পাকিস্তান ক্রিকেট অ্যাট ইটস বেস্ট!

যদিও চার মাস পরেই আবার শাহীনকে বরখাস্ত করা হয়, কিছুদিন জল ঘোলা করার পর ২৪ এপ্রিল পুনরায় বাবরকেই অধিনায়ক করা হয়। ঠিক এক মাস পর গ্যারি কার্স্টেনকে হেড কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু নাটক আর থামলো না, গত সেপ্টেম্বরে আরো একবার দায়িত্ব ছাড়েন বাবর; তখনি নতুন অধিনায়কের ব্যাপারে দ্বিমত সৃষ্টি হয় ম্যানেজম্যান্টে।

পাকিস্তান ক্রিকেট এট ইটস বেস্ট, ওয়ান মিনিট ডাউন, নেক্সট মিনিট আপ – চ্যাম্পিয়ন্স ট্রফিতে নাসের হুসেইনের এই উক্তি পাকিস্তানের পারফরম্যান্স নিয়ে করলেও কথাটা সত্য তাঁদের পুরো ক্রিকেটাঙ্গনের জন্য। স্থিতি নামক কোন শব্দের সঙ্গে পরিচিতি নেই তাঁদের, বিতর্ক আর আলোচনা-সমালোচনায় ব্যস্ত থাকে তাঁরা।

দলটার ওয়ানডে খেলা হয়নি অনেকদিন, অথচ ওয়ানডে দলকে ঘিরে কত আয়োজন। গত বছরের ২৩ নভেম্বর বাবর আজম অধিনায়কত্ব ছেড়েছিলেন, একই দিনে শাহীন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেয়া হয়।

যদিও চার মাস পরেই আবার শাহীনকে বরখাস্ত করা হয়, কিছুদিন জল ঘোলা করার পর ২৪ এপ্রিল পুনরায় বাবরকেই অধিনায়ক করা হয়। ঠিক এক মাস পর গ্যারি কার্স্টেনকে হেড কোচ হিসেবে নিয়োগ দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু নাটক আর থামলো না, গত সেপ্টেম্বরে আরো একবার দায়িত্ব ছাড়েন বাবর; তখনি নতুন অধিনায়কের ব্যাপারে দ্বিমত সৃষ্টি হয় ম্যানেজম্যান্টে।

অপেক্ষা শেষে মোহাম্মদ রিজওয়ানকে সাদা বলের কাপ্তান করা হয়; তবে সবাইকে চমকে দেন কার্স্টেন, হুট করেই পদত্যাগ করে বসেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ সিরিজের আগে তাঁর এমন সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য ভাল কোন খবর নয়।

এই নাটকীয়তার পুরোটা সময় একবারও ওয়ানডে ম্যাচ খেলতে নামেনি পাকিস্তান। কোন ম্যাচ না খেলেই তাঁরা ওয়ানডে অধিনায়ক বদলেছে তিনবার, কোচের সঙ্গেও সৃষ্টি করেছে বিবাদ। পাকিস্তান আসলে এমনই, বিতর্কের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে তবেই তাঁরা পথ চলে।

ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসবে, সময় হাতে নেই খুব একটা। এসময় এসে এত এত পরিবর্তন আর অস্থিতিশীল পরিস্থিতি নিশ্চিতভাবেই সমর্থকদের কাম্য নয়। এখন দেখার বিষয়, পিসিবি কিভাবে উত্তপ্ত পরিস্থিতিকে শান্ত করে।

Share via
Copy link