ ফর্মে থাকা জাদেজার জন্য এটা বাজে ব্যাপার হয়েছে।

  • বোলার: লকি ফার্গুসন (নিউজিল্যান্ড), মোহাম্মদ শামি (ভারত), উমেশ যাদব (ভারত), জাসপ্রিত বুমরাহ (ভারত)

ইনজুরিগ্রস্ত খেলোয়াড় তালিকাতে পেসারদের আধিক্য থাকবে এটাই স্বাভাবিক। এখানেও তাই হয়েছে। বোলিং লাইনআপের চারজনের চারজনই আমরা রেখেছি পেসার। পেস বোলিংকে নেতৃত্ব দেবার জন্যে বুমরাহ আর শামি থাকছেন, ইনজুরি তালিকাতেও তো আসলে ভারতেরই নেতৃত্ব।

এই লাইনআপে অবশ্য আরকজন ভারতীয় আছেন- উমেশ যাদব। পেস বোলিং লাইনআপের সেরা তিন স্তম্ভকে হারিয়ে ভারত এখন বেশ চিন্তাতেই আছে। তবে ইংল্যান্ড সিরিজেই তাঁদের পাওয়া যাবে বলে আশাবাদী টিম ভারত।

এই লাইনআপের আরেকজন লকি ফার্গুসন। দ্রুতগতির এই পেসারও এখন পড়েছেন ইনজুরির খপ্পরে। এই লাইনআপে অবশ্য আরেকজন থাকতে পারত, তিনি শ্রীলঙ্কার সুরঙ্গা লাকমল। শ্রীলঙ্কার দীর্ঘদিনের ভরসা এই পেসারও এখন মাঠের বাইরে দিন গুণছেন। তাঁকে চাইলে এই দলে দ্বাদশ ব্যক্তি হিসেবে রাখা যায়।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...