মনোজ, অনেক ক্রিকেটারের ক্যারিয়ার আপনিও নিজেও ধ্বংস করেছেন!

মনোজ তিওয়ারি, আপনি নাকি অবসর নেওয়ার পরে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে মহেন্দ্র সিং ধোনির জন্যই নাকি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হয়নি। হাসলাম খানিক মনে মনে।

মনোজ তিওয়ারি, আপনি নাকি অবসর নেওয়ার পরে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে মহেন্দ্র সিং ধোনির জন্যই নাকি তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ার দীর্ঘ হয়নি। হাসলাম খানিক মনে মনে।

আজ থেকে বছর তিন চার বাদে বাংলার কোনো ক্রিকেটারও অবসর নেওয়ার পরে যদি সাংবাদিক সম্মেলন ডেকে বলেন যে, আমার বাংলার হয়ে ক্যারিয়ার লম্বা হল না শুধু মনোজ তিওয়ারির জন্য। আপনি কি নিশ্চিত যে এরকম কেউ বলবে না ?

একটু পেছনের দিকে তাকালে দেখা যাবে একটা লম্বা সময় ধরে বাংলার ক্যাপ্টেন থেকেছেন আপনি এবং লক্ষ্মীরতন শুক্লা। এই সময়টায় কোনো বাঙালি ক্রিকেটারের প্রতি অবিচার হয়নি? আপনি জোর দিয়ে বলতে পারেন? আগের কথা ছেড়ে দিন, এবছর তো আপনি ক্যাপ্টেন ছিলেন।

কেন আপনার অভিষেক রমনের কথা মনে পড়ল না মনোজ ? কেন প্রদীপ্ত প্রামাণিক স্কোয়াডে থেকেও বসে রইলেন? কেন আমির গনি, বিকাশ সিং, শ্রেয়ান চক্রবর্তীদের নাম আপনার মনে পড়ল না? তালিকা লম্বা করছি না। নাম লিখে শেষ করা যাবে না। এক বঙ্গ ক্রিকেটারকে কয়েক বছর আগে নাকি অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তিনি রাজি হন। কিন্তু জানিয়ে দেন যে টিমের ব্যাপারে তিনি শেষ কথা বলবেন। এবং পরে তিনি লক্ষ্য করেন অন্য একজনকে অধিনায়ক করে দেওয়া হয়েছে।

সেই বঙ্গ ক্রিকেটারের নাম ছিল ঋদ্ধিমান সাহা। আপনি কেন এই জোর দেখাতে পারলেন না? আপনি মনোজ তিওয়ারি। বাংলা ক্রিকেটে আপনার জন্য আলাদা একটা অধ্যায় থাকবে। কী হত আপনি রুখে দাঁড়ালে ? আপনার রঞ্জিতে দশ হাজার রানটা হয়তো হত না। তাতে কী? আমরা তো আপনাকে একই রকম ভাবে মনে রাখতাম।

আরো শ্রদ্ধার সঙ্গে মনে রাখতাম। কিন্তু আপনি সে পথে হাঁটলেন না। তার পুরস্কারও পেলেন। অবসরের পর দারুণ সংবর্ধনা। অশোক দিন্দা বা ঋদ্ধি সাহারা এই সব পাননি। আরো অনেক কিছুই পাবেন ভবিষ্যতেও। কারণ, আপনি তাঁদেরকে খুশি করতে পেরেছেন যারা বাংলা ক্রিকেটটা চালান।

আপনি ক্যাপ্টেন, লক্ষ্মীরতন শুক্লা কোচ। ময়দানের পোড় খাওয়া ক্রিকেটাররা জানেন এটা যাকে বলে ডেডলি কম্বিনেশন। আমি আমরা বাঙালি বা বাংলা পক্ষ কোনো দলের সদস্য নই, তাও বলি আপনি এবং লক্ষ্মী মিলে বহু বাঙালি ক্রিকেটারের ক্যারিয়ার শেষ করেছেন। বলতে পারেন কোন অভিজ্ঞতার জেরে লক্ষ্মী কোচ?

তিনি বড় ক্রিকেটার কিন্তু কোচ হিসেবে তাঁর কী পাস্ট রেকর্ড ছিল? কেন প্রণব নন্দী বা আব্দুল মুনায়েমকে মনে পড়ে না আপনাদের? ডেভিড উৎপল চ্যাটার্জী থাকতে সৌরাশিস লাহিড়ী বোলিং কোচ? তাঁর যোগ্যতা কি এটাই যে, তিনি এল আর শুক্লার আত্মীয়? চিফ সিলেক্টর হলেন শুভময় দাস!

কেন বাংলায় কেউ ছিলেন না আর? বঙ্গ ক্রিকেটের দাদা আর তাঁর দাদা মিলে একটা এমন বৃত্ত তৈরি করেছেন যেখানে কেউ তাঁদের কোনো কাজ নিয়ে প্রশ্ন করেন না। খুবই দু:খের কথা যে, আপনি মনোজ তিওয়ারি এই স্তাবকদের দলে নাম লেখালেন!

আপনার সুখী অবসর জীবন কামনা করি। আর এক ক্রিকেট ভক্ত হিসেবে পরামর্শ – কাঁচের ঘরে বসে ঢিল ছোঁড়া বিপজ্জনক ব্যাপার। ওটা না করাই ভালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link