প্রিয় তাসকিন আহমেদ,
আপনাকে নিয়ে অনেকেই গত ৩/৪ বছর আড়ালে হাসাহাসি করেছে। বলেছে আপনার বলের চেয়ে মুখের গতি বেশি!
অনেক কিছু করার আশ্বাস দেন আপনি, কিন্তু পারেন না শেষপর্যন্ত! অথচ ২০১৫ বিশ্বকাপে আপনি ছিলেন দলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার। কি জোরেই না বল করেছিলেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে! মাত করে দিয়েছিলেন। যে কারণে প্রত্যাশা বেড়েছিল বৈকি!
দ্যাখেন সেই সময় থেকে সামি-ইশান্ত-বুমরাহ মিলে গত ৬ বছরে প্রায় তিনশ’র কাছাকাছি উইকেট নিয়েছে টেস্টে। মূলত এর ওপর ভিত্তি করেই ভারত আজ সেরা টেস্ট জাদল হয়ে উঠেছে। ওরাই খেলবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে।
আর টেস্টে আপনার অভিষেক ২০১৭ সালে। অথচ মাত্র সপ্তম টেস্ট খেলছেন এই পালেকেল্লেতে; উইকেট সবে দুই অংক স্পর্শ করেছে। এই প্রথম অনেক ফিট লাগছে আপনাকে।
পাল্লেকেলের মরা পিচে যে বোলিং আপনি করছেন সেটি দারুণ প্রশংসিত। আমির সোহেল, রাসেল আর্নল্ড, রোশান আবেসিংহে, পারভেজ মাহরুফরা তাদের কমেন্ট্রিতে খুব ইতিবাচক কথা বলেছেন। গতি ও নিয়ন্ত্রণ দুটি একসাথে আগের যেকোনো সময়ের চেয়ে সেরা অবস্থায়। শুনেছি আপনার ইচ্ছা ১৫০ কিলোমিটার গতিতে বল করা। ফিটনেস মান আরেকটু বাড়ালে সেটিও হয়ত সম্ভব।
৬ ফুট ২ ইঞ্চির দীর্ঘ শরীর, হাই আর্ম অ্যাকশন, চমৎকার রিলিজ পয়েন্ট, ফলো থ্রুও অনেক ফাস্ট বোলারের চেয়ে ভালো বলেই মনে হয়। নাকল বলটা ভালোই হচ্ছে, নতুন ও পুরনো বলের ব্যবহারে যে বৈচিত্র্য সেটিও নিশ্চয়ই এতদিনে ধরে ফেলেছেন। সিমের সেরা ব্যবহার, রিভার্স সুইং এসবও একদিন আপনার হাতে ধরা দেবে, এই প্রত্যাশা রাখি।
বয়স ২৬ চলছে আপনার। ক্রিকেট বুভুক্ষু মন চাই আরও অন্তত ১০ বছর সেরা ছন্দে জাতীয় দলে থাকুন আপনি। বাংলাদেশ বছরে ৮-৯টি টেস্ট খেলে, আপনার নিয়ত হোক শত টেস্ট খেলার। লক্ষ্য স্থির করেন গড়ে বছরে ৩৫-৪০টি টেস্ট উইকেটের। ক্যারিয়ার শেষে ৩৫০-৪০০ টেস্ট উইকেট কেন থাকবে না আপনার ঝুলিতে? অ্যান্ডারসন-ব্রডরা পারলে আপনি কেন পারবেন না?
আপনি যদি একা এই কাজটা করতে পারেন, দেখবেন অচিরেই বাংলাদেশের টেস্ট জেতার হার বেড়ে গেছে! টেস্ট ম্যাচে শুধু পেস বোলারদের সাপোর্ট পাওয়া যায় না বলে গেমপ্ল্যান পারফেক্ট হয় না টাইগারদের, এটা তো আপনার চেয়ে কারো ভালো জানার কথা নয়?
এক রিচার্ড হ্যাডলি নিউজিল্যান্ডের ক্রিকেটকে যা দিয়েছেন এককভাবে আজ পর্যন্ত কেউ তা দিতে পারেনি ঐদেশের ক্রিকেটে! একজন জাত পেস বোলার একটি দলের গতি-প্রকৃতি বদলে দিতে পারে, বদলে দিতে পারে বডি ল্যাঙ্গুয়েজ। আপনিও সেই কাজটি করুন, সেই কামনা করি। হয়ে উঠুন টাইগারদের গতির রাজা।
আপনাকে ধন্যবাদ।