টি-টোয়েন্টি ফরম্যাট নিয়ে পুরো ক্রিকেট দুনিয়াই এখন ব্যস্ত সময় কাটাচ্ছে। বাংলাদেশও এখন ব্যস্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে। বিপিএল শেষ হতে না হতেই ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশে আসছে আফগানিস্তান। তবে ক্রিকেট পাড়ায় এখন সবচেয়ে আলোচনার বিষয় ডিআরএস। বিপিএলে ডিআরএস না থাকায় কঠিন সমালোচনার মুখেই পড়তে হয়েছে বিসিবিকে।
তবে আফগানিস্তান সিরিজে আর এই ঘটনার পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশের ক্রিকেট বোর্ড। আফগানিস্তান সিরিজে ডিআরএস থাকার ব্যাপারটা ইতোমধ্যেই নিশ্চিত করেছেন বিসিবি সিইও নিজাউদ্দিন চৌধুরি সুজন। এছাড়া বিপিএলের বাকি যে ম্যাচগুলো আছে সেখানেও ডিআরএস নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছে বোর্ড।
বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। আগামীকাল থেকে আবার ঢাকায় খেলা মাঠে গড়াবে। এরপর আবার দলগুলো চলে যাবে সিলেটে। এরপর এই মাসের ১১ তারিখ থেকে ঢাকায় হবে বিপিএলের শেষ ম্যাচ গুলো। সেখানেই ডিআরএস এর ব্যবহার করতে চায় বিসিবি। এমনি ঢাকায় ডিআরএস এর যন্ত্রপাতি চলে আসার বিষয়টিও নিশ্চিত করেছেন বিসিবি সিইও।
আজ ক্রিকেট বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকবাজকে নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আফগানিস্তানের বিপিক্ষে যে সিরিজটি আমরা আয়োজন করতে যাচ্ছি সেখানে ডিআরএস থাকবে। এছাড়া বিপিএলের শেষ দিকেও আমরা ডিআরএস নিয়ে আসরে চাই। ডিআরএস এর যন্ত্রপাতি ইতোমধ্যেই ঢাকায় এসেছে পৌছেছে। কাস্টমস ছাড়পত্র পেলেই কাজ শুরু করা যাবে।’
এর আগে বিপিএলের ঢাকা পর্বে ডিআরএস না থাকায় কঠিন সমালোচনা মুখে পড়েছিল বিসিবি। তা ঠেকাতে চট্টগ্রাম পর্বে এডিআরএস নামে এক প্রযুক্তির ব্যবহার করছে বিসিবি। তবে এটিতেও সমালোচনা পিছু ছাড়ছেনা। অনেকে বলছেন এডিআরএস দিয়ে তেমন কোন ফল পাওয়া যাচ্ছেনা। ফলে বিষয়টি নিয়ে কঠিন বিপাকেই পড়েছে ক্রিকেট বোর্ড।
করোনার সময় হক আই এক্সপার্ট বাংলাদেশ আসার ব্যাপারে একটা জটিলতার সৃষ্টি হয়েছিল। তাই বিপিএলে না এসে অন্য দেশের সার্ভিস দেয়ার ব্যাপারে বেশি আগ্রহ প্রকাশ করেছিল কোম্পানি গুলো। অন্য দেশের তাঁদের জন্য কাজ করাটাও সহজ হয়ে যায়। তবে সমালোচনার পর বেশ নড়েচড়ে বসেছে বিসিবি। সেটারই ফলস্বরূপ আফগানিস্তান সিরিজ এমনকি বিপিএলেও দেখা যেতে পারে ডিআরএস।