রাচিনের ব্যাটে শচীনের প্রতিচ্ছবি

বিশ্বকাপ ক্রিকেটে প্রথম ম্যাচ খেলতে নেমেই সেঞ্চুরি করে রীতিমত হৈচৈ ফেলে দিয়েছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। তবে ভারতীয় বংশোদ্ভূত এ ক্রিকেটারের সেঞ্চুরির চেয়ে আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে এসেছে তাঁর নাম।

রবি কৃষ্ণমূর্তি এবং দীপা কৃষ্ণমূর্তির ছেলে রাচিন রবীন্দ্র। সফটওয়্যার ইঞ্জিনিয়ার রবি কৃষ্ণমূর্তি নব্বই দশকে পাড়ি জমান নিউজিল্যান্ডে। সেখানেই জন্ম হয় তাঁর ছেলে রাচিন রবীন্দ্রর।

ভারতের দুই ক্রিকেটার রাহুল দ্রাবিড় এবং শচীন টেন্ডুলকারের দারুণ ভক্ত ছিলেন রাচিনের বাবা রবি। নিজের সন্তানের নামকরণের ক্ষেত্রেও তাই তিনি রাহুলের ‘রা’ আর শচীনের ‘চীন’ আদ্যাক্ষর দিয়ে নাম রাখেন রাচিন।

রাচিন নামের মাঝে লুকিয়ে থাকা এই রহস্যের কথা জানতে পেরেছেন স্বয়ং রাহুল দ্রাবিড়ও। তবে ভারতের বর্তমান কোচের মতে, রাচিনের ব্যাটে রাহুল দ্রাবিড়ের চেয়ে শচীনের ছাপই বেশি।

এ প্রসঙ্গে রাহুল দ্রাবিড় বলেন, ‘আমি ওর ব্যাটিং দেখলাম। সম্ভবত ৫/৬ টা ছক্কা মেরেছে। তবে রাচিনের ব্যাটে ‘রা’-এর চেয়ে ‘চিন’ই বেশি। আমি আসলে ক্যারিয়ারে অফ স্কোয়ারে এতটা ভাল শট খেলিনি। শচীন ওর ক্যারিয়ে অফ স্কোয়ারে খুব ভাল খেলতো।’

রাচিন অবশ্য আগেই রাহুল দ্রাবিড়ের নজর কেড়েছিলেন। ২০২১ সালে কানপুর টেস্টে শেষদিকে প্রায় ঘন্টা দেড়েক ব্যাটিং করে নিউজিল্যান্ডকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছিলেন রাচিন। রাচিনকে কাছ থেকে সেবারই প্রথম দেখা রাহুল দ্রাবিড়ের। আর সেদিনের বুদ্ধিদীপ্ত ব্যাটিংয়ের কথা এখনো ভোলেননি রাহুল দ্রাবিড়।

এ নিয়ে রাচিনের ব্যাটিংয়ের প্রশংসা করে তিনি বলেন, ‘আমি ওকে আগেই দেখেছি। ২০২১ সালে সম্ভবত কানপুর টেস্টে সে আমাদের বিপক্ষে খেলেছিল। সে ওর ব্যাটিংয়ের কারণেই নিউজিল্যান্ড শেষ পর্যন্ত ড্র করতে পেরেছিল।’

বিশ্বকাপটাও মোটামুটি নিজেরই করে নিচ্ছেন রাচিন। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দ্বিতীয় ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে করেছেন হাফ সেঞ্চুরি। তাহলে কি, ভারতের মাটিতেই ভারতীয় ক্রিকেটর ঈশ্বরকে ছোঁয়ার পথে হাঁটছেন তিনি?

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link