তবুও চাকরি হারানোর ভয় নেই আনচেলত্তির

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের সফলতম দলের এমন অসহায় আত্মসমর্পণের কোনো ব্যাখ্যা নেই আনচেলত্তির কাছে। যদিও হারের পর থেকেই বরখাস্ত হবার প্রবল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আনচেলত্তি জানিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে একদমই ভয় পাচ্ছেন না তিনি।

কার্লো আনচেলত্তির দলকে নিয়ে রীতিমতো ছেলেখেলায় মেতে উঠেছিলো ম্যানচেস্টার সিটি। রিয়াল গোলরক্ষক থিবো কর্তোয়া কিছু অতিমানবীয় সেভ না করলে হয়তো ৪-০ ব্যবধানের চেয়েও বড় হতো হারের ব্যবধান।

ইউরোপ শ্রেষ্ঠত্বের আসরের সফলতম দলের এমন অসহায় আত্মসমর্পণের কোনো ব্যাখ্যা নেই আনচেলত্তির কাছে। যদিও হারের পর থেকেই বরখাস্ত হবার প্রবল গুঞ্জনকে উড়িয়ে দিয়ে আনচেলত্তি জানিয়েছেন, নিজের ভবিষ্যৎ নিয়ে একদমই ভয় পাচ্ছেন না তিনি।

রিয়াল মাদ্রিদের সাথে ২০২৪ সাল পর্যন্ত চুক্তিবদ্ধ কার্লো আনচেলত্তি। তবে চলতি মৌসুমে ব্যর্থ রিয়াল মাদ্রিদের দায় নিয়ে আনচেলত্তিকেই ক্লাব ছাড়তে হতে পারে বলে মনে করছেন অনেকেই।

লিগ শেষ হবার বেশ আগেই লিগ শিরোপা হাতছাড়া হয়েছে রিয়ালের। এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ভরাডুবির পর এই মৌসুমের রিয়ালের একমাত্র প্রাপ্তি কোপা দেল রে।

তবে বড় দুই আসরে ব্যর্থ হওয়ায় আনচেলত্তির ভবিষ্যত নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। তবে আনচেলত্তি এখন মোটেই ভাবছেন না তাঁর ভবিষ্যৎ নিয়ে।

ম্যানসিটির বিপক্ষে ম্যাচের পর আনচেলত্তি বলেন, ‘কোনো শঙ্কা নেই। রিয়াল সভাপতির সঙ্গে ১৫ দিন আগেই কথা হয়েছে। কেউ এ বিষয়ে প্রশ্ন তোলেনি।সভাপতি আমাকে ব্যক্তিগতভাবে যা বলেছেন তা এখানে বলব না।’

বাজে ভাবে ম্যাচ হারের পর সব কৃতিত্ব পেপ গার্দিওলার দলকেই দিতে চাইলেন আনচেলত্তি। সেমিফাইনালের দ্বিতীয় লেগে যে পরিষ্কার ভাবে সিটিজেনরা ভালো খেলেছে তাও স্বীকার করে নিলেন ইতালিয়ান এই কোচ।

বললেন, ‘শুরু থেকেই তারা আমাদের ওপর প্রচণ্ড চাপ তৈরি করেছিল। এই চাপ সৃষ্টি করাটা কাজে এসেছে। আক্রমণের তোড়ে আমরা বলের দখলই নিতে পারছিলাম না। আক্রমণেও উঠতে পারছিলাম না। খুব দ্রুতই তারা ২-০ গোলে এগিয়ে যায়। এই জায়গা থেকে আসলে ফেরাটা বেশ কঠিনই। দ্বিতীয়ার্ধে আমরা চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি।’

পরের মৌসুমে রিয়ালে থাকা এখনো নিশ্চিত না হলেও এই হারের শিক্ষা সামনের মৌসুমে কাজে লাগাতে চান আনচেলত্তি, ‘এই হারের বিশ্লেষণ করার কিছু নেই। বিশ্লেষণ করার কোনো মানেও হয় না। এই হার হৃদয় ভেঙে দেওয়ার। কিন্তু কিছু করার নেই। ফুটবলে এমন দিন মাঝেমধ্যে আসে। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে আমরা খুব কঠিন একটা প্রতিপক্ষের বিপক্ষে খেলেছি। তারা ভালো খেলে আমাদের হারিয়েছে। এই হার থেকে যে শিক্ষাটা আমরা পাচ্ছি, সেটি পরের মৌসুমে অবশ্যই কাজে আসবে।’

এই মৌসুম শেষেই ব্রাজিলের দায়িত্ব নেবার গুঞ্জন আছে আনচেলত্তির। অনেকেই মনে করছেন আনচেলত্তির জন্য অপেক্ষা করেই এখনো প্রধান কোচ নিয়োগ দেয়নি ব্রাজিল। তবে আনচেলত্তি সেসব নিয়ে মাথা ঘামাতে চান না। রিয়ালের কোচ হিসেবে বরখাস্ত হবার ভয়ও পাচ্ছেন না ইউরোপের অন্যতম সফল এই কোচ।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...