ভারতের চাপ, স্থগিত হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ

আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের একটা চাপ ছিল। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে - সেই ফাঁকা সময়টাতে সংস্থাটিতে আয়োজন করতে চায় আইপিএল।

ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) খুবই অধৈর্য্য হয়ে উঠেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আইসিসি কোনো সিদ্ধান্ত নিতে না পারায় ঝুলে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিসিসিআই তাই নাখোশ।

এমন অবস্থায় ক্রিকেটের সবচেয়ে ক্ষুদ্র ফরম্যাটের বিশ্বকাপ বাতিল হওয়া এখন কেবল সময়ের ব্যাপার। এমন খবর জানিয়েছে অস্ট্রেলিয়ার শীর্ষ স্থানীয় গণমাধ্যম সিডনি মর্নিং হেরাল্ড। তাঁরা জানিয়েছে, চলতি সপ্তাহের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

অস্ট্রেলিয়ায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল আসছে অক্টোবর-নভেম্বরে। তবে, করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বকাপ আয়োজনের সম্ভাব্যতা দিয়ে প্রশ্ন উঠছে অনেকদিন হল। আর প্রস্তুতিপর্বও যথেষ্ট পরিমাণ ব্যাহত হয়েছে। এই অবস্থায় টুর্নামেন্ট স্থগিত করার কোনো বিকল্প পথও খোলা নেই।

এমনকে গেল মার্চেই ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান আর্ল এডিংস বলেছিলেন, ‘আমি মনে করি এটা অবাস্তব স্বপ্ন। এটা কঠিন, খুব কঠিন হবে।’

আর দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিসিসিআইয়ের একটা চাপ ছিল। কারণ, টি-টোয়েন্টি বিশ্বকাপ পিছিয়ে গেলে – সেই ফাঁকা সময়টাতে সংস্থাটিতে আয়োজন করতে চায় আইপিএল। ম্যাচের সংখ্যা কমিয়ে হোক, চলতি বছর যেকোনো মূল্যে আইপিএল আয়োজন করতে চায় বিসিসিআই। কারণ, আইপিএল বাতিল হলে বিসিআইয়ের চার হাজার কোটি রুপির ক্ষতি হবে।

তবে, ভারতেও করোনা ভাইরাসের পরিস্থিতি ভাল নয়। ভারত বিকল্প ভেন্যু খুঁজছে আইপিএলের জন্য। ভাবনায় আছে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...