বোলিং কিংবদন্তিদেরও তিনি ঈর্ষার পাত্র!

ক্রিকেট বিশ্বে যুগে যুগে বহু তারকার আগমন হয়েছে। ২২ গজে নিজের শ্রেষ্ঠত্বের ছাপ রেখেছেন বহু তারকা ক্রিকেটার। তবে সবার চেয়ে অনেকটা উপরে থাকবেন শচীন টেন্ডুলকার। একশো আন্তর্জাতিক আন্তর্জাতিক সেঞ্চুরির মালিক, আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানেরও মালিক। তর্কযোগ্যসাপেক্ষে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যাটার। ব্যাটার শচীনের দাপটে সবসময়ই আড়ালে ছিলেন বোলার শচীন। বল হাতেও তিনি অনেক কিছু অর্জন করেছেন। যদিও শচীনের বোলিং নিয়ে আলোচনা হয় না বললেই চলে।

আন্তর্জাতিক ক্রিকেটে অনেক বড় বড় তারকার চেয়েও বেশি ওভার করেছেন শচীন! ওয়ানডেতে খেলেছেন ৪৬৩ ম্যাচ। এই ৪৬৩ ম্যাচে ১৩৪২ ওভার করে ১৫৪ উইকেট শিকার করেন শচীন টেন্ডুলকার। ওয়ানডেতে শচীনের চেয়ে কম ওভার করেছেন এমন তিনজন তারকা বোলারকে নিয়ে আলোচনা করা যাক এবার।

  • শোয়েব আখতার (পাকিস্তান) – ১২৯৪ ওভার

শোয়েব আখতার মানেই এক গতিদানব। শোয়েব আখতারের নাম শুনলেই ভেসে উঠে ১৬১ কিলো/ঘন্টা গতিতে বল করা সেই আগুনের গোলা। গতির বিশ্বরেকর্ডটা এখনও নিজের দখলে রেখেছেন তিনি।

ওয়ানডেতে শোয়েব ম্যাচ খেলেছেন ১৬১টি। প্রায় ২৫ গড়ে উইকেট নিয়েছেন ২৪৭টি। ওভার করেছেন ১২৯৪টি। পাকিস্তান ক্রিকেটের এই কিংবদন্তি পেসার যিনি একসময় বল হাতে ২২ গজ শাসন করেছেন সেই শোয়েবের থেকেও শচীনের ওভার বেশি! ২০০৩ বিশ্বকাপে শোয়েবের বলে থার্ড ম্যানের উপর দিয়ে শচীনের মারা সেই ছক্কাটি এখনও ক্রিকেটে আইকনিক শট হিসেবে আছে।

ক্রিকেট মাঠে শচীন-শোয়েবের লড়াইটাও ছিল বেশ জনপ্রিয়। আন্তর্জাতিক ক্রিকেটে শচীনকে দশবার আউট করেন শোয়েব। শচীন-শোয়েবের দ্বৈরথ সমর্থকদের জন্যও ছিল বাড়তি উত্তেজনা।

  • ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা) – ১০৪২ ওভার

ওয়াসিম-ওয়াকারদের পর ২২ গজে দীর্ঘদিন ত্রাশ করেছেন দক্ষিণ আফ্রিকান পেসার ডেল স্টেইন। ক্রিকেট পাড়ায় স্টেইন গান হিসেবেই পরিচিত। নামের সাথে টাইটেলটা দশে দশ! বল হাতে আগ্রাসী স্টেইন গতির ঝড় তুলতে তিনি ছিলেন ২২ গজের জাদুকর। ভয়ংকর পেস আর আগ্রাসনে ২২ গজ দাপিয়ে বেড়িয়েছেন ক্যারিয়ারের প্রায় সতেরো বছর। ২২ গজে শীর্ষে থেকে একক রাজত্ব করেছেন তিনি। ব্যাটসম্যানদের জন্য ২২ গজের মাফিয়া বনে যান তিনি।

স্টেইন-শচীনের লড়াইটাও ক্রিকেট পাড়ায় বেশ পরিচিত ছিল। শচীন যেমন স্টেইনকে পিটিয়ে বলকে বাউন্ডারি ছাড়া করেছেন। তেমনি শচীনকেও বেশ কয়েকবার ধরাশায়ী করেছেন স্টেইন। ওয়ানডেতে ১২৫ ম্যাচে ২৬ গড়ে শিকার করেছেন ১৯৬ উইকেট। করেছেন ১০৪২ ওভার। কিন্তু তবুও ওভারের দিক থেকে শচীনের চেয়ে বেশ পিছিয়ে স্টেইন গান।

স্যুইং, গতি, আর আগ্রাসন – তিনে মিলে স্টেইন ২২ গজে ধারণ করেছিলেন রুদ্রমূর্তি! কতক ম্যাচে একাই ধসিয়ে দিয়েছেন প্রতিপক্ষের শক্তিশালী ব্যাটিং লাইনআপ তার ইয়ত্তা নেই।

  • স্টুয়ার্ট ব্রড (ইংল্যান্ড) – ১০১৮ ওভার

ইংল্যান্ডের পেস বিভাগের অন্যতম সেরা কান্ডারি। জাতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘ সময়। যদিও ক্যারিয়ারের বেশিরভাগ সময় তিনি খেলেছেন সাদা পোশাকে। তবে তাঁর ঝুলিতে ওয়ানডে ম্যাচের সংখ্যাও কম না। ১২১ ওয়ানডে খেলে ওভার করেছেন ১০১৮টি। ৩০.১৩ গড়ে এই ফরম্যাটে তাঁর উইকেটসংখ্যা ১৭৮। শচীন এবং ব্রড দু’জনেই মুখোমুখি হয়েছেন বেশ কয়েকবার। ওয়ানডেতে সেরাদের কাতারে যেতে না পারলেও টেস্ট ইতিহাসে তিনি সেরাদের একজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link