ভারত-ইংল্যান্ডের ম্যাচ দিবারাত্রির টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করলো বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। পূর্ব নাম মোতেরা কিংবা সর্দার প্যাটেল স্টেডিয়াম হলেও খেলার পূর্বে এই স্টেডিয়ামের নতুন নামকরণ করা হয় ভারতের প্রধানমন্ত্রী ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’ নামে।
শুরুর টেস্টে প্রথম দিনের ইংলিশদের ব্যাটিং ধ্বসিয়ে দিয়েছেন অক্ষর প্যাটেল! তার নেওয়া ৬ উইকেটেই মাত্র ১১২ রানেই নিজেদের প্রথম ইনিংসে গুড়িয়ে যায় সফরকারীরা।
সাদা পোশাকে অক্ষরের শুরুটা হয়েছিলো স্বপ্নের মতো। অভিষেক টেস্টেই নিয়েছিলেন ইনিংসে ৫ উইকেট! এরপর সুযোগ পেলেন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ানের আন্তর্জাতিক অভিষেকের দিনে গোলাপি বলের টেস্টে। দ্বিতীয় সুযোগ টাও হাতছাড়া করেননি এই তরুন বা-হাতি স্পিনার! প্রথম দিনেই নিজের বোলিং জাদুতে নাজেহাল করেছেন ইংলিশ ব্যাটসম্যানদের। ২১.৪ ওভার বল করে ৩৮ রানে অক্ষর নেন ৬ উইকেট! অভিষেকের পর টানা দুই টেস্টেই তিনি শিকার করলেন ‘ফাইফর’।
অবশ্য এই ৬ উইকেট নেওয়ার মাধ্যমে তিনি নাম লিখিয়েছেন এক অনন্য রেকর্ডে। আজকের ম্যাচের আগ পর্যন্ত টেস্ট ক্রিকেটে মাত্র দুই জন ভারতীয় বোলার নিজের অভিষেক দুই টেস্টেই পাঁচ বা তার বেশি উইকেট শিকার করেছেন। আজকের ম্যাচে ৬ উইকেট শিকারের মাধ্যমে সে তালিকায় তৃতীয় ভারতীয় বোলার হিসেবে নাম তুললেন অক্ষর প্যাটেল।
এই তালিকায় সর্বপ্রথম নাম ওঠান ভারতীয় পেসার মোহাম্মদ নিসার। টেস্টে তিনি প্রথম ভারতীয় হিসেবে প্রথম বলটি করেন! এবং তিনিই টেস্টে প্রথম ভারতীয় হিসেবে প্রথম উইকেট লাভ করেন। ভারতের উদ্ভোধনী টেস্টেই লর্ডসে ইংলিশদের বিপক্ষে নিসার শিকার করেন মেইডেন পাঁচ উইকেট। পরের টেস্টেই আবারো সেই ইংলিশদের বিপক্ষে পাঁচ উইকেট শিকার করেন তিনি! তবে সেটি ছিলো ঘরের মাঠে। এই মোহাম্মদ নিসারই তৎকালীন সময়ে সবচেতে গতিময় বোলার হিসেবে পরিচিত ছিলেন।
এই তালিকায় তিনি একা রাজত্ব করেন প্রায় ৫৬ বছর! এরপর এই তালিকায় ২য় ভারতীয় বোলার হিসেবে নাম লিখান লেগস্পিনার নরেন্দ্র হিরওয়ানি। যার অভিষেক টেস্টের রেকর্ড এখনো অক্ষত আছে! ১৯৮৮ সালে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ইনিংসে ৬১ রানে নেন ৮ উইকেট! অভিষেকে টেস্টের এক ইনিংসে ৮ উইকেট নেওয়া চতুর্থ বোলার তিনি। পরের ইনিংসেই আবারো ৭৫ রানে ৮ উইকেট শিকার করে এক অনন্য রেকর্ড গড়েন তিনি। ১৯৭২ সালের অভিষেক টেস্টে অস্ট্রেলিয়ান বব মাসি তার অভিষেক টেস্টে ১৩৭ রানে ১৬ উইকেট শিকার করেন যা ছিলো অভিষেক টেস্টে সেরা বোলিং রেকর্ড। সেই রেকর্ড টপকে ১৩৬ রানে ১৬ উইকেট নিয়ে নিজের নাম লেখান নরেন্দ্র হিরওয়ানি! এখন পর্যন্ত টেস্ট অভিষেকে এটি সেরা বোলিং ফিগার।
সবশেষ এই তালিকায় নাম লেখালেন অফ স্পিনার অক্ষর প্যাটেল। অভিষেক টেস্টে ইংলিশদের বিপক্ষে ৬০ রানে নেন ৫ উইকেট। পরের টেস্টে আহমেদাবাদে ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়ামে গোলাপি বলের টেস্টে ইংলিশদের বিপক্ষেই শিকার করলেন মাত্র ৩৮ রানে ৬ উইকেট!
আজকের ম্যাচে প্রথম ইনিংসে দুই স্পিনার অক্ষর প্যাটেল ও রবিচন্দ্রন অশ্বিন দু’জনে মিলে শিকার করেন মোট নয় উইকেট। যা কিনা দিবা-রাত্রির টেস্টে এক ইনিংসে স্পিনারদের সর্বোচ্চ উইকেট শিকার। এর আগে পাকিস্তানের বিপক্ষে ২০১৭ সালে দুবাইতে দেবেন্দ্র বিশু এক ইনিংসে ৮ উইকেট শিকার করেন।
দিবা-রাত্রীর টেস্টে এক ইনিংসে সেরা বোলিং ফিগারে এখন দুই নম্বরে আছেন অক্ষর প্যাটেল। সবার উপরে আছেন দুবাইতে ২০১৭ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৯ রানে ৮ উইকেট শিকার করা উইন্ডিজ স্পিনার দেবেন্দ্র বিশু। ইংল্যান্ডের বিপক্ষে ৩য় টেস্টের প্রথম ইনিংসে ৩৮ রানে ৬ উইকেট শিকার করে সে তালিকায় দুই নম্বরে নাম লিখিয়েছেন অক্ষর প্যাটেল।