অবশেষে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এর বহুল প্রত্যাশিত ভারত-পাকিস্তান ম্যাচের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ভারতীয় মিডিয়া রিপোর্ট অনুযায়ী লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১ মার্চ এই হাই ভোল্টেজ ম্যাচটি অনুষ্ঠিত হবে। এমনকি ভারতের সকল ম্যাচই অনুষ্ঠিত হবে লাহরের এই গাদ্দাফি স্টেডিয়ামে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের কাছে চ্যাম্পিয়নস ট্রফির সময়সূচী জমা দিয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড এখনও তার অনুমোদন দেয়নি। আইসিসি বোর্ডের একজন সদস্য বলেন,’ পিসিবি ১৫ ম্যাচের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সূচি জমা দিয়েছে। যেখানে সাতটি খেলা লাহোরে, তিনটি করাচিতে এবং পাঁচটি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।’
প্রস্তাবিত সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের রেকর্ড খারাপ হলেও চ্যাম্পিয়নস ট্রফিতে ২০১৭ সালে ফাইনালে এই ভারতে হারিয়েই শিরোপা নিজেদের করেছিল পাকিস্তান। যা পাকিস্তানের সর্বশেষ আইসিসি শিরোপা।
বাংলাদেশের সঙ্গী হিসেবে এশিয়ার দুই পরাশক্তির সাথে আইসিসি টুর্নামেন্টে ভালো খেলা নিউজিল্যান্ডও রয়েছে এ গ্রুপে। যদিও শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল নিউজিল্যান্ডকে। অপরদিকে সুপার এইটে পৌছে তিন ম্যাচ হেরে ফিরতে হয়েছিল বাংলাদেশকে। তবে তুলনামূলকভাবে টি-টোয়েন্টি থেকে পঞ্চাশ ওভারের ফরম্যাটে ভালো খেলে থাকে বাংলাদেশ। যদিও দলের পরিস্থিতি বিচারে খুব একটা আশা নেই ভক্তদের মনে।
অপরদিকে গ্রুপ বি-এ রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান। দুই দেশের মধ্যে রাজনৈতিক দ্বন্দ্ব থাকার ফলে বিসিসিআই ভারত সরকারের সঙ্গে আলোচনা পরই টুর্নামেন্টের বিষয়ে তাঁদের অবস্থান চূড়ান্ত করবে।
চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালসহ মোট সাতটি ম্যাচ লাহোরে অনুষ্ঠিত হবে। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ এবং সেমিফাইনালের একটি ম্যাচ সহ মোট তিনটি ম্যাচ আয়োজিত হবে। রাওয়ালপিন্ডিতে সেমিফাইনালের অন্য ম্যাচ সহ মোট পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হবে।