সাকিব-উচ্ছাসে অধিনায়ক

বাংলাদেশের জন্য সেটা ছিলো এক বিপর্যয়।

ঠিক এক বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছিলো সাকিব আল হাসানকে। সবচেয়ে বড় দুশ্চিন্তায় ছিলেন সাকিব আল হাসানের কাছ থেকেই অধিনায়কত্ব পাওয়া মুমিনুল হক। কারণ ওই বছরে ১১টা টেস্ট খেলার কথা ছিলো বাংলাদেশের। শেষ পর্যন্ত সে বিপদ খুব সামলাতে হয়নি। কারণ, করোনার জন্য ওই বছরে টেস্টউ হয়নি বেশী।

অবশেষে নতুন শুরুতে প্রথম বারের মতো পূর্ণ শক্তির টেস্ট দল পাচ্ছেন মমিনুল হক। সাকিব আল হাসান নিষিদ্ধ হওয়ার পর টেস্ট অধিনায়ক করা হয় মমিনুলকে। এরপর ভারত, পাকিস্তান ও জিম্বাবুয়ের সাথে টেস্টে দলকে নেতৃত্ব দিলেও দলের সেরা পারফর্মার সাকিবকে পাননি মমিনুল হক।

তাই সাকিব ফেরাতে দারুণ খুশি বাংলাদেশের টেস্ট অধিনায়ক। তবে শেষ টেস্টের জন্য এখনো শতভাগ ফিট নন সাকিব আল হাসান। শেষ ওয়ানডেতে বল করতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। দুই দিন বিশ্রামে থাকার পর  অনুশীলন করেছেন এই অলরাউন্ডার। মমিনুল আশাবাদী সাকিব খেলবেন প্রথম টেস্ট থেকেই।

মমিনুল বলেন, ‘আমার কাছে মনে হয় উনি একের ভেতর দুই। উনি থাকলে টিম কম্বিনেশন ভালো হয়। ব্যাটিং বলুন বোলিং বলুন, দল সাজানো অধিনায়কের জন্য সহজ হয়। তরুণ অধিনায়ক হিসেবে এটা আমার জন্য ভালো একটা সুযোগ। আমি তো আশা করি খেলবে।’

সাকিবকে নিয়ে অবশ্য একটা সংশয়ও ছিলো। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতেই চোট পেয়েছিলেন সাকিব। সেদিন তার হাটতেই সমস্যা হচ্ছিলো। ফলে প্রথম টেস্ট খেলা নিয়ে মৃদু একটা সংশয় ছিলোই। কিন্তু সেই সংশয় কাটিয়ে মাঠে নামছেন আগামীকাল বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

গতকালই সংবাদ সম্মেলনে কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, সাকিব পুরোপুরি ফিট না হলেও ম্যাচ খেলে ফেলবেন। তাকে নিয়ে কোচ বলছিলেন, ‘সাকিব অবশ্যই আমাদের জন্য গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। আমাদের বোলিং-ব্যাটিং দুটিই শক্তিশালী হয় ওকে পেলে। বিশ্বমানের অলরাউন্ডার সে। তার প্রস্তুতি অবশ্য খুব সহজ ছিল না। শেষ ওয়ানডেতে কুঁচকিতে হালকা চোট লেগেছিল। এরপর পুনর্বাসনের মধ্য দিয়ে গিয়েছে। এখনও সে শতভাগ নয়, তবে এখনও একদিনের মতো সময় আছে। আমরা মোটামুটি আত্মবিশ্বাসী যে সে প্রথম টেস্টের জন্য ফিট হয়ে উঠবে।’

কোচ জানিয়েছেন যে, সেরে ওঠার এই সময়টাতে সাকিব কঠোর পরিশ্রম করে দ্রুত ফিরে এসেছেন। তিনি আশাবাদী যে, সাকিব খেলে ফেলবেন, ‘পুনর্বাসনে সে কঠোর পরিশ্রম করেছে। নেটে বল করেছে, কিছু বল খেলেছে। খুব অস্বস্তি অনুভব করেনি। আমরা বেশ আত্মবিশ্বাসী যে সে বুধবার খেলতে প্রস্তুত হয়ে উঠবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link