‘বিরাট’ রেকর্ডের অপেক্ষা

আসছে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে। ঐতিহ্যবাহী অ্যাশেজের তৃতীয় টেস্ট ছাড়াও সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সাদা পোশাকে দুই দল মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই। সকল গুঞ্জন, গুজবের উর্ধ্বে উঠে বিরাট কোহলি যে আসন্ন টেস্ট সিরিজেও অধিনায়কত্ব করবেন তা মোটামুটি সুনিশ্চিত। যদিও তাঁকে ঘিরে হওয়া আলোচনার পুরোটা জুড়েই ছিল ওয়ানডে অধিনায়কের পদ।

আসছে ২৬ ডিসেম্বর বক্সিং-ডে। ঐতিহ্যবাহী অ্যাশেজের তৃতীয় টেস্ট ছাড়াও সেদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে ভারত। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সাদা পোশাকে দুই দল মুখোমুখি হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবেই। সকল গুঞ্জন, গুজবের উর্ধ্বে উঠে বিরাট কোহলি যে আসন্ন টেস্ট সিরিজেও অধিনায়কত্ব করবেন তা মোটামুটি সুনিশ্চিত। যদিও তাঁকে ঘিরে হওয়া আলোচনার পুরোটা জুড়েই ছিল ওয়ানডে অধিনায়কের পদ।

সেসব আলোচনা হয়েছে অনেক। আজকের আলোচনা সম্ভাবনা নিয়ে। মূলত বিরাট কোহলির যে সকল অর্জনের সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে সেসব নিয়েই আলোচনা। বলে রাখা ভাল বিগত দুই বছর যাবৎ বিরাট দেখা পাননি কোন শতকের। সুতরাং সে নিশ্চয়ই চাইবে তাঁর এই খড়াতে রানের বৃষ্টিপাত ঘটিতে শতকের ফসল ফলাতে।

  • রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার মঞ্চ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে সর্বাধিক রান করার রেকর্ডটা এখনও দখলে রয়েছে ভারত তথা ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। প্রোটিয়াদের বিপক্ষে ভারতের হয়ে শচীনের রান সংখ্যা ১৭৪১। যা তিনি করেছিলেন ২৫টি ম্যাচ থেকে। অবশ্য তিনি শুধু ভারতীয়দের মধ্যেই সেরা রান সংগ্রাহক নন।

এই দুই দলের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে তিনিই রয়েছেন সবার উপরে রান সংগ্রহের দিক থেকে। দক্ষিণ আফ্রিকা ও ভারত এই দুই দলের দ্বিপাক্ষিক টেস্ট সিরিজে রান সংগ্রাহকদের তালিকার ষষ্ঠস্থানে রয়েছেন  রাহুল দ্রাবিড়। ১২৫২ রান করে। ঠিক তাঁর পরেই রয়েছেন বিরাট ১০৭৫ রান নিয়ে।

যেহেতু বিরাট আরো একটি সিরিজ খেলতে চলেছেন সুতরাং তাঁর কাছে সুযোগ থাকছে রাহুল দ্রাবিড়কে ছাড়িয়ে যাবার। এছাড়াও খুব অভাবনীয় পারফর্মেন্স করে ফেললে তিনি ছাপিয়ে যেতে পারেন বীরেন্দ্র শেবাগকেও। যার রান সংখ্যা ১৩০৬।

  • ৮০০০ টেস্ট রানের মাইলফলক

বিরাটের সামনে থাকা অর্জনের সম্ভাবনার মধ্যে সাদা পোশাকে আট হাজার রানের মাইলফলক ছুঁয়ে দেখবার সম্ভাবনাও রয়েছে এবং তা ছুঁয়ে ফেলাও খুব সম্ভব। বিরাট এখন পর্যন্ত ৭৮০১ রান করেছেন ক্রিকেটের এই বনেদি ফরম্যাটে। মাত্র ১৯৯ রান দরকার। ফর্মে ফেরা বিরাটের কাছে অত্যন্ত সরল একটি লক্ষ্য। এখন মূল দেখবার বিষয় তিনি ফর্মে ফেরেন কিনা।

  • ১০০ তম টেস্ট ম্যাচ 

যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং মাঠে যদি দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যকার তৃতীয় টেস্ট ম্যাচ গড়ায় তাহলে বিরাটের কাছে সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকার মাটিতে নিজের শততম টেস্ট ম্যাচটি খেলে ফেলার। সেক্ষেত্রে অবশ্য বিরাটকে থাকতে হবে ইনজুরিমুক্ত।

  • দক্ষিণ আফ্রিকায় অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট সিরিজ জয়

১৯৯২-৯৩ এর দিকে তৎকালীন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে প্রথম বারের মতো টেস্ট সিরিজ খেলতে ভারত গিয়েছিলো দক্ষিণ আফ্রিকায়। তারপর কেটে গেছে দীর্ঘ ২৯টি বছর। প্রোটিয়াদের মাটিতে তাঁদেরকে টেস্ট সিরিজে হারাতে পারেনি ভারত। এমনকি সেখানে মাত্র তিনটি টেস্ট ম্যাচ জিতেছে টিম ইন্ডিয়া। সুতরাং বিরাট কোহলি সামনে সমূহ সম্ভাবনা রয়েছে দক্ষিণ আফ্রিকাকে প্রথমবারের মতো তাঁদের মাটিতে টেস্ট সিরিজ পরাজয়ের স্বাদ উপহার দিয়ে নতুন এক ইতিহাস লেখার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...