মৃত্যুর দুয়ার থেকে ফিরে

আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট খেলে প্রতিটা ক্রিকেটারই একেক জন মহাতারকা। তাঁদের নিয়ে আলোচনা-সমালোচনার জোয়ার ওঠে ক্রিকেট দুনিয়ায়। তবে ক্রিকেটারদের নিরাপত্তাও একটা বড় ইস্যু। এই কারণে অনেক সময় অনেক ম্যাচ স্থগিত করতেও দেখেছি আমরা।

বিভিন্ন জায়গায় খেলতে গিয়ে কিংবা ব্যক্তিগত সফরে গিয়েও অনেক ক্রিকেটার অনেক রকম বিপদের সম্মুখীন হন। এমন কয়েকজন ক্রিকেটার আছেন যারা একেবারে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন।

পরবর্তীতে কেউ কেউ সেসব নিয়ে প্রকাশ্যে কথা বলেছেন গণমাধ্যমে। জানা অজানা সেসব রোমহর্ষক ঘটনা নিয়ে আমাদের এবারের আয়োজন।

  • সৌরভ গাঙ্গুলি (ভারত)

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম চরিত্র সৌরভ গাঙ্গুলি। দেশটির ইতিহাসের অন্যতম সেরা অধিনায়কদের একজনও তিনি। ভারতের ক্রিকেটকে একটি নতুন উচ্চতায় নিয়ে গিয়েছিলেন তিনি। একবার ইংল্যান্ড গিয়ে মহাবিপদে পড়েছিলেন তিনি।

রাস্তায় কিছু মদ্যপ ছোকড়ার সামনে পড়েন এই ক্রিকেটার। সেই কিশোররা তাঁকে নানা ভাবে উত্ত্যক্ত করে। এক পর্যায়ে এক ছেলে সৌরভের মাথায় বন্দুকও ঠেকিয়েছিল। পরে তাঁদের সাথেরই আরেকজন ওই ছেলেকে সড়িয়ে নেয়। সৌরভ ভেবেছিলেন ওইদিনই তিনি মারা যাবেন।

  • করুণ নায়ার (ভারত)

ভারতের ক্রিকেটে এক সম্ভাবনার নাম করুণ নায়ার। জাতীয় দলে এসেই রেকর্ড বইয়ের পাতা ওলট পালট করে ফেলেছিলেন। তবে দ্রুতই আবার নিজেকে হারিয়ে ফেলেন তিনি। ভারতের এই ক্রিকেটারও ২০১৬ সালে এক দুর্ঘটনার শিকার হয়েছিলেন।

কেরালার এক মন্দিরে গিয়েছিলেন তিনি। ফেরার সময় নৌকায় করে ফিরছিলেন। সেই নৌকা ডুবে যায় এবং সাঁতারও জানতেন না করুণ নায়ার। পরে স্থানীয় লোকজন তাঁকে মৃত্যুর হাত থেকে বাঁচায়।

  • নিকোলাস পুরান (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজ ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আরেক তারকা নিকোলাস পুরাণ। একবার নিজের গাড়ির কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন এই তারকা। ব্রেক না করতে পেরে গাড়ি উঠিয়ে দিয়েছিলেন ফুটপাতে। শুধু এতেই শেষ হয়নি। পেছন থেকে আরেকটি গাড়ি এসে ধাঁক্কা খায় তাঁর গাড়ির সাথে। তবে দ্রুতই হাসপাতালে গিয়ে আবার ক্রিকেটে ফিরে আসেন নিকোলাস পুরাণ।

  • জেসি রাইডার (নিউজিল্যান্ড) 

নিউজিল্যান্ডের এই ক্রিকেটার একবার বারে গিয়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। এক পর্যায়ে তাঁর মাথায় কয়েকবার আঘাত পান। এই কারণে কোমাতেও চলে গিয়েছিলেন তিনি। ফলে তাঁর ক্যারিয়ারও ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে তিনি যে আবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন সেটাই এক বড় পাওয়া।

  • দীনেশ চান্দিমাল (শ্রীলঙ্কা)

শ্রীলঙ্কার ক্রিকেটের এক বড় নাম দীনেশ চান্দিমাল। মাত্র ১৫ বছর বয়সেই এক বিপদের মুখে পড়েছিলেন দেশটির সাবেক এই অধিনায়ক। টিভি দেখা অবস্থায় হঠাৎ বাইরে থেকে মানুষের আওয়াজ পান তিনি। হঠাৎই আসা সুনামিতে তাঁদের ঘর ভেসে যায়। পরিবার নিয়ে কোনক্রমে প্রাণে বেঁচেছিলেন এই ক্রিকেটার।

  • ওয়াসিম আকরাম (পাকিস্তান)

পাকিস্তান ক্রিকেটে এক কিংবদন্তি ওয়াসিম আকরাম। করাচিতে এক বিশাল বিপদে পড়েছিলেন এই ক্রিকেটার। তাঁর গাড়িতে আঘাত করেছিল অন্য আরেকটি গাড়ি। গাড়ি থেকে বের হবার পর দেখেন একজন তাঁর দিকে গুলি ছুঁড়ছে। সৌভাগ্যবশত গুলিটা তাঁর গাঁয়ে লাগেনি এবং ওখান থেকে প্রাণে বেঁচে ফেরেন ওয়াসিম আকরাম।

স্টুয়ার্ট ম্যাকগিল (অস্ট্রেলিয়া)

এটা খুবই সাম্প্রতিক সময়ের ঘটনা। অস্ট্রেলিয়ান কিংবদন্তিতুল্য লেগ স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিলকে অপহরণ করা হয়েছিল গত ১৪ এপ্রিল। তাঁকে এক অজানা ব্যক্তি আচমকা আক্রমণ করে। সেখানে অপহরণকারীর সাথে আরো দু’জন যোগ দেয়।

তিনজন মিলে জোর করে ম্যাকগিলকে গাড়িতে ওঠায়। অপহরণ করে দ্রুত গাড়ি চালিয়ে সিডনি শহরের উত্তর প্রান্তে নিয়ে যাওয়া হয় ম্যাকগিলকে। তখন ঘড়িতে রাত আটটা বাজে। বন্ধুকের মুখে অপহরণ করার ঘণ্টাখানেক বাদে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।

 

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link