ধোনিকে ছুঁতে পারবেন না রিজওয়ান!

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনি অনন্য এক অধ্যায়ের নাম। তাঁর নামের পাশে দিস্তার পর দিস্তা জুড়ে তাঁর ক্রিকেটীয় রেকর্ড, স্বমহিমায় 'ধোনিযুগের' সাক্ষ্য বহন করছে।

ভারতের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়কের স্বীকৃতিটা তাঁর নামের পাশে। জন্মেছেন ভারতের রাঁচিতে কিন্তু গোটা ক্রিকেটবিশ্বকেই নিজের করে নিয়েছেন এই ক্রিকেটার। ‘স্কুল ক্রিকেট থেকে বিশ্বকাপ’ এই দীর্ঘ পথটা মোটেও সহজ ছিলনা। তাঁর জীবন নিয়ে তৈরি হয়েছে বায়োপিক। নাম ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। সারা ভারতবর্ষে তিনি পরিচিত মাহি নামে। খড়গপুর রেলওয়ে স্টেশনের টিকেট চেকার মাহি এক জীবনে ভারতীয় কিংবদন্তি বনে যাবেন রাতারাতি, তা কি তিনি ভেবেছেন কখনো? হয়তো ঠিকি ভেবেছেন, ভেবেছেন বলেই স্বপ্ন দেখেছেন। আর সেই অপরাজেয় স্বপ্নই তাঁকে আজকের মহেন্দ্র সিং ধোনিতে পরিণত করেছে।

ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ধোনি অনন্য এক অধ্যায়ের নাম। তাঁর নামের পাশে দিস্তার পর দিস্তা জুড়ে তাঁর ক্রিকেটীয় রেকর্ড, স্বমহিমায় ‘ধোনিযুগ’- সাক্ষ্য বহন করছে। ধোনি যেমন অধিনায়ক হিসেবে সফল ছিলেন, তেমনি খেলোয়াড় হিসেবেও সফল ছিলেন। ধোনির করা অনেক রেকর্ড কেউ কখনো ছুঁতেও পারবেনা। সম্ভবত ধোনির তুলনা ধোনি নিজেই।

পাকিস্তানের বর্তমান ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ানকে ধোনির কাছাকাছি তুলনা করার দু:সাহস দেখান কেউ কেউ। রিজওয়ান তাঁর গেমের তুঙ্গে আছেন নি:সন্দেহে, কিন্তু তিনি কখনোই ধোনির মতো হতে পারবেন না। মোহাম্মদ রিজওয়ান কখনোই মহেন্দ্র সিং ধোনির যে পাঁচটি রেকর্ডকে ভাঙতে পারবেন না তা জেনে নেয়া যাক।

  • একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে দশহাজার রানের মাইলফলক

মহেন্দ্র সিং ধোনি একজন সফল অধিনায়কের পাশাপাশি তার অক্রমণাত্মক ব্যাটিং করতেন। তিনি এমন সব রেকর্ড গড়তে সক্ষম হয়েছেন যা কারো পক্ষে স্পর্শ করা কঠিন। সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান ক্রিকেটের ওয়ানডে ফরম্যাটে দশ হাজার প্লাস রান করার কীর্তি অর্জন করেছেন। ক্যাপ্টেন কুলের এই কীর্তি ছুঁতে পারা রিজওয়ানের জন্য বেশ কঠিন।

কারণ আইসিসির টি- টোয়েন্টি র‍্যাংকিংয়ে এক নম্বরে অবস্থান করলেও  ওয়ানডে ফরম্যাটে তিনি অতোটা উজ্জ্বল নন। ডানহাতি এই ব্যাটার পাকিস্তানের হয়ে ৪৯টি ম্যাচে মাত্র ১০৬৫ রান করেছেন। ওদিকে ধোনি ৫০ এর বেশি গড় নিয়ে অবসর নিয়েছেন। দশ হাজার বা তার বেশি রান করা খেলোয়াড়দের মধ্যে বিরাট কোহলির পরে ধোনি দ্বিতীয় সেরা ব্যাটার। রিজওয়ানকে দশ হাজার রান ছুঁতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, এবং আপাতদৃষ্টিতে তা অসম্ভবই ঠেকছে।

  • আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি স্টাম্পিং

প্রাক্তন অধিনায়ক ধোনি উইকেটের পিছনে তার দ্রুত ও দক্ষ হাতের জন্য সুপরিচিত। স্টাম্পের পিছনে থেকে ১২৩টি উইকেট নিয়েছেন তিনি।  কোন উইকেটরক্ষকের দ্বারা সবচেয়ে বেশি স্টাম্পিংয়ের রেকর্ড ধোনির দখলে। যদিও এতে কোন সন্দেহ নেই যে রিজওয়ান উইকেটের পিছনে দুর্দান্ত, তবে ধোনিসম উচ্চতায় নিজেকে নিয়ে যেতে পারবেন কিনা সেখানে একটি প্রশ্ন থেকেই যায়।

  • ঘরোয়া লিগ ক্রিকেটে জিতেছেন সাত টিটোয়েন্টি শিরোপা

মহেন্দ্র সিং ধোনি যিনি বছরের পর বছর ধরে ঘরোয়া সার্কিটে আধিপত্য বিস্তার করেছেন। চেন্নাই সুপার কিংসের তর্কাতীতভাবে বিশ্বের সেরা ঘরোয়া দল হওয়ার মূল কারণ হলো ধোনির নেতৃত্ব দেওয়া।

সুপার কিংসের উইকেটরক্ষক অধিনায়ক দলটির সাথে সাতটি শিরোপা জিতেছেন যার মধ্যে চারটি আইপিএল শিরোপা এবং দুটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা রয়েছে। অন্যদিকে রিজওয়ান পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানদের নেতৃত্ব দিয়েছেন এবং তার বেল্টে একটি শিরোপা যোগ করেছেন।

  • ওয়ানডে ক্রিকেটে উইকেটরক্ষক হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রান

২০০৫ সালে ধোনি শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি বিশাল ১৮৩+ রান করেছিলেন যা সবার মনে গেঁথে গিয়েছিল। অন্যদিকে পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ানের ব্যক্তিগতভাবে সর্বোচ্চ স্কোর এখন অব্দি ১১৫। এই রেকর্ড ভাঙতে রিজওয়ানের একটি কঠিন ইনিংস ও ভাগ্য লাগবে। তবে তা করার চেয়ে বলা বেশিই সহজ।

  • রেকর্ড সংখ্যক নয়বার ছক্কা মেরে দলকে জেতানো 

ধোনি দারুণ একজন ফিনিশার ছিলেন। তিনি ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ছক্কা মেরে শিরোপা জিতেছিলেন। মোট নয়বার ধোনি ছক্কা মেরে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। অন্যদিকে মোহাম্মদ রিজওয়ান একজন ওপেনার হওয়ায় ইনিংস এর বিধ্বংসী সূচনা করতে পারেন। তাই ফিনিশারের ভূমিকায় তাঁকে দেখা যায়না।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...