বিশ্বকাপের দৌঁড় থামেনি আজও

রাজার কাজ যদি হয় রাজ্য জয়, তবে ক্রিকেটারদের কাজ কি তবে কেবলই ক্রিকেট খেলা?  ক্রিকেট তো পাড়ার মাঠে প্রতি বিকেলে ছোট ছোট বাচ্চারাও খেলে। তাতে আলাদা  কি? তাঁরা তো স্রেফ আনন্দের জন্য খেলে থাকে খেলাটা। তবে পেশাদার ক্রিকেটারদের জন্য ক্রিকেটটা কেবল আনন্দ লাভের মাধ্যম নয়।

ক্রিকেট একটা রাজত্বের নাম। তাই সব ক্রিকেট খেলুড়ে দেশ চায় সেই রাজত্বের সিংহাসনে বসে নিজেদের ক্ষমতার জানান দিতে। ক্রিকেটের দুনিয়ার সবচেয়ে সম্মানজনক শিরোপা হলো বিশ্বকাপ শিরোপা। বিশ্বসেরার সিংহাসনটি দখল করতে হলে দলগুলোকে নিজেদের মধ্যে লড়াই করে শ্রেষ্ঠত্বের প্রমাণ দিতে হয়।

ক্রিকেটের দুনিয়ায় শক্তিশালী দলের তালিকা করলে ভারত থাকবে ওপরের দিকে। ভারত ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে ক্রিকেট দুনিয়ায় রাজত্ব হাসিল করে। সর্বশেষ ২০১১ সালে আরেকবার বিশ্বকাপের শিরোপা ঘরে এনে আরেকবার বিশ্বসেরা হওয়ার জৌলুস দেখায়।

ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলটি সবসময়ই ক্রিকেট ভক্তদের হৃদয়ে একটি বিশেষ জায়গা দখল করে থাকবে। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আজ থেকে প্রায় ১১ বছর আগে বিশ্বকাপের ফাইনালে ঘরের মাটিতে শ্রীলঙ্কাকে হারিয়েছিল দেশটি।

শচীন টেন্ডুলকার, বীরেন্দ্র শেবাগ, মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, গৌতম গম্ভীর, হরভজন সিং, মুনাফ প্যাটেল, জহির খান, যুবরাজ সিং-সহ অন্যান্য অভিজ্ঞ খেলোয়াড়রা সেই বছর ভারতের হয়ে খেলেছিলেন। সময়ের পরিক্রমায় সেই ১৫ জনের বিশ্বকাপ স্কোয়াড হতে ১২ জনই ইতোমধ্যে অবসর নিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে। কেবলমাত্র তিনজন এখনও সক্রিয়ভাবে ভারতের হয়ে খেলছেন, বা খেলার সম্ভাবনাটা কাগজে কলমে বেঁচে আছে।

  • বিরাট কোহলি

ভারতীয় দলের ২০১১ বিশ্বকাপের ফাইনাল প্লেয়িং একাদশের মধ্যে বিরাট কোহলিই একমাত্র নাম যিনি এখনও খেলছেন। সেই মেগা ইভেন্টে নয়টি ম্যাচ খেলেছিলেন কোহলি। বিশ্বকাপের মঞ্চে এই ডানহাতি ব্যাটার ৩৫.২৫ গড়ে মোট ২৮২ রান করেছেন।

বিশ্বকাপের শুরুতেই বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে বিশ্বকাপ যাত্রা শুরু করেছিলেন এই ব্যাটার। সেখান থেকে শুরু করে আজও তিনি ভারতের হয়ে প্রায় সবগুলো ফরম্যাটেই খেলেন নিয়মিত।

  • রবিচন্দ্রন অশ্বিন

দলে হরভজন সিংয়ের মত কিংবদন্তির উপস্থিতির কারণে অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন সেই বিশ্বকাপের ইভেন্টে দেশের হয়ে খেলার যথেষ্ট সুযোগ পাননি। তবে যে কয়টি ম্যাচ খেলেছেন তাতে দারুণ পারফর্ম করেছেন এই অফ স্পিনার। তিনি কেবল দুইটি ম্যাচে দলে জায়গা পেয়েছিলেন। তামিল নাড়ুর এই তারকা দুই ম্যাচে চার উইকেট নিয়ে বিশ্বকাপ যাত্রা শেষ করেছিলেন।

  • পিযুষ চাওলা

লেগ স্পিনার পিযুষ চাওলা বিশ্বকাপের মেগা ইভেন্টের তিনটি ম্যাচে মেন ইন ব্লুর হয়ে খেলেছিলেন। চাওলা তিন ম্যাচে চার উইকেট নিলেও তার ইকোনমি রেট ছিল ৬এর বেশি। যদিও অশ্বিন এবং কোহলি ভারতীয় দলের হয়ে নিয়মিত খেলেন, চাওলা ২০১২ সাল থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি।

আসলে, দেশের হয়ে তার শেষ ওয়ানডে উপস্থিতি ২০১১ সালের বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচ দিয়েই শেষ হয়ে গেছে। যদিও তিনি অবসরের ঘোষণাও দেননি এখন পর্যন্ত। যদিও, জাতীয় দলে ফেরার লড়াই থেকে তিনি যোজন যোজন দূরে আছেন।

মহেন্দ্র সিং ধোনি কিংবা সুরেশ রায়নাও এই তালিকায় আসতে পারতেন। কারণ, তাঁরাও খেলার মধ্যেই আছেন। যদিও, আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলায় তাঁদের এখানে রাখা হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link