দুই দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন অনেক ক্রিকেটার আছেন। এদের মধ্যে গুটি কয়েক ক্রিকেটার আছেন – যারা তাদের পক্ষে ও বিপক্ষে দুই ম্যাচই খেলার রেকর্ড গড়েছেন । আন্তর্জাতিক ক্রিকেটে দুটি ভিন্ন দলের পক্ষে ও বিপক্ষে খেলেছেন এমন ক্রিকেটার আছেন মোট সাতজন।
- বিলি মিডউইন্টার (ইংল্যান্ড, অস্ট্রেলিয়া) – টেস্ট
সাবেক ক্রিকেটার বিলি মিডউইন্টার একই সাথে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া দুই দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১২টি টেস্ট খেলেছেন তিনি।
এর মধ্যে চারটি ইংল্যান্ডের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ও আটটি টেস্ট খেলেছেন অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে। ১২ টেস্টে ২৬৯ রান আর বল হাতে নিয়েছেন ২৪ উইকেট।
- ফ্র্যাঙ্ক হার্নি (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড) – টেস্ট
সাবেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার ফ্র্যাঙ্ক হার্নি ক্রিকেট পরিবার থেকেই উঠে এসেছিলেন। ভাই জর্জ হার্নি ও অ্যালেক হার্নিও ছিলেন ক্রিকেটার। ক্যারিয়ারে খেলেছেন ছয়টি টেস্ট। এই ছয়টি টেস্টের চারটি দক্ষিণ আফ্রিকার হয়ে ও দুইটি টেস্ট খেলেন ইংল্যান্ডের জার্সি গায়ে। এই দুই দলের হয়েই আন্তর্জাতিক ক্রিকেটে পক্ষে-বিপক্ষে খেলেছেন হার্নি।
দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ইংল্যান্ডের বিপক্ষে চার টেস্টে ব্যাট হাতে করেছেন ১১৯ রান ও বল হাতে নেন ২ উইকেট। বিপরীতে, ইংল্যান্ডের হয়ে প্রোটিয়াদের বিপক্ষে দুই টেস্টে করেন ৪৭ রান।
- ফ্র্যাঙ্ক মিশেল (দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড) – টেস্ট
সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটার ফ্র্যাঙ্ক মিশেল ক্যারিয়ারে মাত্র পাঁচ টেস্ট খেলেছেন। এই পাঁচ টেস্টের মধ্যে দক্ষিণ আফ্রিকার জার্সি গায়ে ইংল্যান্ডের বিপক্ষে একটি ও ইংল্যান্ডের জার্সি গায়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন দুই ম্যাচ। পাঁচ টেস্টের ছোট্ট ক্যারিয়ারে ১১.৬০ গড়ে মাত্র ১১৬ রান করেন ফ্র্যাঙ্ক মিশেল
- স্যামি গুইলেন (ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড) – টেস্ট
সাবেক ক্যারিবিয়ান উইকেটরক্ষক ব্যাটার স্যামি গুইলেন ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন। দুই দলের পক্ষে বিপক্ষে খেলেছেন ছয় ম্যাচ।
নিউজিল্যান্ডের জার্সি গায়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনটি ও ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন তিনটি টেস্ট। আট টেস্টের ক্যারিয়ারে এক ফিফটিতে করেছেন ২০২ রান।
- এড জয়েস (আয়ারল্যান্ড, ইংল্যান্ড) – ওয়ানডে
আন্তর্জাতিক ক্রিকেটে দুই দলের হয়ে খেলা ক্রিকেটারদের একজন আইরিশ তারকা এড জয়েস। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড দুই দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি।
দুই দলেরই পক্ষে এবং বিপক্ষে মাঠ মাতিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টি উভয় ফরম্যাটেই। ইংল্যান্ডের জার্সি গায়ে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলেছেন দুই ওয়ানডে। বিপরীতে, আয়ারল্যান্ডর জার্সি গায়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন ছয় ওয়ানডে।
- ইয়ন মরগ্যান (আয়ারল্যান্ড, ইংল্যান্ড) – ওয়ানডে
সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানও আছেন এই তালিকায়। ক্যারিয়ারের শুরুটা করেছিলেন আয়ারল্যান্ডর হয়ে। আয়ারল্যান্ডের জার্সি গায়ে ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন মাত্র এক ম্যাচ।
বিপরীতে, ইংল্যান্ডের জার্সি গায়ে আয়ারল্যান্ডের বিপক্ষে আট ম্যাচ খেলেছেন এই তারকা। আয়ারল্যান্ডের বিপক্ষে আট ম্যাচে ৬৮.৫০ গড়ে দুই সেঞ্চুরি ও দুই ফিফটিতে চারশোর বেশি রান করেছেন তিনি।
- বয়েড র্যানকিন (আয়ারল্যান্ড, ইংল্যান্ড) – ওয়ানডে
আয়ারল্যান্ডের পেসার বয়েড র্যানকিন ইংল্যান্ড ও আয়ারল্যান্ড উভয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। ইংল্যান্ডের বিপক্ষে খেলেছেন চার ওয়ানডে। বিপরীতে, ইংল্যান্ডের জার্সি গায়ে আয়ারল্যান্ডের হয়ে খেলেছেন এক ম্যাচ। দুই দলের হয়ে পক্ষে-বিপক্ষে শিকার করেছেন চার উইকেট।