যদি লাইগা যায়!

সব কিছুর আগে সাব্বির রহমানের জন্য শুভ কামনা। তিনি জ্বলে উঠতে পারলে যত না তার নিজের লাভ, তার চেয়ে বেশি লাভ দলের ও বাংলাদেশ ক্রিকেটের।

কিন্তু তাঁকে দলে ফেরানো হলো কোন বিবেচনায়? বাংলাদেশ দলে অনেক সময়ই কিছু ক্রিকেটারকে নেওয়া হয় ক্রীড়া উন্নয়ন তহবিলের লটারির সেই স্লোগানের ওপর ভরসা করে, ‘যদি লাইগা যায়…’। হ্যা, সাব্বির রহমানকে এশিয়া কাপের দলে নেওয়ার ব্যাপারটিও পুরোদস্তুর ‘যদি লাইগা যায়…’

২০১৯ সালের সেপ্টেম্বরে তিনি বাংলাদেশের হয়ে সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন। দল থেকে বাদ পড়ার পর চারটি ঘরোয়া টি-টোয়েন্টি খেলেছেন। তার পারফরম্যান্সে চোখ বুলিয়ে নেওয়া যাক।

  • ২০১৯-২০ বিপিএল

১১ ইনিংস – ২০৪ রান – গড় ১৮.৫৪ – স্ট্রাইক রেট ১১২.০৮ – ফিফটি ১- সর্বোচ্চ ৬২

  • ২০২০ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

৭ ইনিংস – ১০৬ রান – গড় ১৭.৬৬ – স্ট্রাইক রেট ১০৪.৯৫ – ফিফটি ১- সর্বোচ্চ ৫৬

  • ২০২১ ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি

১২ ইনিংস – ২০৯ রান – গড় ২২.৯০ – স্ট্রাইক রেট ১০৪.৫৬ – ফিফটি ০ – সর্বোচ্চ ৪১

  • ২০২২ বিপিএল

৬ ইনিংস – ১০৯ রান – গড় ১৮.১৬ – স্ট্রাইক রেট ১১১.২২- ফিফটি ০ – সর্বোচ্চ ৩২

বাদ পড়ার পর ৩৬ ইনিংস খেলে স্রেফ ২টি ফিফটি। রান, গড়, স্ট্রাইক রেট, সব যাচ্ছেতাই। এই পারফরম্যান্স নিশ্চয়ই ফেরার দাবি জানানোর মতো নয়।

গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে অবশ্য খারাপ করেননি। ৫১৫ রান করেছেন ৩৯.৬১ গড় ও ১০২.৩৮ স্ট্রাইক রেটে। যদিও ১২ ইনিংসে স্রেফ একটি সেঞ্চুরি ও একটি ফিফটি ফুটিয়ে তোলে তার ধারাবাহিকতার ঘাটতির সেই পুরনো সমস্যাই। তার পরও মন্দের ভালো পারফরম্যান্স। কিন্তু সেটা তো ৫০ ওভারের সংস্করণে!

এখন তিনি বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজে আছেন। তবে সেখানে সীমিত ওভারের সিরিজ শুরুই হয়নি।

এই ছবিতে যে জার্সিটা পরে আছেন সাব্বির, সেটা বাংলাদেশ টাইগার্সের। গত কিছুদিন তিনি টাইগার্সের ক্যাম্পে ফিটনেস ও স্কিল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন আজকে বললেন, টাইগার্সের ক্যাম্পে নাকি তারা সাব্বিরের উন্নতির ছাপ দেখেছেন।

সেটা হলে তো ভালো। তবে আদতে তো আমরা জানিই, তাকে নেওয়া হয়েছে, মরিয়া প্রচেষ্টা থেকে। তাকে নেওয়া হয়েছে, কারণ অন্যরা ভালো করেনি। তাকে নেওয়া হয়েছে, কারণ আমাদের পাইপ লাইনের যাচ্ছেতাই অবস্থা। তাকে নেওয়া হয়েছে, কারণ ভালো কাউকে দলে না পেয়ে দল অসহায়।

এবং মূল কথা যেটি, তাকে নেওয়া হয়েছে, ওই ‘যদি লাইগা যায়’ আশা নিয়েই। ওই ভরসা ছাড়া উপায় নাই। আশা করি, সাব্বির লাইগা যাবে… আর কী!

– ফেসবুক থেকে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link