অভাগা যেদিক যায়, নদী শুকিয়ে যায়। বাবর আজম সেই অভাগা, তার ব্যাটে রান শুকিয়ে যাওয়া নদী। কেউ কখনো কল্পনা করেছিল বাবরকে বাদ দিতে আলোচনা উঠবে পাকিস্তানে? দিন এতটাই খারাপ যাচ্ছে এই ব্যাটারের যে ঘরোয়া টুর্নামেন্টেও রান করতে ব্যর্থ হচ্ছেন। দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া যেন ভুলেই গেছেন।
পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ খেলছে নিউজিল্যান্ডের মাটিতে। সেই সিরিজের দলে নেই বাবর আজম। তাকে রীতিমত বাদ দিয়েই কিউইদের দেশে উড়ে গিয়েছে আঘা সালমানের দল। একদিকে পাকিস্তানের বেহাল দশা, আরেকদিকে নিজের ব্যর্থতার বৃত্তে বাবরের ঘুরপাক খাওয়া- যেন এক অনন্তকাল ধরে চলমান প্রক্রিয়া।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে লাহোর ব্লুসের হয়েও ঠিকঠাক হাসেনি বাবরের ব্যাট। ২২ রান অবশ্য তিনি করেছেন। তবে ১৭২ রানের টার্গেটে ১৭ বলে খেলা সেই ২২ রানের ইনিংসটি কোন প্রকার গুরুত্বই বহন করে না।
এমনকি ওপেনিংয়ে নেমে বাবরের ওয়ানডে ঢঙের ব্যাটিংয়ের কারণে শেষ অবধি ৩৭ রানে হেরেছে লাহোরের দলটি। ঠিক এতটাই বেগতিক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন বাবর আজম। ঘরের মাঠে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যর্থ হয়েছেন। এরপর ঘরের মাঠের চ্যাম্পিয়ন্স ট্রফিতেও নিষ্ফলা ছিল বাবরের ব্যাট। এরপরই ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বাদ দিয়েছে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট।
যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ফিরবেন বাবর। কিন্তু তার ব্যাটে কবে নাগাদ কার্যকর ইনিংসের দেখা মিলবে-তা বলা মুশকিল। তাছাড়া বাবরের এমন ধীর গতির ব্যাটিং নিয়ে সম্ভবত দুশ্চিন্তায় আছে পেশওয়ার জালমি ফ্রাঞ্চাইজিও।
কেননা আসন্ন পাকিস্তান সুপার লিগে যে তাদেরই প্রতিনিধিত্ব করবেন বাবর। ফ্রাঞ্চাইজির মালিকরাও সম্ভবত ভাবছেন, ‘এমন বাবরই কি আমরা চেয়েছিলাম?’