বিশ্বকাপ একেবারে সন্নিকটে। সাবেক খেলোয়াড় থেকে ক্রিকেট বোদ্ধা, সবাই নিজেদের মত প্রকাশ করছেন। কেউ বিজয়ীর নাম জানাচ্ছেন। কেউ আবার জানাচ্ছেন তাদের চার সেমিফাইনালিস্ট। সেদিক থেকে বাদ জাননি বাংলাদেশের আতাহার আলী খান।
কমেন্ট্রি বক্সে বাংলাদেশের নিয়মিত প্রতিনিধি আতাহার আলী খান। তবে শুধু ধারাভাষ্যকার হিসেবেই তিনি যে ক্রিকেটের সাথে যুক্ত তা কিন্তু নয়। খেলোয়াড় হিসেবেও তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। একেবারে শুরুর দিককার গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন তিনি।
তিনি বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশকে নিয়ে। এমনকি তিনি বারংবার বলেছেন বাংলাদেশের পক্ষে এদফা ভাল ফলাফলই আসবে। তাছাড়া বাংলাদেশে যখন বিশ্বকাপ ট্রফি এসেছিল তখনও তিনি বলেছিলেন বাংলাদেশের এবার জেতার সম্ভাবনা রয়েছে।
তাইতো তিনি তার চার সেমিফাইনাল দলের মধ্যে সবার আগেই রেখেছেন বাংলাদেশকে। তাছাড়া তিনি বেশ এগিয়ে রেখেছেন স্বাগতিক ভারতকে। কেননা ভারতের মাটিতে রোহিত শর্মার দল বেশ শক্তিশালী। তাছাড়া দর্শকদের পূর্ণ সমর্থনই পাবে দলটি। সুতরাং তারাও থাকছেন আতাহার আলীর সেমিফাইনালের ভবিষ্যদ্বানীতে। দলটাও বেশ পরিপূর্ণ।
অন্যদিকে তৃতীয় দল হিসেবে আতাহার আলী রেখেছেন অস্ট্রেলিয়াকে। সর্বোচ্চ সংখ্যক বিশ্বকাপজয়ী এই দলটার সবদিক থেকেই সামঞ্জস্যপূর্ণ। সুতরাং তাদেরও প্রবল সম্ভাবনা দেখছেন তিনি। তবে চতুর্থ দল হিসেবে দু’টো দলের মধ্যে দ্বিধায় রয়েছেন এই ধারাভাষ্যকার।
তার মতে ইংল্যান্ড কিংবা পাকিস্তান, এই দুই দলের কোন একটি দল হতে পারে সেমিফাইনালের চতুর্থ দল। এই নিয়ে তিনি ভারত ভিত্তিক এক গণমাধ্যমকে জানিয়েছেন তার মনের কথা। সেখানে তিনি বলেন, ‘আমি আপনাদেরকে বাংলাদেশের কথা ইতোমধ্যেই বলেছি। ভারত নিশ্চিতভাবেই সেমিফাইনালে যাবে। অস্ট্রেলিয়াও যাবে, তাদের বেশ ভাল একটি দল রয়েছে। তাদের মানসম্মত অলরাউন্ডার যেমন রয়েছে তেমনি দূর্দান্ত ফাস্ট বোলারও রয়েছে। এবং ব্যাটিংয়ে তারা বেশ গভীর পর্যন্ত ব্যাট করে এবং তাদের দারুণসব স্ট্রাইকার রয়েছে।’
এই তিনটি দলই তার প্রথম পছন্দ। তিনি মনে করেন এই বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়া যাচ্ছে সেমিফাইনালে। তাছাড়া ইংল্যান্ড ও পাকিস্তান সম্পর্কে তিনি বলেন, ‘এই তিনটি দলকেই আমি বেছে নেব, এরপর হয়ত ইংল্যান্ড কিংবা পাকিস্তান যাবে সেমিফাইনালে।’
আগামী ৫ অক্টোবর ভারতে শুরু হবে বিশ্বকাপ। সেখানে এবার অংশ নিচ্ছে ১০টি দল। লিগ পদ্ধতিতে খেলা হবে এবার। পয়েন্ট টেবিলের উপরের দিকে থাকা সেরা চার দল খেলবে সেমিফাইনাল। ১৯ নম্ভেবর আহমেদাবাদের ফাইনালের মধ্যে দিয়ে পর্দা নামবে ১৩তম ক্রিকেট বিশ্বকাপের।