বাংলাদেশেই থাকছেন রিচার্ড স্টোনিয়ার

অনূর্ধ্ব ১৯ দলের আগামী বিশ্বকাপেও থাকছেন স্টোনিয়ার। যদিও, বয়সের বাধ্যবাধকতার কারণ বিশ্বকাপজয়ী দলের অনেককেই সেই আসরে দেখা যাবে না। ২০২২ সালে এই আসর বসবে ওয়েস্ট ইন্ডিজে।

কোচিং স্টাফ দলের বাকিদের সাথে আলাদা করেই তাকে পার্থক্য করা যায়। তিনি কখনো কখনো কেবলই কোচ নন, বড় ভাইও। তিনি রিচার্ড স্টোনিয়ার। খেলোয়াড়দের মধ্যে তিনি ভিষণ জনপ্রিয়।

বিশ্বকাপজয়ী অনূর্ধ্ব ১৯ দলের তিনি স্ট্রেন্থ অ্যান্ড কন্ডিশনিং কোচ ছিলেন। ছিলেন বলাটা ভুল হবে। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর সাথে নতুন চুক্তি করেছে। আরো দুই বছর, মানে ২০২২ সাল অবধি তিনি থাকবেন যুব ক্রিকেট দলের সাথে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে তিনি নিজেই এই তথ্য দেন। বলেন, ‘পাগলা আপডেট। আমি বিসিবির সাথে ২০২২ সাল পর্যন্ত চুক্তি করেছি বলে নিশ্চিত করলাম। স্বপ্ন বাস্তব হতে পারে। এখন ফেরার জন্য আর নতুনদের সাহায্য করতে রোমাঞ্চিত আমি।’

এর অর্থ হল অনূর্ধ্ব ১৯ দলের আগামী বিশ্বকাপেও থাকছেন স্টোনিয়ার। যদিও, বয়সের বাধ্যবাধকতার কারণ বিশ্বকাপজয়ী দলের অনেককেই সেই আসরে দেখা যাবে না। ২০২২ সালে এই আসর বসবে ওয়েস্ট ইন্ডিজে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...