ভালোবাসার সাইমন,
এ চিঠি আপনার কাছে পৌঁছবে না কোনো দিনও। এ ভাষা ও আপনার জানার বাইরে। তাও এই চিঠি …। আমি যে দেশটায় থাকি তার নাম কি আপনি শুনেছেন? হয়তো শুনেছেন! হয়তো শোনেন নি! আপনি যে খেলাটা খেলেন সেই খেলায় আমার দেশ তেমন কিছু করে উঠতে পারেনি আজও। অদূর ভবিষ্যতে পারবে এমন আশা ও নেই। কিন্তু জানেন সাইমন, এই খেলাটাকে আমরা খুব খুব ভালোবাসি! একশো পঁয়ত্রিশ কোটির এই দেশে ফুটবল এখনো খুব ভালোবাসার খেলা!
‘ভারত’ নামের এই দেশটার যে প্রান্তে আমি থাকি সেখানকার মানুষের আর একটা জিনিস আছে ফুটবলের প্রতি অপার ভালোবাসা ছাড়াও! সে জিনিসের নাম আবেগ! ইমোশন! ওটা আমাদের বড্ড ই বেশি! আপনি, আপনারা যখন কাল ক্রিশ্চিয়ান এর জন্য প্রার্থনা করেছিলেন তখন আমরা ও কোপেনহেগেন থেকে অনেক অনেক দূরে বসে ওই এক ই কাজ করেছি! কেঁদেছি, সৃ্ষ্টিকর্তাকে ডেকেছি, টিভির পর্দায় অবিরাম চোখ রেখেছি আপডেট এর জন্য!
আপনার দেশের খেলোয়াড়দের আমরা চিনি অনেক দিন থেকেই। কোন বিশ্বকাপ ছিল তা আর মনে নেই এখন! কিন্তু লাল সাদা জার্সিতে মরটেন ওলসেন, সোরেন লারবি, প্রেবেন এলকজায়ের (লাউড্রাপ ভাইয়েরা ও ছিলেন বোধহয় ) ঝড় তুলেছিলেন, যে ঝড়ে ইউরোপীয় ঘরানার বাইরে ও কিছু ছিল । আপনার দলের এখনকার গোলরক্ষক বা তাঁর বাবা পিটার পৃথিবী বিখ্যাত।
আপনার খেলা এর আগে অল্প কিছু দেখেছি হয়তো কিন্তু কালকের আগে ‘সাইমন কেজার’ নাম টা একদম ই আলোচিত ছিল না। ক্রিকেট খেলাটা বোধহয় আপনার দেশে তেমন প্রচলিত নয় । তো সেই খেলার একজন বিখ্যাত অধিনায়ক বলেছিলেন, একজন সফল অধিনায়ক কে তাঁর টিমের সব সদস্যের সত্যিকারের অধিনায়ক হয়ে উঠতে হয়।
কাল যখন ক্রিশ্চিয়ান এরিকসেনের স্ত্রীকে আপনি আগলে রেখেছিলেন, মানসিক জোর দিচ্ছিলেন তখন মনে হচ্ছিল এই হলো সত্যিকারের অধিনায়ক, সত্যিকারের নেতা! যে শুধু খেলোয়াড় নয় তাঁর পরিবারের ও নেতা হয়ে যায়! অধিনায়ক কোনো দিন বানানো যায় না সাইমন, অধিনায়করা নেতা হয়েই জন্মায়! যেমন আপনি!
এই ঘটনার আগে আরো একটা কাজ করে এসেছেন আপনি! অচৈতন্য ক্রিশ্চিয়ানকে, সিপিআর দিয়ে এসেছেন যেটা খুব খুব দরকারি জিনিস ছিল তখন! এবং নিশ্চিত করেছেন কোনো ভাবেই জিভ যেন ভিতরে না চলে যায়!
আপনার ছবিটা দেখছি, খুব দেখছি! এক অদ্ভুত দৃঢ় মুখ। যে মুখ ভেঙে পড়তে জানে না! ফুটবলার হিসেবে আপনাকে হয়তো ততো টা মনে রাখবো না সাইমন কিন্তু নেতা হিসেবে, মানুষ হিসেবে সাইমন কেজার জ্বলজ্বল করতে থাকবেন!
ভালো থাকবেন সাইমন! খুব খুব ভালো থাকবেন!