প্রতিপক্ষের খেলোয়াড়কে ট্যাকেল করা কিংবা বল এসে হাতে লাগা – ডি বক্সে এমন কিছু ঘটলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। কিন্তু অ্যাস্টন ভিলা বনাম ক্লাব ব্রুগের ম্যাচে ঘটে গেলো বিস্ময়কর এক ঘটনা। কেউ কাউকে ফেলে দেয়নি, কারো হাতে লেগে গোল আটকে যায়নি; তবু পেনাল্টির সংকেত দেখাতে বাধ্য হয়েছেন তোবিয়াস স্টিলার।
ম্যাচের তখন ৫১ মিনিট, গোল কিক নিতে গিয়ে সতীর্থ সেন্টারব্যাক টাইরন মিঙ্গসের দিকে পাস বাড়িয়ে দেন এমিলিয়ানো মার্টিনেজ। অথচ মিঙ্গস পাস খেলার পরিবর্তে করে বসলেন মারাত্মক ভুল।
মূলত রেফারির বাঁশি তখনও বাজেনি এমনটাই ভেবেছিলেন এই ইংলিশম্যান। তাতেই ভুলটা হয়েছে, হাত দিয়ে বল ধরে খেলা থামিয়ে ফেলেছিলেনন তিনি। রেফারিও ভুলের ছাড় দেননি, সাথে সাথে পেনাল্টির সিদ্ধান্ত জানান ব্রুগের পক্ষে।
দলটির অধিনায়ক হ্যান্স ভেনাকেন সুযোগের সদ্ব্যবহার করেছেন। কুড়িয়ে পাওয়া পেনাল্টি থেকে একেবারে ঠান্ডা মাথায় গোল বের করে নিয়েছেন তিনি। তাঁর একমাত্র গোলেই পরাশক্তি হয়ে উঠা ইংলিশ প্রতিনিধিদের হারানোর স্বপ্ন সত্যি হলো।
১৯৯৫ সালের পর থেকে নিজেদের ইতিহাসে এবারই প্রথম ইংল্যান্ডের কোন ক্লাবকে হারালো ক্লাব ব্রুগ। মাঝে টানা ১৪ ম্যাচে হেরে গিয়েছিল দলটি, তবে সেই ধারায় ছেদ টানতে সক্ষম হয়েছে তাঁরা।
অন্যদিকে প্রায় চার দশক পর চ্যাম্পিয়ন্স লিগ খেলতে নামা অ্যাস্টন ভিলা রেকর্ড প্রায় করেই ফেলেছিল। প্রথম চার ম্যাচের সবকয়টিতে জিতেছে এই অর্জন আছে কেবল প্যারিস সেন্ট জার্মেই, মিলান এবং জুভেন্টাসের। ভিলা খুব কাছে এসেও পারলো না তাঁদের ছুঁতে, কি জানি আকস্মিক পেনাল্টি হজম করতে না হলে হয়তো ছুঁয়ে ফেলতো তাঁরা।