আসবেন আর একটা ঝড় তুলে দিয়ে যাবেন। এটাই আসলে গ্লেন ম্যাক্সওয়েলের চরিত্র। সাম্প্রতিক ফর্মটা পক্ষে ছিল না। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা খুব একটা ভাল কাটেনি তার। তাতে কি?
সবকিছু ওলোট পালট করে দিলেন তিনি টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে। বৃষ্টির বাগড়ায় অপেক্ষার প্রহর দীর্ঘ হয়েছে। ম্যাচ মাঠে গড়াবে কি-না তা নিয়ে ছিল সংশয়।
অবশেষে বৃষ্টির মেঘ সরে গিয়ে সাত ওভারের ম্যাচ মাঠে গড়াল। স্বল্প ওভারের এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক হওয়া ছাড়া দ্বিতীয় কোন বিকল্প ছিল না।
জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক সে কাজটাই করতে চাইলেন। কিন্তু টেকসই হয়নি তা ব্যাটের ঝড়। দ্রুতই বাইশ গজে নামতে হয় ম্যাক্সওয়েলকে। তরুণ ম্যাকগার্ককে রীতিমত একটা দীক্ষা দিলেন- কি করে আগ্রাসী ব্যাটিংটা করতে হয়। ইনিংস শুরুই করেছেন তিনি একটা রিভার্স সুইপ দিয়ে। চার রান দিয়ে খাতা খোলেন ম্যাক্সওয়েল।
পাকিস্তানি বোলারদের তোপকে উলটো দিকে পরিচালিত করেন তিনি। ১৯ বলের ছোট্ট একটা ইনিংস খেলে গেছেন তিনি। তাতে অবশ্য অর্ধশতক পাওয়া হয়ে ওঠেনি। কিন্তু ৩ ছক্কার মার উপভোগ করেছে দর্শকরা। অন্যদিকে তার ব্যাট থেকে ৫ খানা বাউন্ডারিও এসেছে।
পাকিস্তানের হারিস রউফ একটা ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছিলেন। সেই রউফের এক ওভারে দুই ছক্কা সহ ১৭ রান একাই সংগ্রহ করেন ম্যাক্সওয়েল। কিন্তু আফসোস ইনিংসটি আরেকটু লম্বা তিনি করতে পারেননি। দিনটা যে তারই ছিল। আরেকটু টিকে গেলেই পাকিস্তানের ধরাছোঁয়ার বাইরে চলে যেতে পারত অস্ট্রেলিয়ার সংগ্রহ।