চান্দিকা হাতুরুসিংহের ছুটি শেষ হয়েছে দিন সাতেক আগে। লঙ্কান এ কোচ ছুটি থেকে ঢাকায় ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেট নিয়ে। কারণ জাতীয় দলের কোচের সামনে যে এবার আফগান পরীক্ষা। যাদের বিপক্ষে প্রথম বারের দেখায় বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আফগানিস্তানের স্কোয়াডে রশিদ খান নেই। তবে রশিদ খান ছাড়াও আফগান দলে রয়েছে এক ঝাঁক স্পিনার। স্পিনিং উইকেট দিয়ে তাই হয়তো আফগানিস্তানকে ঘায়েল করা সম্ভব নয়। যার কিছুটা আভাস মিলেছে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার দিনে।
২ স্পিনারের বিপরীতে ৫ পেসার নিয়ে দল ঘোষণা করেছে বাংলাদেশ। তাসকিন, এবাদত, শরিফুল, খালেদের সাথে প্রথম বারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন পেসার মুশফিক হাসান। অর্থাৎ বোঝাই যাচ্ছে, আফগানদের বিপক্ষে পেস বোলিং দিয়েই বাংলাদেশের রণকৌশল সাজাতে যাচ্ছেন হাতুরুসিংহে।
উইকেট নিয়ে লঙ্কান এ কোচ কতটা সিরিয়াস, তার নমুনা মিলছে প্রতিদিনই। টাইগারদের অনুশীলনের ফাঁকে প্রায়ই হাতুরুকে দেখা যায় প্রধান পিচ কিউরেটর গামিনি ডি সিলভার সাথে। অনুশীলনের মাঝে লঙ্কান এ কোচের প্রিয় কাজটাই যেন মিরপুরের সেন্টার উইকেট দেখা। এরপর গামিনি ডি সিলভার সাথে একান্ত আলাপচারিতার মুহূর্তগুলোও যেন হয়ে উঠেছে হাতুরু অধ্যায়ের চিরায়ত দৃশ্য।
উইকেট নিয়ে গামিনি ডি সিলভার সাথে হাতুরুর এমন আলাপচারিতার দৃশ্য অবশ্য নতুন কিছু নয়। ইংলিশদের বিপক্ষে হোম সিরিজে অনুকূল কন্ডিশন তৈরি করার জন্য কিউরেটর গামিনি ডি সিলভাকে নির্দেশনা দিয়েছিলেন এ কোচ।
জোফরা আর্চারদের গতির বল ব্যাটাররা যাতে সহজে খেলতে পারেন, সেরকম উইকেটই চেয়ে রেখেছিলেন হাতুরু। হাতুরুর কথা অনুযায়ী সেই কাটগ্রাস উইকেট ঠিকঠাকভাবেই প্রস্তুত করেছিলেন কিউরেটর।
এমনিতে বাংলাদেশ ক্রিকেটে উইকেটের মার প্যাঁচ শুরুর অধ্যায়টার প্রবর্তক ছিলেন এই হাতুরুসিংহেই। নিজের প্রথম মেয়াদে তাঁর পরিকল্পিত উইকেটেই ইংল্যান্ড আর অস্ট্রেলিয়াকে টেস্ট হারিয়েছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় এবারও উইকেট নিয়ে আলাদা কাজ করছেন লঙ্কান এ কোচ। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের জয়ই তাঁর কাছে মূলকথা।
মিরপুরে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছে মার্চে। এরপর এখানে ঢাকা প্রিমিয়ার লিগের খেলা হয়েছিল। তবে ঘরোয়া এ টুর্নামেন্ট মে মাসে শেষ হওয়ায় উইকেট ও মাঠ ঠিক করার জন্য গামিনি বেশ কিছুদিন হাতে সময় পেয়েছেন।
ঘরের মাঠে আফগানদের বিপক্ষে উইকেট নিয়ে যে ম্যানেজমেন্ট থেকে শুরু করে কোচ হাতুরুসিংহে বেশ সাবধানী তা কিউরেটরদের ব্যস্ত সময়ের কার্যক্রমেই স্পষ্ট হয়। কেননা উইকেট নিয়ে গামিনী ছাড়াও এর আগে ক্রিকেট অপারেশন্সের ম্যানেজার শাহরিয়ার নাফিসের সঙ্গে কথা বলতে দেখা গেছে হাতুরুকে। এখন আফগান সিরিজের জন্য প্রস্তুতকৃত এই উইকেট কেমন আচরণ করে সেটাই দেখার অপেক্ষা।