একরকম হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ইমাদ ওয়াসিম। মূলত জাতীয় দলে সুযোগ কমে আসায় আর ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে নিজের অংশগ্রহণ বাড়ানোর উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত নেন পাকিস্তানের এ বোলিং অলরাউন্ডার।
তারই পরিপ্রেক্ষিতে এবার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ ‘ন্যাশনাল টি-টোয়েন্টি কাপ’ বাদ দিয়ে আবু ধাবি টি-টেন লিগ খেলার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কাছে অনাপত্তিপত্র চেয়েছেন ইমাদ ওয়াসিম। ইসলামাবাদের কোচ ও পেসার জুনায়েদ খান ঠিক এমনটাই জানিয়েছেন।
পাকিস্তানের স্থানীয় এক সংবাদ মাধ্যমকে এ ব্যাপারে তিনি বলেন, ‘ইমাদ মনে করছে, তাঁর এখন বাইরের লিগগুলোতে ভাল ভবিষ্যৎ আছে। তাই সে আবুধাবিতে এই টুর্নামেন্ট খেলার উদ্দেশ্যে অনাপত্তিপত্র চেয়েছে। পিসিবি সেটা ইস্যু করেছে।’
যদিও দলটির আরেক মুখপাত্র জানিয়েছেন, পিসিবি এখনো ইমাদকে ছাড়পত্র দেয়নি। এখন দেখা যাক, তাঁকে শেষ পর্যন্ত এনওসি দেয় কিনা। যতটুকু জানা গেছে, আসন্ন টুর্নামেন্টটিতে পাকিস্তানের সকল ক্রিকেটারদেরই খেলানো চেষ্টা করবে পিসিবি। অবশ্য ইমাদ এখন আর চুক্তিভূক্ত ক্রিকেটার নন। সব মিলিয়ে এনওসি পাওয়ার ব্যাপারে তাঁর তেমন সমস্যা হওয়ার কথা নয়।
পাকিস্তানের হয়ে ৫৫ ওয়ানডে ও ৬৬টি টি-টোয়েন্টি খেলেছেন ইমাদ। শেষ তিন আইসিসির আসরের স্কোয়াডে জায়গা পাওয়ার দৌড়ে এ অলরাউন্ডার থাকলেও শেষমেশ আর জায়গা পাননি। তাই দিন দুয়েক আগে অনেকটা আচমকাই অবসরের ঘোষণা দিয়ে বসেন ইমাদ।