রশিদের দিন ফুরালো!

২০ বলের মধ্যে ১০টিতেই বাউন্ডারি হজম, ‘দ্য হান্ড্রেড’–এ যেন এক দুঃস্বপ্নের রাত কাটালেন রশিদ খান, করলেন এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং। বরাবরই কিপ্টে বোলিংয়ের জন্য পরিচিত রশিদ যেন এখন পরিণত হয়েছেন রান দেওয়ার মেশিনে।

২০ বলের মধ্যে ১০টিতেই বাউন্ডারি হজম, ‘দ্য হান্ড্রেড’–এ যেন এক দুঃস্বপ্নের রাত কাটালেন রশিদ খান, করলেন এই টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে খরুচে বোলিং। বরাবরই কিপ্টে বোলিংয়ের জন্য পরিচিত রশিদ যেন এখন পরিণত হয়েছেন রান দেওয়ার মেশিনে।

দ্য হান্ড্রেডের দশম ম্যাচে বার্মিংহাম ফিনিক্সের বিপক্ষে খেলতে নামে রশিদ খানের ওভাল ইনভিন্সিবলস। ব্যাট হাতে অবশ্য ৯ বলে ১৬ রান করেন তিনি। ইনিংস শেষে ওভালের সংগ্রহ দাঁড়ায় ১৮০ রান।

ওভালের দেওয়া বড় রানের চাপ একপ্রকার নিজের কাঁধেই তুলে নিলেন অধিনায়ক লিয়াম লিভিংস্টোন। আর চড়াও হওয়ার জন্য বেছে নেন রশিদ খানকে। রশিদের ধারহীন বল আর খাটো লেন্থকে নিশানা করেন তিনি। এক ওভারে টানা ৩ ছক্কা ও ২ চারে মাত্র ৫ বলে তুলে নেন ২৬ রান।

আর ওখানেই ঘুরে যায় ম্যাচের মোড়। লিভিংস্টোনের ২৭ বলে ৬৯ রানের ইনিংসে ভর করে দুই বল হাতে রেখেই চার উইকেটের জয় পায় বার্মিংহাম। রশিদ ২০ বলে দেন রেকর্ড ৫৯ রান, কোনো উইকেটেরও দেখা পাননি।

শুধু তাই নয়, টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান দেওয়া বোলার এখন তিনি। এর আগের রেকর্ডটি ছিল ডেভিড ভিসের, যিনি দিয়েছিলেন ৫৩ রান।

সাম্প্রতিক সময়টা খুব বেশি ভালো যাচ্ছে না রশিদ খানের। এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চেও ছিলেন নিজের ছায়া হয়ে। সেখানেও এক আসরে সর্বোচ্চ ছক্কা হজমের রেকর্ড করেছিলেন নিজের নামের পাশে।

বল হাতে ক্রিকেট বিশ্ব শাসন করা রশিদ এখন যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্ন উঠেছে, মাত্র ২৬ বছর বয়সেই কি তাঁর শেষের শুরু হলো?

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link