‘দূর্ভাগা ১৩’ ক্লাবের সৌভাগ্যবানরা

২৭৮ টা ওয়ানডে ম্যাচ খেলা কোহলি ১৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ২৬৭তম ইনিংসে। তিনি ছাড়াও ওয়ানডে ক্রিকেট ইতিহাসে আরো ৪ ব্যাটার এ কীর্তি ছুঁয়েছেন। সেই ৪ ব্যাটার কারা, কোহলির পর দ্রুততমই বা কে, চলুন জেনে নেওয়া যাক। 

মুহূর্তটার সাক্ষী পুরো বিশ্ব। তবে কীর্তিটার মঞ্চায়ন হলো কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। ইনিংসের ৪০তম ওভারে শাহিন আফ্রিদির বল স্কোয়ার লেগে ঠেলে দিয়ে ২ রান। ব্যাস। তাতেই ইতিহাসের ৫ম ব্যাটার হিসেবে ওয়ানডে ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন বিরাট কোহলি।

মাইলফলক ছুঁয়েছেন কোহলি, অথচ কোনো রেকর্ড হবে না, তা কী করে হয়! হয়েছেও তাই। ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ১৩ হাজার রানের রেকর্ডের মালিক এখন এই ভারতীয় ব্যাটার।

২৭৮ টা ওয়ানডে ম্যাচ খেলা কোহলি ১৩০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন ২৬৭তম ইনিংসে। তিনি ছাড়াও ওয়ানডে ক্রিকেট ইতিহাসে আরো ৪ ব্যাটার এ কীর্তি ছুঁয়েছেন। সেই ৪ ব্যাটার কারা, কোহলির পর দ্রুততমই বা কে, চলুন জেনে নেওয়া যাক।

  • শচীন টেন্ডুলকার (৩২১ ইনিংস)

ক্রিকেটের ‘লিটল মাস্টার’ ওয়ানডে ক্রিকেটে শুধু ১৩ হাজার রানেই থেমে থাকেননি। একে একে ১৪, ১৫, ১৬, ১৭ এবং ১৮ হাজার রানের মাইলফলকও স্পর্শ করেছেন। নিজেকে নিয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। তবে দ্রুততম ১৩০০০ রানের মাইলফলক ছোঁয়ার দিক দিক দিয়ে শচীনের রেকর্ডটা এখন অতীত।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তিনি ১৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ৩২১ ইনিংসে। সেখানে ২৬৭ ইনিংসেই ১৩০০০ রান ছুঁয়ে ফেললেন বিরাট কোহলি।

  • রিকি পন্টিং (৩৪২ ইনিংস) 

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রিকি পন্টিংও নিজের ওয়ানডে ক্যারিয়ার রাঙিয়েছেন ১৩৭০৪ রানে। আর সে যাত্রায় তিনি ১৩০০০ রানের মাইলফলক স্পর্শ করেছিলেন ৩৪২ ইনিংসে।

  • কুমার সাঙ্গাকারা (৩৬৩ ইনিংস)

শচীন টেন্ডুলকার ছাড়া এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে ১৪০০০ রানের মাইলফলক টপকেছেন একজনই, তিনি শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। লঙ্কান এ ব্যাটার নিজের ওয়ানডে ক্যারিয়ার শেষ করেছেন ১৪২৩৪ রানে। তবে ১৩০০০ রানের মাইলফলক ছোঁয়ার দিক দিয়ে তিনি চতুর্থ দ্রুততম। ৩৬৩ ইনিংসে তিনি এ মাইলপলক স্পর্শ করেছিলেন।

  • সনাথ জয়াসুরিয়া (৪১৬ ইনিংস)

শ্রীলঙ্কার হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ১৩ হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন মাতারা হ্যারিকেন নামে পরিচিত সনাথ জয়াসুরিয়া। আর এ মাইলফলক স্পর্শ করতে তিনি খেলেছিলেন ৪১৬ টা ইনিংস।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...