ফ্রান্সের বুকে ১০৪ বছর পুরনো নক্ষত্রের পতন

ফ্রান্সের লিগ ওয়ানের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাবের একটি গিরোন্ডিস ডি বোর্দো। শুধু ঐতিহ্যই নয়, জিনেদিন জিদান থেকে শুরু করে একালের ওরেলিয়ের শুয়ামিনি – এমন অনেক তারকা ফুটবলারই এই বোর্দোর প্রোডাকশন। তবে, এই সব কিছুই এখন অতীত।

সাম্প্রতিক বছরগুলিতে ছয় বারের ফরাসি চ্যাম্পিয়নরা আর্থিক সঙ্কটের মধ্যে রয়েছিল। তাঁরা আরও জরিমানা থেকে বাঁচতে লিভারপুলের মালিক এফএসজির উপর নির্ভর ছিল। তবে শেষ মুহূর্তে গ্রুপটি সরে গেলে, তাঁদের তৃতীয় স্তরে নেমে আসতে বাধ্য হতে হয়।

ফলে তাঁদের পেশাদার মর্যাদা ত্যাগ করতে হয়েছে, যা ১৯৩৭ সালে অর্জন করেছিল। সপ্তাহের শুরুতে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘সাম্প্রতিক দিনগুলিতে আলোচনা আবার শুরু হয়েছিল। এফএসজি প্রতিনিধিরা সোমবার ২২ জুলাই দলের শেয়ারহোল্ডারদের আশ্বাস দেওয়া সত্ত্বেও তা অনুসরণ না করায় তাঁদের ইচ্ছার ইঙ্গিত দিয়েছিল।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘তাই নতুন কিছুর অনুপস্থিতিতে গিরোন্ডিস ডি বোর্দো ৯ জুলাই ডিএনসিজির সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল প্রত্যাহার করে নেয়। ফলস্বরূপ দলটি ২০২৪-২০২৫ মৌসুমের জন্য ন্যাশনাল ওয়ান চ্যাম্পিয়নশিপের মধ্যে প্রশাসনিক অবনমনের অনুমোদন গ্রহণ করে। এবং ডিএনসিজির কাছে আবারও তাদের বাজেট পেশ করার সিদ্ধান্ত নেয়।’

গিরোন্ডিস ডি বোর্দোর এই পতন দেখা ভক্তদের এবং খেলোয়াড়দের জন্য বেশ কঠিন ছিল। ছয় বার লিগ ওয়ান জেতা দলটি শেষ ২০০৯ এই শিরোপা জিতেছিল। তাঁরা গত ১৩ বছরে ক্লাবের ইতিহাসে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে।

বোর্দোর বিখ্যাত একাডেমি যা ফ্রান্সের আন্তর্জাতিক খেলোয়াড় ওরেলিয়েন শুয়ামিনি এবং জুলেস কুন্দের মত খেলোয়াড়দের জন্ম দিয়েছে, এখন তা বন্ধের পথে। নব্বই দশকে জিনেদিন জিদানের মত, বহু বছর ধরে ক্লাবটিতে অনেক সুপারস্টার রয়েছিল।

বোর্দের পরবর্তী পদক্ষেপের সাথে, প্রতিটি খেলোয়াড়দের সাথে চুক্তি এখন বাতিল হয়ে যাবে। আর্থিক খরচ কমাতে প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। প্রাথমিকভাবে ২০২১ সালে এই পতন শুরু হতে থাকে। দীর্ঘ তিন বছর সংগ্রামের পর এর সমাপ্তি ঘটে। ফ্রান্সের বুকে একটি নক্ষত্রের পতন ঘটল। বন্ধ হয়ে গেল ১০৪ বছরের পুরনো এই ক্লাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link