আঠারো বছর বয়স কী দু:সহ!

বাবা কিংবা মা’র হাত ধরে প্রায় নিজের সমান একটা ব্যাট হাতে নিয়ে মাঠে যাওয়া ছেলেটাও স্বপ্ন দেখে দেশের হয়ে একটা সেঞ্চুরি করার। তবে সেই স্বপ্ন পূরণ হয় কয় জনের। আন্তর্জাতিক ক্রিকেটে একটা সেঞ্চুরি করা যেকোনো ব্যাটসম্যানের জন্য বড় পাওয়া।

বাবা কিংবা মা’র হাত ধরে প্রায় নিজের সমান একটা ব্যাট হাতে নিয়ে মাঠে যাওয়া ছেলেটাও স্বপ্ন দেখে দেশের হয়ে একটা সেঞ্চুরি করার। তবে সেই স্বপ্ন পূরণ হয় কয়জনের। আন্তর্জাতিক ক্রিকেটে একটা সেঞ্চুরি করা যেকোনো ব্যাটসম্যানের জন্যে বড় পাওয়া।

তবে আন্তর্জাতিক ক্রিকেট এমন কয়েকজন ব্যাটসম্যান দেখেছে যারা সেঞ্চুরি করেছে আঠারো বছর পেরোনোর আগেই। তাঁদের কেউ পরবর্তীতে ক্রিকেট বিশ্বের মহাতারকাও বনে গেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে আঠারো না পার করার আগেই সেঞ্চুরি পাওয়াদের নিয়েই এই তালিকা।

  • হ্যামিলটন মাসাকাদজা (জিম্বাবুয়ে)

জিম্বাবুয়ে ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা। এই ব্যাটসম্যান টেস্ট ক্রিকেটে নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন ১৮ বছর হওয়ার আগেই।

হারারে স্টেডিয়ামে ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক টেস্ট ম্যাচে এই সেঞ্চুরির দেখা পান মাসাকাদজা। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর ৩৫২ দিন। তাঁর সেই সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ ড্র করেছিল জিম্বাবুয়ে।

  • শচীন টেন্ডুলকার (ভারত)

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানও নিজের প্রথম সেঞ্চুরি করেছিলেন ১৮ বছর হবার আগেই। ভারতের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছিলেন লিটল মাস্টার।

ম্যানচেস্টারে ইংল্যান্ডের বিপক্ষে এক টেস্ট ম্যাচে এই সেঞ্চুরির দেখা পান তিনি। সেই সময়ে শচীনের বয়স ছিল মাত্র ১৭ বছর ১০৭ দিন। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচ ড্র করেছিল ভারত।

  • মুশতাক মোহম্মদ (পাকিস্তান)

পাকিস্তানের মোট দুই জন ব্যাটসম্যান আমাদের এই তালিকায় জায়গা করে নিয়েছেন। তাঁদের একজন মুশতাক মোহম্মদ।

দিল্লীতে ভারতের বিপক্ষে তাঁর সেঞ্চুরিতে সেই ম্যাচ ড্র করেছিল পাকিস্তান। ছয় নম্বরে ব্যাট করতে নেমে ১০১ রানের ইনিংস খেলেন তিনি। সেই সময় মুশতাকের বয়স ছিল মাত্র ১৭ বছর ৭৮ দিন।

  • মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)

বাংলাদেশ ক্রিকেটে আসা অন্যতম প্রতিভাবান ক্রিকেটারদের একজন মোহাম্মদ আশরাফুল। তিনিই টেস্ট ক্রিকেটের ইতিহাসে বিশ্বের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান।

কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষে সেই সেঞ্চুরির দেখা পান আশরাফুল। ২১২ বলে ১১৪ রানের মহামূল্যবান একটি ইনিংস খেলেন। সেই সময় তাঁর বয়স ছিল মাত্র ১৭ বছর ৬১ দিন।

  • উসমান গনি (আফগানিস্তান)

টেস্ট ক্রিকেটে নতুন সদস্য আফগানিস্তান। উসমান গনি দেশটির সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে টেস্ট ক্রিকেটে নিজের সেঞ্চুরির দেখা পেয়েছেন।

জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৩ বলে ১১৮ রানের এক ইনিংস খেলেন তিনি। এই ইনিংস খেলার সময় তাঁর বয়স ছিল ১৭ বছর ২৪২ দিন।

  • শহীদ আফ্রিদি (পাকিস্তান)

বিশ্ব ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান পাকিস্তানের এই ব্যাটসম্যান। দেশটির দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১৮ বছর হওয়ার আগেই সেঞ্চুরির দেখা পান এই ব্যাটসম্যান। মাত্র ১৬ বছর ২১৭ দিনে এই কীর্তি করেন আফ্রিদি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেটে এই সেঞ্চুরির দেখা পান তিনি। মাত্র ৪০ বলে ১০২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন আফ্রিদি। তাঁর ব্যাটে চড়ে ৩৭১ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...