ক্রিকেট অপারেশন্সে থাকছেন না আকরাম!

আগামী সপ্তাহ খানেকের মধ্যে বিসিবির বোর্ড তাঁদের প্রথম সভায় বসবে। আর এই সভাতেই বিভিন্ন কমিটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বিভিন্ন পরিচালককে। সে বণ্টনে আকরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কমিটিতে থাকছেন না। সে ক্ষেত্রে তাঁকে অন্য কোনো কমিটির দায়িত্বে দেখা যেতে পারে।

২০১৪ সালে প্রথমবারের মত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকেই ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন আকরাম খান। মাঝেমধ্যে কয়েক বার তাকে অন্য কমিটিতে দেওয়ার আলোচনা থাকলেও জাতীয় দলের এই পরিচালনা কমিটির সমার্থক হয়ে ছিলেন সাবেক জাতীয় দল অধিনায়ক আকরাম।

এবার সম্ভবত সেই যাত্রাটা শেষ হতে যাচ্ছে। এখনও নবনির্বাচিত বিসিবির নির্বাহী কমিটি বিভিন্ন দপ্তরের দায়িত্ব বুঝে নেয়নি। তবে আজ জানা গেলো, ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়ী অধিনায়ক আকরাম আর ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব নিতে রাজী নন। আকরামের স্ত্রী সাবরিনা আকরাম এ বিষয়ে ফেসবুকে এক স্ট্যাটাস দিয়ে বলেছেন, ‘ক্রিকেট অপারেশন্স ছেড়ে দিচ্ছেন আকরাম খান।’

এই বিষয়ে আকরামের প্রতিক্রিয়া পাওয়া গেলো না কয়েক বার চেষ্টা করেও। সাবেক এই অধিনায়কের ফোন বন্ধ রয়েছে। তবে অন্যান্য সূত্র থেকে জানা গেলো, আকরাম তার এই ইচ্ছার কথা বোর্ড সভাপতিকে জানিয়ে দিয়েছেন।

আগামী সপ্তাহ খানেকের মধ্যে বিসিবির বোর্ড তাঁদের প্রথম সভায় বসবে। আর এই সভাতেই বিভিন্ন কমিটির দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে বিভিন্ন পরিচালককে। সে বণ্টনে আকরাম সবচেয়ে গুরুত্বপূর্ণ এই কমিটিতে থাকছেন না। সে ক্ষেত্রে তাঁকে অন্য কোনো কমিটির দায়িত্বে দেখা যেতে পারে।

এখন প্রশ্ন হলো, নতুন করে ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে কে আসবেন?

অনেকদিন ধরেই এই পদের জন্য শোনা যাচ্ছিলো আরেক সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দূর্জয়ের নাম। তিনি খুব ভালো মতন এই কমিটির জন্য বিবেচনায় আছেন। এ ছাড়া বিবেচনায় থাকতে পারেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন। তবে সুজন গেম ডেভেলপমেন্ট নয়ে সন্তুষ্ট আছেন বলেই জানা যাচ্ছে। আর সুজনের গেম ডেপেলপমেন্টের পারফরম্যান্সে বোর্ডও সন্তুষ্ট। ফলে তাকে আর সরানোর সম্ভাবনা কম।

সে ক্ষেত্রে দূর্জয়ই একমাত্র ভরসা হয়ে উঠতে পারেন।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...