ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি ক্রিকেট।
১২০ বলের এই খেলায় সচরাচর ক্রিকেটাররা হাফ সেঞ্চুরির দেখা পেলেও সেঞ্চুরির জন্য যথেষ্ট বল পান না। ওপেনারদের জন্য বা টপ অর্ডারে কিছুটা সুযোগ থাকলেও মিডল অর্ডারে সেটার সম্ভাবনা থাকে একদমই ক্ষীন। তবে সেঞ্চুরি না পেলেও টি-টোয়েন্টিতে রানের পাহাড় গড়েছেন এমন বেশ কয়েকজন ক্রিকেটার আছেন।
টি-টোয়েন্টিতে সেঞ্চুরি না করেও সর্বোচ্চ রানের তালিকায় থাকা পাঁচজনকে নিয়ে আজ আলোচনা করবো। এদের মধ্যে দুইজনেরই আর সেঞ্চুরির সুযোগ নেই। বাকি তিনজনের মধ্যে সবচেয়ে বেশি সুযোগটা পাবেন ইংলিশ অধিনায়ক ইয়ন মরগ্যান। চলুন দেখে নেই বাকিরা কারা।
- মহেন্দ্র সিং ধোনি (ভারত)
ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা অধিনায়কের সাথে সাথে অন্যতম সেরা ফিনিশার হিসেবেই পরিচিত সাবেক ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। টি-টোয়েন্টিতে তিনি ৩৩৮ টি ম্যাচ খেললেও পাননি কোনো সেঞ্চুরির দেখা! প্রায় ৩৯ গড়ে ১৩৫ স্ট্রাইক রেটে করেছেন ৬৮৫৮ রান। ৩৯ বছর বয়সে তিনি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে এখনো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে অধিনায়কের দায়িত্ব পালন করে আসছেন।
চাপের মুহূর্তকে সহজেই সামাল দিতে পারার জন্য তাকে ক্যাপ্টেন কুলও ডাকা হয়। টি-টোয়েন্টিতে তিনি মোট ২৭ সেঞ্চুরি করেছেন, সর্বোচ্চ স্কোর ৮৪ রান। মিডল অর্ডারে ব্যাটিংয়ের কারণে সেঞ্চুরির জন্য যথেষ্ট বল খেলারও সুযোগ হয়নি তার। সেঞ্চুরি ছাড়াই সর্বোচ্চ রানের তালিকায় তিনি অবস্থান করছেন পাঁচে।
- রবিন উথাপ্পা (ভারত)
ভারতের ২০০৭ বিশ্বকাপ জয়ের পিছনে রবিন উথাপ্পার অবদানও কম নয়। টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি বেশ দূর্দান্ত ব্যাটিং করে থাকেন। করনাটাকার এই ডান হাতি ব্যাটসম্যান ২৭৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। প্রায় ২৮ গড়ে ১৩৩ স্ট্রাইক রেটে ৬৮৬১ রান করেছেন তিনি। ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই তিনি টপ অর্ডারে ব্যাটিং করেছেন। আইপিএলের এবারের আসরে রাজস্থান রয়্যাল থেকে চেন্নাই সুপার কিংসে এসেছেন তিনি
এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে তিনি মোট ৩৮টি হাফ সেঞ্চুরি করেছেন। যার মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রান ৯২। ক্যারিয়ারের প্রায় শেষদিকেই এসে পড়েছেন উথাপ্পা তবে এখনো টি-টোয়েন্টি ক্যারিয়ারে সেঞ্চুরির দেখা পাওয়ার আক্ষেপটা ঘুচানো হয়নি।
- কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
শুধু শ্রীলঙ্কান ক্রিকেটেই নয় বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবেই ক্যারিয়ার শেষ করেছিলেন লংকান লিজেন্ড কুমার সাঙ্গাকারা। টেস্ট ও ওয়ানডেতে সফলতার শীর্ষে গেলেও টি-টোয়েন্টিতে খুব একটা সফল হতে পারেননি এই বাঁ-হাতি ব্যাটসম্যান। তিনি ২৬৭ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যার মধ্যে ২৯ গড়ে ১২৬ স্ট্রাইক রেটে ৬৯৩৭ রান করেন।
সাঙ্গাকারা মূলত একজন টপ অর্ডার ব্যাটসম্যান ছিলেন। বর্তমানে রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে কাজ করছেন তিনি। টি-টোয়েন্টিতে তিনি ৪৩টি হাফ সেঞ্চুরি করেছেন যার মধ্যে সর্বোচ্চ ৭৮ রান করেন। সাবেক এই লংকান গ্রেট সেঞ্চুরি বিহিন সর্বোচ্চ টি-টোয়েন্টি রানের তালিকায় তিনে অবস্থান করছেন।
- ইয়ন মরগ্যান (ইংল্যান্ড)
ইংল্যান্ডের সংক্ষিপ্ত ফরম্যাটের নিয়মিত অধিনায়ক ইয়ন মরগ্যানও আছেন এই তালিকায়। মিডল অর্ডারে দ্রুত রান তুলতে বেশ পারদর্শী তিনি। ২০১৮ সালে তার অধিনেই ইংল্যান্ড তাদের প্রথম বিশ্বকাপ জয়লাভ করে। টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ছাড়া সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয়তে আছেন তিনি।
৩৪ বছর বয়সী এই ইংলিশ অধিনায়ক ৩১৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এখন পর্যন্ত। এর মধ্যে ২৭ গড়ে প্রায় ১৩২ স্ট্রাইক রেটে ৭০০৪ রান করেছেন তিনি। ৩৭ টি হাফ সেঞ্চুরির মধ্যে আছে সর্বোচ্চ ৯১ রানের ইনিংস। এখনো ক্যারিয়ারে বেশ কয়েক বছর খেলবেন মরগ্যান। টি-টোয়েন্টিতে তিন অঙ্কের ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করার স্বপ্নটা নিশ্চয়ই বাস্তবে রুপ দিতে চাইবে এই ইংলিশ অধিনায়ক।
- শোয়েব মালিক (পাকিস্তান)
৩৯ বছর বয়সে এখনো ক্রিকেটে ২২ গজ দাপিয়ে বেড়াচ্ছেন পাকিস্তানি ব্যাটসম্যান শোয়েব মালিক। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও হয়তো দেখা যেতে পারে তাকে। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞও তিনি। সেঞ্চুরি ছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় সবার উপরেই অবস্থান করছেন তিনি।
৩৯ বছর বয়সী মালিক এখন পর্যন্ত ১৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে ৩১ গড়ে প্রায় ১২৪ স্ট্রাইক রেটে ১০৪৮৮ রান করেছেন। এই ফরম্যাটে তার ঝুলিতে ৬৪টি হাফ সেঞ্চুরি আছে। বয়স অনুযায়ী ক্যারিয়ার প্রায় শেষ বলা চলে! তবুও যে কয়েক ম্যাচে খেলবেন চেষ্টা করবেন টি-টোয়েন্টি ক্যারিয়ারে একটি সেঞ্চুরি নিজের নামের পাশে রেখে যেতে।