ওয়ানডে অধিনায়ক ধাওয়ান

অধিনায়ক নির্বাচিত হয়েছেন যথারীতি শিখর ধাওয়ান। আসছে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে থাকছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা তিন স্ট্যান্ডবাই - শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয় ও দীপক চাহার।

জিম্বাবুয়ে সফরের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ওয়ানডেতেও দ্বিতীয় সারির একটা ভারতীয় দলই নামাবে বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। অধিনায়ক নির্বাচিত হয়েছেন যথারীতি শিখর ধাওয়ান। আসছে অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই সিরিজে থাকছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা তিন স্ট্যান্ডবাই – শ্রেয়াস আইয়ার, রবি বিষ্ণয় ও দীপক চাহার। তবে, বিশ্বকাপের দলে থাকা কেউই নেই এই স্কোয়াডে। কারণ, সিরিজ শুরু হওয়ার দিনই বিশ্বকাপের উদ্দেশ্যে অস্ট্রেলিয়ায় রওনা দিবে ভারতীয় দল।

গেল জিম্বাবুয়ে সফরে ওয়াশিংটন সুন্দরের বিকল্প হয়ে উড়ে যাওয়া শাহবাজ আহমেদ এবার দেশের মাটিতেও স্কোয়াডে আছেন। টি-টোয়েন্টি দলেও ছিলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শাহবাজ ছাড়াও বাংলা থেকে আরও আছেন মুকেশ কুমার।

আইপিএল ও রঞ্জি ট্রফিতে ভাল করার সুবাদে রজত পতিদার প্রথমবারের মত সুযোগ পেলেন ভারতীয় দলে। রুতুরাজ গায়কড়, শুভমান গিলরা আছেন। উইকেটরক্ষক হিসেবে ঈশান কিষাণ ও সাঞ্জু স্যামসনকে রাখা হয়েছে। এছাড়া দলে রয়েছেন পেসার আবেশ খান। কোভিড- ১৯ কাটিয়ে সুস্থতায় ফেরা মোহাম্মদ শামির দলে থাকার গুঞ্জন থাকলেও সেটা সত্যি হয়নি।

জানিয়ে রাখা ভাল, সিরিজ তিন ম্যাচের। ছয় অক্টোবরের প্রথম ওয়ানডে লখ-নৌতে। দ্বিতীয়টি নয় অক্টোবর রাঁচিতে এবং তৃতীয়টি ম্যাচটি ১১ অক্টোবর দিল্লীতে অনুষ্ঠিত হবে।

  • ১৬ সদস্যের ভারতীয় ওয়ানডে দল

শিখর ধাওয়ান (অধিনায়ক), শ্রেয়াস আইয়ার (সহ অধিনায়ক), রুতুরাজ গায়কড়, শুভমান গিল, রজত পতিদার, রাহুল ত্রিপাঠি, ঈশান কিষাণ (উইকেটরক্ষক) ,সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক),শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, রবি বিষ্ণয়, মুকেশ কুমার, আবেশ খান, মোহাম্মদ সিরাজ ও দীপক চাহার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...