ভারত বিশ্বকাপে দারুণ কিছু করার প্রত্যয় নিয়ে আসলেও ভিন্ন বাস্তবতার সম্মুখীন হলো পাকিস্তান। ৯ ম্যাচের ৫ টিতে হেরে পয়েন্ট টেবিলের পাঁচে থেকে বিশ্বকাপ শেষ করলো বাবর আজমের দল।
এবারের বিশ্বকাপ জুড়েই সমালোচনার স্রোতে হাবুডুবু খেয়েছে পাকিস্তান দল। আর সেই সমালোচনায় কেন্দ্রীয় চরিত্র ছিলেন অধিনায়ক বাবর আজম। শোনা যাচ্ছে, বিশ্বকাপ শেষেই অধিনায়কত্ব ছেড়ে দিতে পারেন বাবর। আর এমন গুঞ্জনের মাঝে হয়েছে নতুন প্রশ্নের উদয়; বাবরের জায়গায় পাকিস্তানের নেতৃত্বের ভার কে সামলাবেন?
পাকিস্তানের সাবেক মোহাম্মদ আসিফের মতে, বাবর আজমের জায়গায় আব্দুল্লাহ শফিককে অধিনায়কত্ব দেওয়া উচিৎ। এ ছাড়া পাকিস্তানের টেস্ট দলের নতুন অধিনায়ক হিসেবে সরফরফরাজকে নিয়ে যে গুঞ্জন উঠেছে তারও বিপক্ষে আসিফ।
এ নিয়ে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটকে আরো পিছিয়ে দিবে। আমাদের এখন সামনের দশ বছর নিয়ে পরিকল্পনা সাজানো উচিৎ।’
এবারের বিশ্বকাপে পাকিস্তানের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান এসেছে আব্দুল্লাহ শফিকের ব্যাট থেকে। ১ সেঞ্চুরির পাশাপাশি ৩ ফিফটিতে ৪২ গড়ে ৩৩৬ রান করেছেন এই ওপেনার।