প্রতিপক্ষ বাংলাদেশ মানেই জ্বলে উঠবে অশ্বিনের ব্যাট

তাঁর সেই ৭২ বলে অপরাজিত ৪২ রানের দেয়ালরূপ ইনিংসের তোড়ে ম্যাচ জেতে ভারত। হলেন ম্যাচ সেরা। চেন্নাই টেস্টেও যেন সেই রুদ্রমূর্তিই হয়ে উঠেছেন। ব্যাট করছেন ১০০ স্ট্রাইক রেটের নিচে।

সামনে বাংলাদেশ থাকলেই যেন রবিচন্দ্রন অশ্বিন হয়ে যাবেন অন্য একজন। এই বাংলাদেশের বিপক্ষেই পেলেন ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি। বোলিং বিশারদ এই বর্ষীয়ান অলরাউন্ডার সাত কিংবা আট নম্বরে একজন নির্ভরযোগ্য নাম। তবে প্রতিপক্ষ যখন বাংলাদেশ তখনই যেন ব্যাট হাতে হয়ে ওঠেন রুদ্রমূর্তি।

এই তো ২০২২ সালেই তো ভারত বাংলাদেশ সফর করে। দ্বিতীয় টেস্টের ম্যাচ নির্ধারনী ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পরে ভারত। সেই টেস্টে ব্যাটে নেমেছিলেন ৮ নম্বরে। স্কোর ছিল ৭৪ রানে ৭ উইকেট। সেখানে এসে গড়ে তোলেন আইয়ারের সাথে দূর্গের মতো ৭১ রানের পার্টনারশিপ।

তাঁর সেই ৭২ বলে অপরাজিত ৪২ রানের দেয়ালরূপ ইনিংসের তোড়ে ম্যাচ জেতে ভারত। হলেন ম্যাচ সেরা। চেন্নাই টেস্টেও যেন সেই রুদ্রমূর্তিই হয়ে উঠেছেন। ব্যাট করছেন ১০০ স্ট্রাইক রেটের নিচে।

এই দুই ইনিংস এর বাইরেও ২০১৫ সাল থেকে বাংলাদেশের সাথে খেলেছেন সাতটি ইনিংস। সংগ্রহ ২০০ এরও অধিক রান। তাও ৫০ এর অধিক গড়ে।

নিঃসন্দেহে ভারতীয় টেস্ট ব্যাটিং এর অন্যতম নির্ভরতার নাম রবিচন্দ্রন অশ্বিন। বিশেষ করে প্রতিপক্ষ যখন বাংলাদেশ। আজকের ম্যাচেও যেন সেই জানানই দিচ্ছেন তিনি।

ব্যাটিং এ এসেছিলেন যখন ভারত ধুঁকছিল ১৪৪ রানে ৬ উইকেট হারিয়ে। এরপর তিনি চীনের প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেলেন বাংলাদেশের বোলারদের সামনে। দলকে বড় সংগ্রহের দিকে চালিত করেছেন অশ্বিন। ব্যক্তিগতভাবে বাংলাদেশের বিপক্ষেও সর্বোচ্চ রানের ইনিংস খেলে ফেলেছেন।

দলকে প্রাথমিক বিপর্যয় কাটিয়ে উঠতে সহয়তা করেছেন। বাংলাদেশের হাতে থাকা মোমেন্টামকে দলের পক্ষে নিয়ে এসেছে অশ্বিনের ব্যাট। ঘুরে দাড়ানোর নতুন রাস্তা খুলে দিয়েছেন তিনি। এভাবেই হুট করেই বোলিং অলরাউন্ডার অশ্বিন বনে যান সত্যিকারের একজন ব্যাটার।

Share via
Copy link