বার্সা বা রিয়াল না হোক, নতুন মেসি লা লিগাতেই যাবেন

ইউরোপের অন্যতম সেরা এই তরুণ প্রতিভার প্রতি আগ্রহী ছিলো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ সহ ইউরোপের অনেক হেভিওয়েট ক্লাবই। কিন্তু স্পেনে খেলতে চাইলেও গুলারের পছন্দের ক্লাব বার্সা কিংবা রিয়াল কোনোটিই নয়।

মাত্র ১৮ বছর বয়সেই পেয়ে গেছেন ‘নতুন মেসি’ উপাধি। বর্তমান ক্লাব ফেনারবাচে ছেড়ে এই নতুন মেসি আর্দা গুলার কোন ক্লাবে যান সেটিই আপাতত ইউরোপের গ্রীষ্মকালীন দলবদলের অন্যতম আগ্রহের বিষয়।

ইউরোপের অন্যতম সেরা এই তরুণ প্রতিভার প্রতি আগ্রহী ছিলো বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ সহ ইউরোপের অনেক হেভিওয়েট ক্লাবই। কিন্তু স্পেনে খেলতে চাইলেও গুলারের পছন্দের ক্লাব বার্সা কিংবা রিয়াল কোনোটিই নয়।

গত একবছর ধরে দারুণ পারফরম্যান্সে ইউরোপের সব জায়ান্টদের নজর কেড়েছেন গুলার। ফেনারবাচে তাঁর রিলিজ ফি টাও রেখেছে বেশ সাধ্যের মধ্যে। তাই ইউরোপীয় জায়ান্টরা বেশ কোমড় বেঁধেই নেমেছে ‘নতুন মেসি’কে দলে পেতে।

গত মৌসুমে ৫১ ম্যাচে মাঠে নেমে নয় গোল ও ১২ এসিস্ট আছে গুলারের। শুধু পরিসংখ্যান দিয়ে যাচাই করা সাবে না এই ফরোয়ার্ডের প্রতিভা। ড্রিবলিংয়ের অসাধারণ দক্ষতার জন্য ১৮ বছর বয়সেই দলবদলের বাজারের অন্যতম আকর্ষণ এখন গুলার।

তবে আর্দা গুলারের পছন্দের তালিকায় নেই বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের কেউই। বর্তমান ইউরোপা লিগের শিরোপা জয়ী আরেক স্প্যানিশ ক্লাব সেভিয়ার হয়ে খেলতে চান এই তুর্কিশ ফুটবলার।

গুলারকে দলে ভেরানোটা হবে সেভিয়ার জন্য দারুণ অর্জন। স্প্যানিশ লিগে শিরোপা দৌড়ে না থাকলেও ইউরোপ শ্রেষ্ঠত্বের দ্বিতীয় সারির প্রতিযোগিতা ইউরোপা লিগে নিয়মিতই দাপট দেখায় সেভিয়া।

যদিও গুলারের দলবদলটা এখনো বেশ অনিশ্চয়তায়। কারণ যেকোনো ক্লাবকে গুলারকে দলে ভেরাতে হলে বিভিন্ন এজেন্টকে দিতে হবে একটা মোটা অঙ্কের কমিশন। যা প্রায় ২০ মিলিয়ন ইউরোর সমান।

তবে গুলারের সেভিয়ার প্রতি আগ্রহটা বেশ ইতিবাচক সেভিয়ার জন্য। ইউরোপের অন্যতম সেরা এই ফুটবল প্রতিভাকে দলে ভেরাতে পারলে সেভিয়ার জন্য দারুণ একটি চুক্তি হবে সেটা।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...