বোলারদের সাফল্য কিংবা ব্যর্থতা, দুটোই নির্ভর করে বোলিং ফিগারের উপরের। এবারের বিপিএলে দারুণ সব বোলিং ফিগারে যেমন বেশ কিছু বোলার রাঙিয়েছেন, তেমনি তার বিপরীতে বিব্রতকর রেকর্ডেও সম্মুখীন হয়েছেন কিছু বোলার।
এই যেমন এবারের আসরেই বিপিএল ইতিহাসের সবচেয়ে খরুচে বোলার হিসেবে নাম লিখিয়েছিলেন আল আমিন হোসেন। তবে চলমান আসরেই আবার সেই বিব্রতকর রেকর্ড থেকে তাঁকে মুক্তি দিয়েছেন মুশফিক হাসান। চলুন দেখে নেওয়া যাক, বিপিএল ইতিহাসের সবচেয়ে বোলারদের তালিকা।
- মুশফিক হাসান (৪ ওভারে ৭২)
রংপুরের দেওয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে সহজ জয়েই ফাইনালে উঠেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে দলের ফাইনালে ওঠার আনন্দের মাঝে কুমিল্লা পেসার মুশফিক হাসান গড়েছেন লজ্জার এক রেকর্ড। জিমি নিশামের ব্যাটিং তাণ্ডবে ৪ ওভারে ৭২ রান নিয়ে মুশফিকই এখন বিপিএলের ইতিহাসের সবচেয়ে খরুচে বোলার।
- আল আমিন হোসেন (৪ ওভারে ৬৯)
এ বারের বিপিএলের চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচেই কুমিল্লা ছুঁয়েছিল বিপিএলে সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড। তবে কুমিল্লার ঝড়ের সবচেয়ে বড়টা গেছে চট্টগ্রাম পেসার আল-আমিন হোসেনের ওপর দিয়ে। ৪ ওভারে ৬৯ রান দিয়ে সে ম্যাচে উইকেটশূন্য থাকেন তিনি। মুশফিক হাসানের আগে বিপিএলে এটিই ছিল সবচেয়ে খরুচে বোলিং ফিগারের রেকর্ড।
- নাসির হোসেন (৪ ওভারে ৬০)
২০১৯ বিপিএলে রাউন্ড রবিন লিগে চট্টগ্রাম-ঢাকা মধ্যকার প্রথম দেখায় জয় পেয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সই। তবে সে ম্যাচে চট্টগ্রামের হয়ে লজ্জার এক রেকর্ড গড়েছিলেন নাসির হোসেন। ঢাকা প্লাটুনের বিপক্ষে ৪ ওভারে সে ম্যাচে ৬০ রান দিয়েছিলেন তিনি। অবশ্য বাজে খরুচে বোলিংয়ের দিনের নামের পাশে ২টি উইকেট যোগ করেছিলেন নাসির।
- মোহাম্মদ সাদ্দাম (৪ ওভারে ৫৯)
নাসিরের মতোই একই আসরে খরুচে বোলারদের তালিকায় চলে এসেছিলেন খুলনা টাইগার্সের পেসার মোহাম্মদ সাদ্দাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ৫৯ রান দিয়েছিলেন তিনি।
- রবি ফ্রাইলিংক (৪ ওভারে ৫৮)
খুলনা টাইগার্সের হয়ে ২০১৯ বিপিএলে ব্যাট ও বল হাতে দারুণ অবদান রেখেছিলেন প্রোটিয়া অলরাউন্ডার রবি ফ্রাইলিংক। তবে সিলেট থান্ডারের বিপক্ষে একটি ম্যাচে তিনি ৪ ওভারে ৫৮ রান হজম করেছিলেন। যা তা তাঁকে ঠাই দিয়েছে বিপিএল ইতিহাসের খরুচে বোলারদের বিব্রতকর রেকর্ড তালিকায়।