টেস্ট না খেলেও ফিরতে পারে বাংলাদেশ

 নিউজিল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এই বিধি নিষেধের কড়াকড়ির বিষয়ে বিসিবি একটু বিরক্ত। শনিবার সকালে এই ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন-সহ বোর্ড পরিচালকরা বৈঠকও করেন। সেখানে দলকে ফিরিয়ে আনার আলাপও হয়। তবে, আপাতত বিসিবি এতটা হার্ড লাইনে যাচ্ছে না। তবে, আবারও কোনো ‘অজুহাত’-এ কোয়ারেন্টাইনের সময় বাড়িয়ে দেওয়া হল বিসিসি সেই পথেও হাঁটতে পারে বলে জানা গেল।

নিউজিল্যান্ডের বিপক্ষে এখনই সিরিজ বাতিলের কোনো শঙ্কা নেই। বোর্ড সভা থেকে তেমন সিদ্ধান্তই আসলো। তবে, কোয়ারেন্টাইনের মেয়াদ বাড়লে কঠিন পথে হাঁটতে পারে বিসিবি। ফলে, কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

বলা হয়, ক্রিকেটের সবচেয়ে কঠিন কন্ডিশনের পরীক্ষা হয় নিউজিল্যান্ড সফর। বাংলাদেশ দলের জন্য কথাটা আরো বেশি সত্য। আজ অবধি কোনো ফরম্যাটেই কোনো আন্তর্জাতিক ম্যাচে নিউজিল্যান্ডের মাটিতে স্বাগতিক দলকে হারাতে পারেনি বাংলাদেশ। আর এখন কোভিড ১৯ জনিত পরিবর্তিত পরিস্থিতিতে সেই পরীক্ষাটা যেন আরো কঠিন। কারণ, লম্বা সময় কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে বাংলাদেশ দলকে।

নিউজিল্যান্ডের নীতিমালাতেও আছে বিরাট কড়াকড়ি। দুই টেস্ট ও দু’টি প্রস্তুতি ম্যাচের সফরেও ব্যয় করতে হচ্ছে পাঁচটা সপ্তাহ। গিয়েই সাত দিনের কোয়ারেন্টাইন করে বাংলাদেশ দল। কোয়ারেন্টাইন শেষে গত বুধবার কোভিড ১৯ টেস্ট করে তাতে পজিটিভ আসেন স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ, যদি তাঁর করোনার লক্ষ্মণ সামান্যই।

ঝুঁকি না নিয়ে আট ক্রিকেটারকে আইসোলেশনে পাঠানো হয়। এই অবস্থায় গত বৃহস্পতিবার দলের বাকিরা লিঙ্কনে যায় অনুশীলনে। তবে, তাঁদের অনুশীলন করতে না দিয়ে আরো তিন দিনের জন্য বাধ্যবতামূলক কোয়ারেন্টাইনে পাঠিয়ে দেওয়া হয়। যদিও, বৃহস্পতিবারেই আবার কোভিড নেগেটিভ আসে হেরাথের করোনা ভাইরাস পরীক্ষায়।

খবরটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য স্বস্তির। কিন্তু, আরো তিন দিনের কোয়ারেন্টাইনে বাংলাদেশের প্রস্তুতি পর্বের শুরুটা পিছিয়ে গেল আরেকবার। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে টাউরাঙ্গার বে ওভালে। পরেরটি ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে।

নতুন বছরের প্রথম দিন শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট শুরু নয় জানুয়ারি। এই সিরিজ সামনে আগামী ডিসেম্বরের শেষ দিকে নিউজিল্যান্ড যাবে বাংলাদেশ দল। দু’টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। ফলে, কন্ডিশনে মানিয়ে নেওয়ার জন্য বাংলাদেশ দলের জন্য প্রস্তুতি শুরু করাটা খুবই জরুরি। কিন্তু, সেই সুযোগই মিলছে কোথায়।

নিউজিল্যান্ড ও নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) এই বিধি নিষেধের কড়াকড়ির বিষয়ে বিসিবি একটু বিরক্ত। শনিবার সকালে এই ব্যাপারে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন-সহ বোর্ড পরিচালকরা বৈঠকও করেন। সেখানে দলকে ফিরিয়ে আনার আলাপও হয়। তবে, আপাতত বিসিবি এতটা হার্ড লাইনে যাচ্ছে না। তবে, আবারও কোনো ‘অজুহাত’-এ কোয়ারেন্টাইনের সময় বাড়িয়ে দেওয়া হল বিসিসি সেই পথেও হাঁটতে পারে বলে জানা গেল।

ক্রিকেট অপারেশন্স বিভাগের পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান খেলা ৭১ – কে বলেন, ‘আপাতত সিরিজ শেষ না করে ফেরার কোনো সম্ভাবনা নেই। তবে, যদি কোয়ারেন্টাইন বাড়ে, তাহলে ফিরিয়ে আনা হতে পারে। সেক্ষেত্রে সিরিজ স্থগিত হবে।

নিউজিল্যান্ডে এটি পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চতুর্থ সফর। এই সফরগুলোতে তো বটেই, সব মিলিয়ে নিউজিল্যান্ডে তাদের বিপক্ষে তিন সংস্করণ মিলিয়ে ৩২ ম্যাচ খেলে সব হেরেছে বাংলাদেশ।

 

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...