এবির দশে দশ

সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন প্রোটিয়া তারকা এবি ডি ভিলিয়ার্স।

আজ এক টুইট বার্তায় তিনি এই ঘোষণা জানান। মিস্টার ৩৬০ খ্যাত এই বিধ্বংসী ব্যাটারকে আর দেখা যাবে না ২২ গজে। ২০০৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। এরপর ধীরে ধীরে হয়ে উঠেন তিন ফরম্যাটেই দলের নিয়মিত মুখ।

এরপর ২০১১ সালে গ্রায়েম স্মিথ অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালে দলের অধিনায়কত্বের দায়িত্ব পান এবি। দলের অন্যতম ভরসার নামও ছিলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্তের টি-টোয়েন্টি লিগগুলোতে বিচরণ ছিলো এই তারকার।

ছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে নিয়মিত এক মুখ এরপর হঠাৎ করেই ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। আর এর তিন বছর পর ঘোষণা দিলেন ২২ গজকে বিদায় জানানোর।

টেস্টে ১১৪ ম্যাচে ৫০.৬৬ গড়ে করেছেন ৮৭৬৫ রান। ২২ সেঞ্চুরির সাথে আছে ৪৬ টি ফিফটি। ২২৮ ওয়ানডে ম্যাচে ৫৩.৫ গড়ে করেছেন ৯৫৭৭ রান। ২৫ সেঞ্চুরির সাথে করেছেন ৫৩টি ফিফটি। ৭৮ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ২৬ গড় ও ১৩৫ স্ট্রাইক রেটে করেছেন ১৬৭২ রান। এই ফরম্যাটে করেছেন ১০ ফিফটি। এছাড়া ঘরোয়া ক্রিকেটে ৭৪৪ ম্যাচে প্রায় ৩২ হাজার রান! আন্তর্জাতিক ক্রিকেটে ২০ হাজারেরও বেশি রানের সাথে নিজের ঝুলিতে নিয়েছেন ৪৭ সেঞ্চুরি আর ১০৯ টি সেঞ্চুরি।

১.

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি, সেঞ্চুরি ও দেড়শো রানের রেকর্ড এবি ডি ভিলিয়ার্সের দখলে। ফিফটির রেকর্ড গড়েছে ১৬ বলে এবং সেঞ্চুরি ও দ্রুততম দেড়শোর রেকর্ড গড়েছে যথাক্রমে ৩১ ও ৬৪ বলে।

২.

ওয়ানডে বিশ্বকাপে এবি ডি ভিলিয়ার্সের ব্যাটিং গড় ৬৩.৫২। বিশ্বকাপে কমপক্ষে ২০ ম্যাচ খেলেছেন এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ গড় এবির দখলেই!

৩.

আন্তর্জাতিক ক্রিকেটে ২০০১৪ রান করেছেন এবি। দক্ষিণ আফ্রিকার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিকও তিনি। ২৫৫৩৪ রান নিয়ে সবার উপরে আছেন জ্যাক ক্যালিস।

৪.

টানা তিন ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন এমন নয় জন ব্যাটারের একজন সাবেক এই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক।

৫.

এক টেস্টে উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ডিসমিসালে যৌথভাবে সবার উপরে আছেন এবি। ১১ ডিসমিসাল করে এই তালিকায় ঋষাভ পান্ত ও জ্যাক রাসেলের সাথে সবার উপরে আছেন সাবেক এই প্রোটিয়া। যদিও, এবি ছিলেন মূলত মেক শিফট উইকেটরক্ষক।

৬.

টেস্ট ক্রিকেটে প্রথম ডাকের আগে সর্বোচ্চ ইনিংস খেলা ব্যাটার ডি ভিলিয়ার্স।

৭.

টেস্টে টানা ১২ ম্যাচে ফিফটির রেকর্ড আছে এবির নামে। শুধুমাত্র এই তালিকায় এবির উপরে আছেন ইংলিশ অধিনায়ক জো রট।

৮.

ওয়ানডেতে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কার (১৬) রেকর্ডে যৌথভাবে ক্যারিবিয়ান তারকা ক্রিস গেইল ও ভারতীয় ওপেনার রোহিত শর্মার সাথে শীর্ষে আছেন এবি।

৯.

আইপিএলে সর্বমোট ২৫১ ছক্কা হাঁকিয়েছেন মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এবি ডি ভিলিয়ার্স। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ছক্কার রেকর্ড।

১০.

আইপিএলে সর্বোচ সংখ্যক ম্যাচ সেরার পুরষ্কার জিতেছেন এবি! ২৫ বার তিনি আইপিএলে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link