বিরাটের জুনিয়ররাও আজ লিজেন্ডস লিগে!

ফুটবলের মত ক্রিকেটের বিশ্বায়ন ততটা তৈরি হয়নি। তবে ক্রিকেটের পরিধি বেড়েছে অনেক। তিন ফরম্যাটের ক্রিকেট তো আছেই, এর সাথে এক গাদা ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগের কারণে বছর জুড়েই ক্রিকেটাররা ব্যস্তসূচিতে আটকে থাকে। এ ছাড়া সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত ক্রিকেটারদের নিয়েও শুরু হয়েছে লিজেন্ডস লিগ ক্রিকেট। সে টুর্নামেন্টে নাম লেখাচ্ছেন নামী অনেক সাবেক ক্রিকেটারও। 

এই যেমন এবারের লিজেন্ডস লিগে খেলছেন ইরফান পাঠান, হরভজন সিং, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেবাগের মত ক্রিকেটাররা। তবে এর মাঝেও এমন ক্রিকেটার রয়েছেন যারা খুব কম বয়সেই ক্রিকেট থেকে অবসর নিয়ে খেলছেন লিজেন্ডস ক্রিকেটার। টুর্নামেন্টের নামে লিজেন্ডস শব্দটা থাকলে এ টুর্নামেন্টে মিলেছে অনেক অখ্যাত ক্রিকেটারেরও নাম।

এ ছাড়া এমন ক্রিকেটারও আছে যারা বছর চারেক আগেও বিশ্ব ক্রিকেটের জনপ্রিয় নাম ছিল, কিন্তু নিজের ফর্মসহ বিভিন্ন কারণে ক্রিকেট ছেড়েছেন ঐ সাময়িক জৌলুশকে সঙ্গী করেই। এমন ৪ ক্রিকেটারকে নিয়েই আজকের আয়োজন। 

  • কোরি অ্যান্ডারসন

বয়স মাত্র ৩১। তবে এর মাঝেই বাইশ গজের ক্রিকেট থেকে নিজের ইতি টেনেছেন। অথচ কী দারুণ সম্ভাবনা নিয়েই না নিউজিল্যান্ড ক্রিকেটে আবির্ভাব হয়েছিল তাঁর। শহীদ আফ্রিদির ৩৭ বলে করা সেঞ্চুরির দীর্ঘদিনের রেকর্ডটি তিনিই প্রথম ভেঙেছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি সেঞ্চুরি পূর্ণ করেছিলেন মাত্র ৩৬ বলে। জাতীয় দলের সে ফর্ম টেনে এনেছিলেন আইপিএলেও।  মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে নিয়মিত সদস্য হিসেবে খেলেছেন বেশ কয়েকটি মৌসুম।

তবে কিছু বছর না গড়াতেই নিজের ছন্দপতন শুরু হয় কোরি অ্যান্ডারসনের। গোড়ালির ইনজুরি-সহ নিজের অফফর্মের কারণে এক সময় নিউজিল্যান্ড দল থেকেই ছিটকে যান তিনি। একই সাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও পরবর্তীতে তেমন সুবিধা করতে না পারায় মাত্র ২৯ বছর বয়সেই ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন কোরি অ্যান্ডারসন। তবে যুক্তরাষ্ট্রের হয়ে নতুন করে ক্যারিয়ার শুরু করার উদ্দেশ্যে এখন যুক্তরাষ্ট্রেই বসবাস করেন সাবেক এই কিউই অলরাউন্ডার। 

  • রাজেশ বিষ্ণয় 

৩২ বছর বয়সী রাজেশ ক্যারিয়ারে ৬২ টি প্রথম শ্রেনির ম্যাচ এবং ৬০ টি স্বীকৃত টি-টোয়েন্টি ম্যাচ খেললেও আইপিএলে সুযোগ পেয়েছেন মাত্র ৩ ম্যাচে। নিজের ক্রিকেটীয় প্রতিভা দেখানোর পর্যাপ্ত সুযোগ তিনি পাননি।

তাই নিজের শেষ দেখে এ বছরেই ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নেন তিনি। এ জন্য মাত্র ৩২ বছর বয়সেই লিজেন্ডস লিগ ক্রিকেটে খেলছেন রাজস্থানের এ বোলিং অলরাউন্ডার। 

  • তন্ময় শ্রীভাস্তভা

বিরাট কোহলির নেতৃত্বে ২০০৮ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছিলেন তিনি। কিন্তু পরবর্তীতে আর ক্যারিয়ার এগোয়নি তাঁর। আইপিএলের প্রথম আসরে দল পেলেও পরের মৌসুমেই খেলে ফেলেন নিজের শেষ আইপিএল ম্যাচ। এরপর আর কখনোই আইপিএলে সুযোগ পাননি তিনি।

তাই মাত্র ৩০ বছরেই ক্রিকেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন শ্রীভস্তভা। এখন লিজেন্ডস লিগে খেলছেন তিনি। এবারের লিজেন্ড লিগে প্রদর্শনীমূলক এক ম্যাচে ওয়ার্ল্ড জায়ান্টের বিপক্ষে ম্যাচজয়ী অর্ধশতকের একটি ইনিংস খেলেছিলেন তিনি।

  • কে পি আপ্পান্না

আইপিলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলেছিলেন। তবে মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেট ক্যারিয়ারে নিজের শেষ দেখে ফেলেন তিনি । ২০১৩ সালেই খেলে ফেলেন নিজের শেষ লিস্ট এ ম্যাচ। এরপর ক্রিকেট ক্যারিয়ারে তেমন একটা গতি না আসায় বয়স ত্রিশ পেরোনোর আগেই বাইশ গজকে গুডবাই জানিয়ে দেন তিনি। এবারে গুজরাট জায়ান্টসের হয়ে লিজেন্ডস লিগ খেলছেন তিনি। 

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link