সেই ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন শোয়েব মালিক। ওই সময়ে জন্মও হয়নি, এমন অনেককেই আজকাল জাতীয় দলে সতীর্থ হিসেবে পান। চাইলে নিজের ভাতিজার সাথেও ক’দিন বাদেই এক সাথে খেলতে পারেন জাতীয় দলে।
না, ভাতিজা মোহাম্মদ হুরায়রা পাকিস্তানের জাতীয় দলে ডাক পাননি। তবে, দারুণ একটা সম্ভাবনা যে গড়ে তুলেছেন – সেটা নি:সন্দেহে বলা যায়।
পাকিস্তানে চলছে ঐতিহ্যবাহী কায়েদ ই আজম ট্রফি। সেখানে পাকিস্তানের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ট্রিপল সেঞ্চুরির কীর্তি গড়েছেন মোহাম্মদ হুরায়রা। পাকিস্তানের হয়ে ঘরোয়া ক্রিকেটে সর্বকনিষ্ঠ ট্রিপল সেঞ্চুরিয়ানের তালিকার দুইয়ে আছেন হুরায়রা।
প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকটা এই মৌসুমেই। আর নিজের অভিষেক মৌসুমে মাত্র ১৯ বছর ২৩৯ দিন বয়সে ত্রিপল সেঞ্চুরি করলেন হুরায়ারা। পাকিস্তানের হয়ে দ্বিতীয় ও বিশ্বক্রিকেটে অষ্টম সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে এই কীর্তি গড়েন হুরায়রা।
বালোচিস্তানের বিপক্ষে নর্দানের হয়ে ৪০ বাউন্ডারি ও ৪ ছক্কায় ৩৪১ বলে ৩১১ রানের অপরাজিত এক ইনিংস খেলেন হুরায়রা। সোমবার করাচিতে বেলুচিস্তানের বিপক্ষে তৃতীয় দিনে এসে ত্রিপল সেঞ্চুরি পূর্ণ করেন হুরায়রা। নর্দানের হয়ে উড়ন্ত ফর্মেই আছেন এই ব্যাটার।
চলতি বছর ২০ অক্টোবর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষিক্ত হন এই ব্যাটার। এর মাঝেই ১০ ম্যাচে এখন পর্যন্ত দেখা পেয়েছেন তিন সেঞ্চুরি ও তিন ফিফটির। হায়দার আলী ও রোহাইল নাজিরের সাথে অনূর্ধ্ব ১৯ দলে একসাথেই খেলেছেন হুরায়রা।
ক্রিকেটে আসা নিয়ে হুরায়রা এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে আমার চাচা শোয়েব মালিক। সে সবসময়ই আমার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে। সে সবসময়ই আমাকে উৎসাহ দিয়েছে এবং হার মানতে নিষেধ করেছে। সবসময়ই কঠোর পরিশ্রম করার পরামর্শ দিয়েছেন এবং বলেছেন ক্রিকেটে সফলতা পেতে কোনো সহজ বা শর্টকাট রাস্তা নেই।’
১৯৭৫ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন সাবেক পাকিস্তানি তারকা জাভেদ মিঁয়াদাদ। সেটি এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে সবচেয়ে কম বয়সে ট্রিপল সেঞ্চুরির কীর্তি। বাবর আজম, বিরাট কোহলি, কেন উইলিয়ামসনদেরকে নিজের রোল মডেল মানা হুরায়রা ইতোমধ্যেই জায়গা করে নিয়েছেন অসাধারণ এক কীর্তিতে।
পাকিস্তানের মাটিতে এটি ২৩তম ত্রিপল সেঞ্চুরি। এবং ২২ তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন হুরায়রা। পাকিস্তানের মাটিতে এই ২৩ ত্রিপল সেঞ্চুরিতে নাম আছে মাইক ব্রিয়ার্লি, মার্ক টেলর ও বীরেন্দ্র শেবাগের।
সর্বকনিষ্ঠ ত্রিপল সেঞ্চুরির তালিকায় সবার উপরর আছেন পাকিস্তানের জাভেদ মিঁয়াদাদ। এরপর ভারতের ওয়াসিম জাফর, অভিনব মুকুন্দ ও ঋষাভ পান্ত। এছাড়া আফগানিস্তানের বাহির শাহ, বাংলাদেশের রকিবুল হাসান, ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঙ্ক ওরেল ও ভারতের কৃপাল সিং। সবশেষ এই তালিকায় সংযোজন পাকিস্তানের মোহাম্মদ হুরায়রা।