আগামী ৩০ আগস্ট থেকে শুরু হচ্ছে এশিয়ার ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। ১৯৮৪ সালে যে টুর্নামেন্টের পথচলা শুরু হয়েছিল, সেই টুর্নামেন্ট এখন ১৭ তম আসরের পর্দা ওঠার অপেক্ষায়। তার আগে চলুন দেখে নেওয়া যাক, এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান কারা।
- সনাথ জয়াসুরিয়া (৬ টি)
এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ১২২০ রানের রেকর্ডটি তাঁর। একই ভাবে এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিও এসেছে লঙ্কান এ ব্যাটারের ব্যাট থেকে। মহাদেশীয় এ আসরে খেলা ২৫ টি ম্যাচে তাঁর সেঞ্চুরি সংখ্যা ৬ টি।
- কুমার সাঙ্গাকারা (৪ টি)
এশিয়া কাপে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় পরের নামটিও এক লঙ্কান ব্যাটারের। তিনি কুমার সাঙ্গাকারা। লঙ্কান এ বাঁহাতি ব্যাটার এশিয়া কাপে সেঞ্চুরি করেছেন ৪ টি। এর মধ্যে ২০০৮ এশিয়া কাপেই হাঁকিয়েছিলেন ৩ টি শতক। যা আবার এশিয়া কাপের এক আসরে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড।
- বিরাট কোহলি (৩ টি)
প্রসঙ্গটা যখন সেঞ্চুরি, তখন সেই সিংহাসনে বিরাট কোহলি থাকবেন না, তা কী করে হয়! যদিও এই সিংহাসনের শীর্ষে তিনি এখনো পৌঁছাতে পারেননি। তবে ৩ টি সেঞ্চুরি নিয়ে ঠিকই এশিয়া কাপের ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়ার দৌড়ে রয়েছেন।
- শোয়েব মালিক (৩ টি)
বিরাট কোহলির মতো এশিয়া কাপের মঞ্চে ৩ টি সেঞ্চুরি হাঁকিয়েছেন পাকিস্তানের শোয়েব মালিকও। পাকিস্তানের এ অলরাউন্ডার এশিয়া কাপে মোট ম্যাচ খেলেছেন ১৭ টি। যেখানে তিনি ৬৫.৫০ গড়ে করেছেন ৭৮৬ রান।
- লাহিরু থিরিমান্নে (২ টি)
শ্রীলংকার বাঁহাতি এ ব্যাটার এশিয়া কাপে ম্যাচ খেলেছেন মোটে ৮টি ম্যাচ। আর তাতে দুটি শতক রয়েছে তাঁর। যেখানে তিনি ৪৫.৩৭ গড়ে করেছেন ৩৬৩ রান। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন এ ব্যাটার।
- শিখর ধাওয়ান ( ২ টি)
লাহিরু থিরিমান্নের মতো এশিয়া কাপে দুটি শতক রয়েছে শিখর ধাওয়ানেরও। মহাদেশীয় এ আসরে ভারতীয় এ ব্যাটার ৯ ম্যাচে ৫৯.৩৩ গড়ে করেছেন ৫৩৪ রান।
- সুরেশ রায়না ( ২ টি)
২০০৮ এশিয়া কাপটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন সুরেশ রায়না। ঐ এক আসরেই ২ সেঞ্চুরি আর ২ হাফসেঞ্চুরিতে ৭৪.৪০ গড়ে বাঁহাতি এ ব্যাটার করেছিলেন ৩৭২ রান। এরপরেও অবশ্য এশিয়া কাপে নিজের সুখস্মৃতি ধরে রেখেছিলেন তিনি। এশিয়া কাপের মঞ্চে সব মিলিয়ে ৬০.৭৭ গড় ৫৪৭ রান করেছেন তিনি।