ঘরোয়া টি-টোয়েন্টির মানোন্নয়নের তাগিদ বুলবুলের

বাংলাদেশের ক্রিকেট নিয়েও বেশ সরব তিনি। দেশের ক্রিকেট কাঠামো, ক্রিকেট সংস্কৃতি নিয়ে সবসময়ই বলে এসেছেন সাবেক এই ক্রিকেটার। এবারও অস্ট্রেলিয়ায় মাঠে বসে বাংলাদেশের খেলা দেখেছেন। ছেলেদের পারফর্মেন্স দেখে আবারো কাঠগড়ায় তুলেছেন দেশের ঘরোয়া ক্রিকেটকে।

বাংলাদেশের সাবেক টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। সাদা পোশাকের ক্রিকেটে বাংলাদেশের হয়ে প্রথম সেঞ্চুরির দেখাও পেয়েছিলেন তিনিই। দেশের ক্রিকেটের এই উজ্জ্বল নক্ষত্র এখন কর্মরত আছে অস্ট্রেলিয়ায়। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের হয়ে পেয়ায় এক দশক ধরে কাজ করে চলেছেন। এশিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে সফলতার সাথে কাজ করে যাচ্ছেন তিনি।

এছাড়া বাংলাদেশের ক্রিকেট নিয়েও বেশ সরব তিনি। দেশের ক্রিকেট কাঠামো, ক্রিকেট সংস্কৃতি নিয়ে সবসময়ই বলে এসেছেন সাবেক এই ক্রিকেটার। এবারও অস্ট্রেলিয়ায় মাঠে বসে বাংলাদেশের খেলা দেখেছেন। ছেলেদের পারফর্মেন্স দেখে আবারো কাঠগড়ায় তুলেছেন দেশের ঘরোয়া ক্রিকেটকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ খুব ভালো প্রস্তুতি নিয়ে বিশ্বকাপে আসেনি। এছাড়া জিম্বাবুয়ে ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ছাড়া এই আসরে বাংলাদেশের কাছ থেকে তেমন কোন পারফরম্যান্স দেখা যায়নি। তাঁরা অবশ্যই উন্নতি করছে তবে সেটা যথেষ্ট নয়।’

টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ কখনোই তেমন বড় কোন সাফল্যের দেখা পায়নি। এছাড়া এই ফরম্যাটে দৃশ্যমান কোন উন্নতিও দেখা যায়না। ঘরোয়া ক্রিকেটেও এই ফরম্যাটের কোন টুর্নামেন্ট হয়না। টি-টোয়েন্টি ফরম্যাটেও নিজেদের মেলে ধরার পথ বাতলে দিয়েছেন আইসিসির এই কর্তা।

তিনি বলেন, ‘টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে আরো অনেক বেশি ম্যাচ খেলতে হবে। এই ফরম্যাটের জন্য ন্যাচারাল টেলেন্ট খুঁজে বের করতে হবে। এই ফরম্যাটের স্কিল যাদের আছে তাঁদের প্রাধান্য দিতে হবে। এই জায়গা গুলোয় বাংলাদেশকে সবার আগে কাজ করতে হবে।’

বিশ্বমঞ্চে বাংলাদেশ কখনোই বড় দলগুলোর সাথে জিততে পারেনা। এরপিছনের কারণ হিসেবে তিনি বলেন, ‘দেখুন ভারতের বিপক্ষে লিটন আসাধারণ খেলেছে। অথচ তাঁকে সাপোর্ট দেয়ার মত আর কেউ ছিল না। বাংলাদেশকে ম্যাচ সিনারিওটা আরো ভালো ভাবে বুঝতে হবে।’

ওদিকে বাংলাদেশে কোন কোচই খুব বেশিদিন কাজ করতে পারেন না। টেস্ট দল গুলোর মধ্যে বাংলাদেশই বেশ ঘনঘন কোচ পরিবর্তন করে। এই ব্যাপারেও বিসিবির সমালোচনা করেন আমিনুল ইসলাম বুলবুল।

কোচ পরিবর্তন করার বিষয়ে তিনি বলেন, ‘অন্য কোন টেস্ট দল এত ঘন ঘন কোচিং স্টাফ পরিবর্তন করেনা। দেখুন আপনি যদি রোজ ডাক্তার পরিবর্তন করেন তাহলে কিন্তু সবার জন্যই কাজটা কঠিন হয়ে যাবে। সবাই প্রথমে নিজের পদ্ধতিটা প্রয়োগ করবে। সেজন্য যেই আসুক তাঁকে যথেষ্ট সময় দেয়া জরুরি।’

এছাড়া দেশের ক্রিকেটারদের বাইরের লিগে খেলতে যাওয়ার পক্ষপাতী নন এই আইসিসি কর্তা। তিনি মনে করেন বাইরের লিগ না খেলে দেশে মানসম্পন্ন ম্যাচ আয়োজন করা বেশি জরুরি।

এই বিষয়ে বুলবুল বলেন, ‘আমি ক্রিকেটারদের বাইরে লিগ খেলার পক্ষে নই, বরং ঘরোয়া ক্রিকেটের মান বাড়ানো প্রয়োজন। রঞ্জি ট্রফিতে যখন মুম্বাই আর দিল্লী ম্যাচ খেলে সেটা কিন্তু প্রায় একটা টেস্ট ম্যাচের মানের হয়। বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে সেই মান নেই। সেজন্য বাংলাদেশের জন্য ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দেয়াটা এখন সবচেয়ে বেশি জরুরি।’

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...